ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইপিএল-এ খেলার আবেদন তামিমের

  • পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • 5

স্পোর্টস ডেস্ক : আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নেপালে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রথম আসর। তাতে খেলতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন।

এদকে হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ে সফরের টি টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে চলে এসেছিলেন তামিম। এরপর থেকে এখন পর্যন্ত তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। তবে সেটা শেষ হয়ে যাওয়ার কথা চলতি মাসের শেষেই। সেটা হয়ে গেলে ইপিএল খেলতে আর কোনো শারীরিক বাধা থাকবে না তার।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, তামিম বিসিবির কাছে অনুমতি চেয়ে আমাদেরকে ইতোমধ্যেই চিঠি দিয়েছে। তবে সে অনুমতি তামিম পাবে কি পাবে না, এ বিষয়ে সিদ্ধান্ত আজই (বুধবার) জানাব আমরা।

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ব্যস্ততা নেই আর। নিউজিল্যান্ড সিরিজের শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিবিড় প্রস্তুতিতে নেমে যাবে বাংলাদেশ দল। সেই দল থেকে আগেই এক ফেসবুক ভিডিওর মাধ্যমে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। যে কারণে বিসিবির অনাপত্তিপত্র পাওয়া নিয়ে বিপত্তি হওয়ার কথা নয়।

সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন দেশসেরা এই ওপেনার। বিসিবির অনুমতি শেষমেশ পেয়ে গেলে এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তামিম।

বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইপিএল-এ খেলার আবেদন তামিমের

পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক : আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নেপালে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রথম আসর। তাতে খেলতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন।

এদকে হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ে সফরের টি টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে চলে এসেছিলেন তামিম। এরপর থেকে এখন পর্যন্ত তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। তবে সেটা শেষ হয়ে যাওয়ার কথা চলতি মাসের শেষেই। সেটা হয়ে গেলে ইপিএল খেলতে আর কোনো শারীরিক বাধা থাকবে না তার।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, তামিম বিসিবির কাছে অনুমতি চেয়ে আমাদেরকে ইতোমধ্যেই চিঠি দিয়েছে। তবে সে অনুমতি তামিম পাবে কি পাবে না, এ বিষয়ে সিদ্ধান্ত আজই (বুধবার) জানাব আমরা।

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ব্যস্ততা নেই আর। নিউজিল্যান্ড সিরিজের শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিবিড় প্রস্তুতিতে নেমে যাবে বাংলাদেশ দল। সেই দল থেকে আগেই এক ফেসবুক ভিডিওর মাধ্যমে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। যে কারণে বিসিবির অনাপত্তিপত্র পাওয়া নিয়ে বিপত্তি হওয়ার কথা নয়।

সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন দেশসেরা এই ওপেনার। বিসিবির অনুমতি শেষমেশ পেয়ে গেলে এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তামিম।

বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: