ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বড় ব্যবধানে জয় পেল বার্সা

  • পোস্ট হয়েছে : ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রথমে পিছিয়ে পড়লেও স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

রবিবার ঘরের মাঠে ম্যাচের পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এ সময় কর্নার কিক থেকে আসা বল ডি বক্সের বাইরে পেয়ে যান হোসে গায়া। সেখান থেকে ভলিতে গোল করেন তিনি। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১৩ মিনিটে গোল শোধ দেন আনসু ফাতি।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় বার্সা। এ সময় ফাতিকে বক্সের মধ্যে ফাউল করেন গায়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে দীপে গোল করে এগিয়ে নেন বার্সাকে।

বিরতির পর ৮৫ মিনিটে গোল করে বার্সেলোনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন কৌতিনহো। তাকে এই গোলে সহায়তা করেন সার্জিনো ডেস্ট।

এই জয়ে ৮ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে নবম স্থানে।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বড় ব্যবধানে জয় পেল বার্সা

পোস্ট হয়েছে : ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রথমে পিছিয়ে পড়লেও স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

রবিবার ঘরের মাঠে ম্যাচের পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এ সময় কর্নার কিক থেকে আসা বল ডি বক্সের বাইরে পেয়ে যান হোসে গায়া। সেখান থেকে ভলিতে গোল করেন তিনি। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১৩ মিনিটে গোল শোধ দেন আনসু ফাতি।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় বার্সা। এ সময় ফাতিকে বক্সের মধ্যে ফাউল করেন গায়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে দীপে গোল করে এগিয়ে নেন বার্সাকে।

বিরতির পর ৮৫ মিনিটে গোল করে বার্সেলোনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন কৌতিনহো। তাকে এই গোলে সহায়তা করেন সার্জিনো ডেস্ট।

এই জয়ে ৮ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে নবম স্থানে।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: