ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল বিক্রি নিয়ে তদন্ত করবে না আইসিসি

  • পোস্ট হয়েছে : ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক : ২০১১ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ বিক্রির সততা নিয়ে সন্দেহ করার কোনো কারণই খুঁজে পায়নি আইসিসি’র কর্তা-ব্যক্তিরা। তাই ম্যাচ‘বিক্রি’র অভিযোগ নিয়ে কোনো তদন্ত করবে না আইসিসি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

বিবৃতিতে আইসিসি জানায়- অভিযোগের সমর্থনে আমরা এমন কোনো প্রমাণ পায়নি যাতে করে আমরা তদন্ত শুরু করতে পারি। এমন প্রকৃতির সব অভিযোগ আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি। এবং অভিযোগটি দাঁড় করাতে কোনো না কোনো প্রমাণাদির প্রয়োজন। সেটা পেলে এ ব্যাপারে নিজেদের অবস্থান আমরা পুনর্মূল্যায়ন করব।

শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে এর আগে অভিযোগ করেন, শ্রীলঙ্কা ইচ্ছে করেই ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দিয়েছে। যদিও পরে এনিয়ে তদন্তও শুরু করেছিল দেশটির সরকার।

তদন্তের অংশ হিসেবে সাবেক প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা, সেই বিশ্বকাপ ফাইনালের ওপেনার উপুল থারাঙ্গা, অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনেকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের ক্রিকেটীয় ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে যায় লঙ্কান পুলিশ। তাই প্রমাণের অভাবে তদন্ত বাতিল করে শ্রীলঙ্কা সরকার।

উল্লেখ্য, শ্রীলঙ্কাকে ছয় উইকেটের বড় ব্যাবধানে হারিয়ে ২০১১ বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছিল ভারত।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপ ফাইনাল বিক্রি নিয়ে তদন্ত করবে না আইসিসি

পোস্ট হয়েছে : ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : ২০১১ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ বিক্রির সততা নিয়ে সন্দেহ করার কোনো কারণই খুঁজে পায়নি আইসিসি’র কর্তা-ব্যক্তিরা। তাই ম্যাচ‘বিক্রি’র অভিযোগ নিয়ে কোনো তদন্ত করবে না আইসিসি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

বিবৃতিতে আইসিসি জানায়- অভিযোগের সমর্থনে আমরা এমন কোনো প্রমাণ পায়নি যাতে করে আমরা তদন্ত শুরু করতে পারি। এমন প্রকৃতির সব অভিযোগ আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি। এবং অভিযোগটি দাঁড় করাতে কোনো না কোনো প্রমাণাদির প্রয়োজন। সেটা পেলে এ ব্যাপারে নিজেদের অবস্থান আমরা পুনর্মূল্যায়ন করব।

শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে এর আগে অভিযোগ করেন, শ্রীলঙ্কা ইচ্ছে করেই ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দিয়েছে। যদিও পরে এনিয়ে তদন্তও শুরু করেছিল দেশটির সরকার।

তদন্তের অংশ হিসেবে সাবেক প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা, সেই বিশ্বকাপ ফাইনালের ওপেনার উপুল থারাঙ্গা, অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনেকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের ক্রিকেটীয় ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে যায় লঙ্কান পুলিশ। তাই প্রমাণের অভাবে তদন্ত বাতিল করে শ্রীলঙ্কা সরকার।

উল্লেখ্য, শ্রীলঙ্কাকে ছয় উইকেটের বড় ব্যাবধানে হারিয়ে ২০১১ বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছিল ভারত।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: