ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নয় কোম্পানির ১ হাজার ১৯৮ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

  • পোস্ট হয়েছে : ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ ১ হাজার ১৯৮ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ৮টি ও ২০২১-২২ অর্থবছরের ৬ মাসের (এপ্রিল-সেপ্টেম্বর) ব্যবসায় ম্যারিকো বাংলাদেশের পর্ষদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ৯ কোটি ৬০ লাখ টাকার বোনাস শেয়ার। বাকিটা নগদ লভ্যাংশ।

ওইদিন সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। এ কোম্পানিটি থেকে ৬০% হারে ৫৩১ কোটি ৮৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। পরের অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেড থেকে ৩৫% হারে ৩০৬ কোটি ৭১ লাখ টাকার এবং তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে ৩৫% হারে ১৫৬ কোটি ১৪ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

৮ কোম্পানির মধ্যে শুধুমাত্র বিবিএস কেবলসের পরিচালনা পর্ষদ নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে। বাকি সবগুলোর পর্ষদ পুরোটাই নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বিবিএস কেবলসের পর্ষদ ১৯ কোটি ২০ লাখ টাকার নগদের পাশাপাশি ৯ কোটি ৬০ লাখ টাকার বোনাস শেয়ার ঘোষণা করেছে।

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশের হার ও পরিমাণ তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ     (কোটি টাকা)
স্কয়ার ফার্মা৬০% নগদ৫৩১.৮৭
বেক্সিমকো লিমিটেড৩৫% নগদ৩০৬.৭১
বেক্সিমকো ফার্মা৩৫% নগদ১৫৬.১৪
ম্যারিকো বাংলাদেশ২০০% নগদ৬৩
সাবমেরিন কেবল৩৭% নগদ৬১.০২
স্কয়ার টেক্সটাইল২০% নগদ৩৯.৪৫
বিবিএস কেবলস১০% নগদ ও ৫% বোনাস২৮.৮০
ন্যাশনাল পলিমার১০% নগদ৭.৩০
বাংলাদেশ বিল্ডিং সিস্টেম২% নগদ৩.২৬
মোট ১১৯৭.৫৫ কোটি টাকা

এদিকে সবচেয়ে কম লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) থেকে। এ কোম্পানিটির পর্ষদ ২% হারে ৩ কোটি ২৬ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আরও পড়ুন…..
১৮ কোটি টাকার সোনালি পেপারের ঋণ নিয়ে ৫৬ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ

বিজনেস আওয়ার/২৩ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নয় কোম্পানির ১ হাজার ১৯৮ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

পোস্ট হয়েছে : ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ ১ হাজার ১৯৮ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ৮টি ও ২০২১-২২ অর্থবছরের ৬ মাসের (এপ্রিল-সেপ্টেম্বর) ব্যবসায় ম্যারিকো বাংলাদেশের পর্ষদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ৯ কোটি ৬০ লাখ টাকার বোনাস শেয়ার। বাকিটা নগদ লভ্যাংশ।

ওইদিন সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। এ কোম্পানিটি থেকে ৬০% হারে ৫৩১ কোটি ৮৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। পরের অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেড থেকে ৩৫% হারে ৩০৬ কোটি ৭১ লাখ টাকার এবং তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে ৩৫% হারে ১৫৬ কোটি ১৪ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

৮ কোম্পানির মধ্যে শুধুমাত্র বিবিএস কেবলসের পরিচালনা পর্ষদ নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে। বাকি সবগুলোর পর্ষদ পুরোটাই নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বিবিএস কেবলসের পর্ষদ ১৯ কোটি ২০ লাখ টাকার নগদের পাশাপাশি ৯ কোটি ৬০ লাখ টাকার বোনাস শেয়ার ঘোষণা করেছে।

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশের হার ও পরিমাণ তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ     (কোটি টাকা)
স্কয়ার ফার্মা৬০% নগদ৫৩১.৮৭
বেক্সিমকো লিমিটেড৩৫% নগদ৩০৬.৭১
বেক্সিমকো ফার্মা৩৫% নগদ১৫৬.১৪
ম্যারিকো বাংলাদেশ২০০% নগদ৬৩
সাবমেরিন কেবল৩৭% নগদ৬১.০২
স্কয়ার টেক্সটাইল২০% নগদ৩৯.৪৫
বিবিএস কেবলস১০% নগদ ও ৫% বোনাস২৮.৮০
ন্যাশনাল পলিমার১০% নগদ৭.৩০
বাংলাদেশ বিল্ডিং সিস্টেম২% নগদ৩.২৬
মোট ১১৯৭.৫৫ কোটি টাকা

এদিকে সবচেয়ে কম লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) থেকে। এ কোম্পানিটির পর্ষদ ২% হারে ৩ কোটি ২৬ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আরও পড়ুন…..
১৮ কোটি টাকার সোনালি পেপারের ঋণ নিয়ে ৫৬ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ

বিজনেস আওয়ার/২৩ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: