ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে পাত্রী চেয়ে নোবেলের পোস্ট

  • পোস্ট হয়েছে : ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • 0

বিনোদন ডেস্ক- এবার পাত্রী চেয়ে ফেসবুকে পোস্ট দিলেন বিতর্কিত গায়ক নোবেলে। শনিবার (৮ অক্টোবর) বিকালে এক স্ট্যাটাসে নোবেল লিখেন‘পাত্রী চাই।’ এরপর শুরু হয়েছে সমালোচনা। এরই মধ্যে পোস্টে রিআক্ট পড়েছে ৭৩ হাজার কমেন্ট পড়েছে ২৮ হাজার। অনুপম নামে একজন লিখেছেন ‘তুমি সন্ন্যাস জীবন গ্রহণ করো ব্রো, বিবাহিত জীবনে তোমার তো সুখ নাই-ই, যাকে বিয়ে করবা তার কপালেও দুঃখ।’

নোবেলের পূর্বের বক্তব‌্য স্মরণ করে খাদিজা লিখেন, ‘মন্ত্রীর মেয়ে নাকি অপেক্ষা করে থাকে, তাহলে ফেসবুকে কেন পাত্রী চাই।’ মাশুরা বর্ষা লিখেছেন, ‘তোমার জন্য রানু মন্ডল একদম পারফেক্ট পাত্রী।

ডিভোর্স লেটার থেকে জানা যায়, বেশ কিছু কারণ দেখিয়ে নোবেলকে তালাকের নোটিশ দিয়েছেন সালসাবিল। কারণগুলো হলো এক. স্ত্রী হিসেবে গত দুই বছর খোরপোষ না দেওয়া। দুই. স্বামীর মস্তিষ্ক বিকৃত। তিন. কাবিনের প্রদত্ত শর্ত লঙ্ঘন। চার. বিবাহ প্রদত্ত কাবিনের শর্ত লঙ্ঘন। পাঁচ. চরিত্রহীনতা, নির্যাতনকারী ও পরকীয়ায় লিপ্ত। ছয়. প্রচন্ড মারধর করে, মাদকদ্রব‌্য গ্রহণ করে।

সোশ্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। এই পরিচয় রূপ নেয় প্রেমে। ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা।

বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফেসবুকে পাত্রী চেয়ে নোবেলের পোস্ট

পোস্ট হয়েছে : ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

বিনোদন ডেস্ক- এবার পাত্রী চেয়ে ফেসবুকে পোস্ট দিলেন বিতর্কিত গায়ক নোবেলে। শনিবার (৮ অক্টোবর) বিকালে এক স্ট্যাটাসে নোবেল লিখেন‘পাত্রী চাই।’ এরপর শুরু হয়েছে সমালোচনা। এরই মধ্যে পোস্টে রিআক্ট পড়েছে ৭৩ হাজার কমেন্ট পড়েছে ২৮ হাজার। অনুপম নামে একজন লিখেছেন ‘তুমি সন্ন্যাস জীবন গ্রহণ করো ব্রো, বিবাহিত জীবনে তোমার তো সুখ নাই-ই, যাকে বিয়ে করবা তার কপালেও দুঃখ।’

নোবেলের পূর্বের বক্তব‌্য স্মরণ করে খাদিজা লিখেন, ‘মন্ত্রীর মেয়ে নাকি অপেক্ষা করে থাকে, তাহলে ফেসবুকে কেন পাত্রী চাই।’ মাশুরা বর্ষা লিখেছেন, ‘তোমার জন্য রানু মন্ডল একদম পারফেক্ট পাত্রী।

ডিভোর্স লেটার থেকে জানা যায়, বেশ কিছু কারণ দেখিয়ে নোবেলকে তালাকের নোটিশ দিয়েছেন সালসাবিল। কারণগুলো হলো এক. স্ত্রী হিসেবে গত দুই বছর খোরপোষ না দেওয়া। দুই. স্বামীর মস্তিষ্ক বিকৃত। তিন. কাবিনের প্রদত্ত শর্ত লঙ্ঘন। চার. বিবাহ প্রদত্ত কাবিনের শর্ত লঙ্ঘন। পাঁচ. চরিত্রহীনতা, নির্যাতনকারী ও পরকীয়ায় লিপ্ত। ছয়. প্রচন্ড মারধর করে, মাদকদ্রব‌্য গ্রহণ করে।

সোশ্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। এই পরিচয় রূপ নেয় প্রেমে। ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা।

বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: