ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র পাঁচ মিনিটেই বাতিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

  • পোস্ট হয়েছে : ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক : কোয়ারেন্টাইন বিতর্কে শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় বাতিল হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচ মাঠে গড়ানোর ৫ মিনিটের মাথায় বন্ধ হয়ে যায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চারজন খেলোয়াড় পুরোপুরি কোয়ারেন্টাইন না মেনে এই ম্যাচে খেলতে নেমেছিলেন। সেটা নিয়ে ভোটো দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। আর এতেই বাতিল হয় ম্যাচ।

এ সময় ব্রাজিলের একজন স্বাস্থ্য কর্মকর্তা আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের সঙ্গে এ বিষয় নিয়ে সাইডলাইনে হাতাহাতিতে জড়ান। মুহূর্তের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে গোটা মাঠে। কিছুক্ষণ চলে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা। এই ঘটনায় এক পর্যায়ে মাঠ ছেড়ে উঠে যান আর্জেন্টিনার খেলোয়াড় ও কর্মকর্তারা। এরপর থেকে প্রায় ৪৫ মিনিট ধরে ম্যাচ বন্ধ থাকে।

যে চারজন খেলোয়াড়কে নিয়ে ভোটো দিয়েছে ব্রাজিল স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের ছাড়া আর্জেন্টিনা খেলতে রাজি হয়নি। এদিকে নেইমার ও তার সতীর্থরা চেষ্টা করেন স্বাস্থ্য কর্মকর্তাদের বোঝানোর।

এদিকে ম্যাচ বাতিল হলেও ব্রাজিলের খেলোয়াড়রা মাঠে ছাড়েননি। তারা ম্যাচ ভেন্যু সাও পাওলোর নিও কুইমিকা স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন।

এখন দেখার বিষয় ফিফা এই ম্যাচ নিয়ে কি সিদ্ধান্ত দেয়। তারা আর্জেন্টিনার ৩ পয়েন্ট কাটে নাকি ব্রাজিলের। অবশ্য দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের নিয়ম অনুযায়ী ম্যাচ শুরু করার পর বাতিল করলে ৩ পয়েন্ট কাটা যাবে। সে অনুযায়ী স্বাস্থ্য কর্মকর্তাদের অদূরদর্শীতার কারণে ব্রাজিলের ৩ পয়েন্ট কাটা যেতে পারে।

বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মাত্র পাঁচ মিনিটেই বাতিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

পোস্ট হয়েছে : ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : কোয়ারেন্টাইন বিতর্কে শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় বাতিল হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচ মাঠে গড়ানোর ৫ মিনিটের মাথায় বন্ধ হয়ে যায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চারজন খেলোয়াড় পুরোপুরি কোয়ারেন্টাইন না মেনে এই ম্যাচে খেলতে নেমেছিলেন। সেটা নিয়ে ভোটো দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। আর এতেই বাতিল হয় ম্যাচ।

এ সময় ব্রাজিলের একজন স্বাস্থ্য কর্মকর্তা আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের সঙ্গে এ বিষয় নিয়ে সাইডলাইনে হাতাহাতিতে জড়ান। মুহূর্তের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে গোটা মাঠে। কিছুক্ষণ চলে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা। এই ঘটনায় এক পর্যায়ে মাঠ ছেড়ে উঠে যান আর্জেন্টিনার খেলোয়াড় ও কর্মকর্তারা। এরপর থেকে প্রায় ৪৫ মিনিট ধরে ম্যাচ বন্ধ থাকে।

যে চারজন খেলোয়াড়কে নিয়ে ভোটো দিয়েছে ব্রাজিল স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের ছাড়া আর্জেন্টিনা খেলতে রাজি হয়নি। এদিকে নেইমার ও তার সতীর্থরা চেষ্টা করেন স্বাস্থ্য কর্মকর্তাদের বোঝানোর।

এদিকে ম্যাচ বাতিল হলেও ব্রাজিলের খেলোয়াড়রা মাঠে ছাড়েননি। তারা ম্যাচ ভেন্যু সাও পাওলোর নিও কুইমিকা স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন।

এখন দেখার বিষয় ফিফা এই ম্যাচ নিয়ে কি সিদ্ধান্ত দেয়। তারা আর্জেন্টিনার ৩ পয়েন্ট কাটে নাকি ব্রাজিলের। অবশ্য দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের নিয়ম অনুযায়ী ম্যাচ শুরু করার পর বাতিল করলে ৩ পয়েন্ট কাটা যাবে। সে অনুযায়ী স্বাস্থ্য কর্মকর্তাদের অদূরদর্শীতার কারণে ব্রাজিলের ৩ পয়েন্ট কাটা যেতে পারে।

বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: