ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে শতভাগ কার্যকর ‘বঙ্গভ্যাক্স’

  • পোস্ট হয়েছে : ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • 0

বিজনেস আওয়ার ডেস্ক: করোনা প্রতিরোধে দেশে তৈরি ‘বঙ্গভ্যাক্স’ টিকার এনিমেল (বানরের শরীরে) ট্রায়াল বৃহস্পতিবার (২১ অক্টোবর) শেষ হচ্ছে। প্রাথমিক ফলাফলে এই টিকা অতি সংক্রমনশীল ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ।

সোমবার (১৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের সিনিয়র ম্যানেজার ড. মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘এ বছরের ১ আগস্ট বানরের ওপর শুরু হওয়া বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল আগামী বৃহস্পতিবার শেষ হবে। এরপর আগামী এক সপ্তাহের মধ্যে ট্রায়ালের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) কাছে হস্তান্তর করতে পারব।’

ড. মহিউদ্দিন বলেন, এখন পর্যন্ত বিশ্বে ডেল্টাসহ করোনার ১১টি ভেরিয়েন্ট বিভিন্ন জায়গায় সক্রিয় ছিল। আমরা ১১টি ভেরিয়েন্টের সিকোয়েন্স অ্যানালাইসিস করেছি। পরে টিকার সিকোয়েন্স মিলিয়ে দেখেছি। প্রতিটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই বঙ্গভ্যাক্স কার্যকর হয়েছে। বড় প্রমাণ মিলেছে বানরের শরীরে পরীক্ষার ক্ষেত্রেও। প্রাথমিক ফলাফলে বঙ্গভ্যাক্স বানরের শরীরে নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এক বছর আগে যখন প্রথম ভ্যাকসিন তৈরি করা হয়েছিল তখন করোনার এতো রূপ আবিষ্কৃত হয়নি। ফলে বর্তমানে প্রচলিত বেশিরভাগ ভ্যাকসিন ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে খুব বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারছে না, যা বঙ্গভ্যাক্স পারছে।’

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনা প্রতিরোধে শতভাগ কার্যকর ‘বঙ্গভ্যাক্স’

পোস্ট হয়েছে : ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার ডেস্ক: করোনা প্রতিরোধে দেশে তৈরি ‘বঙ্গভ্যাক্স’ টিকার এনিমেল (বানরের শরীরে) ট্রায়াল বৃহস্পতিবার (২১ অক্টোবর) শেষ হচ্ছে। প্রাথমিক ফলাফলে এই টিকা অতি সংক্রমনশীল ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ।

সোমবার (১৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের সিনিয়র ম্যানেজার ড. মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘এ বছরের ১ আগস্ট বানরের ওপর শুরু হওয়া বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল আগামী বৃহস্পতিবার শেষ হবে। এরপর আগামী এক সপ্তাহের মধ্যে ট্রায়ালের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) কাছে হস্তান্তর করতে পারব।’

ড. মহিউদ্দিন বলেন, এখন পর্যন্ত বিশ্বে ডেল্টাসহ করোনার ১১টি ভেরিয়েন্ট বিভিন্ন জায়গায় সক্রিয় ছিল। আমরা ১১টি ভেরিয়েন্টের সিকোয়েন্স অ্যানালাইসিস করেছি। পরে টিকার সিকোয়েন্স মিলিয়ে দেখেছি। প্রতিটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই বঙ্গভ্যাক্স কার্যকর হয়েছে। বড় প্রমাণ মিলেছে বানরের শরীরে পরীক্ষার ক্ষেত্রেও। প্রাথমিক ফলাফলে বঙ্গভ্যাক্স বানরের শরীরে নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এক বছর আগে যখন প্রথম ভ্যাকসিন তৈরি করা হয়েছিল তখন করোনার এতো রূপ আবিষ্কৃত হয়নি। ফলে বর্তমানে প্রচলিত বেশিরভাগ ভ্যাকসিন ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে খুব বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারছে না, যা বঙ্গভ্যাক্স পারছে।’

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: