ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের সিরিজ আর নিউজিল্যান্ডের সমতার লড়াই

  • পোস্ট হয়েছে : ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • 6

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয়টিতে শোচনীয়ভাবে নিউজিল্যান্ডের কাছে হারার পর আজ আবার জয়ের ধারায় ফিরতে চাইবে মাহমুদুল্লাহ’র দল। তবে সফরকারী দলের কোচ সাফ বলে দিয়েছেন আগুনের জবাব আগুন দিয়েই দেয়া হবে।

নিউ জিল্যান্ড কোচ গ্লেন পোকনাল এমন কথাই তো বললেন, ‘নিজেদের মাঠে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। ৭৬ রানে অলআউট হয়ে হারের পর তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাব আমরা আগুন দিয়েই দিব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’

নিউজিল্যান্ডকে জয়ের জন্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধান করে। আজ সিরিজের চতুর্থ ম্যাচ। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। নিউ জিল্যান্ডের সিরিজে সমতা ফেরানোর লড়াই।

নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিকবার ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। নেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের অপেক্ষা। কাজটি কঠিন তবে অসম্ভব নয়। আজ জিতলেই বাংলাদেশের নামের পাশে আরেকটি সাফল্য যুক্ত হবে।

বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টাইগারদের সিরিজ আর নিউজিল্যান্ডের সমতার লড়াই

পোস্ট হয়েছে : ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয়টিতে শোচনীয়ভাবে নিউজিল্যান্ডের কাছে হারার পর আজ আবার জয়ের ধারায় ফিরতে চাইবে মাহমুদুল্লাহ’র দল। তবে সফরকারী দলের কোচ সাফ বলে দিয়েছেন আগুনের জবাব আগুন দিয়েই দেয়া হবে।

নিউ জিল্যান্ড কোচ গ্লেন পোকনাল এমন কথাই তো বললেন, ‘নিজেদের মাঠে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। ৭৬ রানে অলআউট হয়ে হারের পর তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাব আমরা আগুন দিয়েই দিব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’

নিউজিল্যান্ডকে জয়ের জন্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধান করে। আজ সিরিজের চতুর্থ ম্যাচ। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। নিউ জিল্যান্ডের সিরিজে সমতা ফেরানোর লড়াই।

নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিকবার ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। নেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের অপেক্ষা। কাজটি কঠিন তবে অসম্ভব নয়। আজ জিতলেই বাংলাদেশের নামের পাশে আরেকটি সাফল্য যুক্ত হবে।

বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: