ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিএসআরএম লিমিটেড ৪২ কোটি টাকার শাস্তির মুখে

  • পোস্ট হয়েছে : ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মুনাফার কমপক্ষে ৩০% লভ্যাংশ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০% এর কম লভ্যাংশ ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ রিটেইন আর্নিংসে হস্তান্তরকৃত মুনাফার উপর ১০ শতাংশ হারে কর প্রদান করতে হবে।

শনিবার (২৩ অক্টোবর) বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ (অন্তর্বর্তীকালীন ১০% সহ) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা কোম্পানিটির সমন্বিতভাবে ওই অর্থবছরের শেয়ারপ্রতি ১৮.৯৬ টাকা মুনাফা বিবেচনায় ২৬.৩৭ শতাংশ। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

বিএসআরএম লিমিটেডের ২০২০-২১ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ১৮.৯৬ টাকা হিসাবে মোট ৫৬৬ কোটি ১২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ওই অর্থবছরের জন্য ৫০ শতাংশ হিসেবে ১৪৯ কোটি ২৯ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ২৬.৩৭ শতাংশ। বাকি ৪১৬ কোটি ৮৩ লাখ টাকা বা ৭৩.৬৩ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ৪১৬ কোটি ৮৩ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৪১ কোটি ৬৮ লাখ টাকা কর দিতে হবে বিএসআরএম লিমিটেডকে।

এ বিষয়ে জানতে বিএসআরএম লিমিটেডের সচিব শেখর রঞ্জন করকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএসআরএম লিমিটেড ৪২ কোটি টাকার শাস্তির মুখে

পোস্ট হয়েছে : ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মুনাফার কমপক্ষে ৩০% লভ্যাংশ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০% এর কম লভ্যাংশ ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ রিটেইন আর্নিংসে হস্তান্তরকৃত মুনাফার উপর ১০ শতাংশ হারে কর প্রদান করতে হবে।

শনিবার (২৩ অক্টোবর) বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ (অন্তর্বর্তীকালীন ১০% সহ) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা কোম্পানিটির সমন্বিতভাবে ওই অর্থবছরের শেয়ারপ্রতি ১৮.৯৬ টাকা মুনাফা বিবেচনায় ২৬.৩৭ শতাংশ। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

বিএসআরএম লিমিটেডের ২০২০-২১ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ১৮.৯৬ টাকা হিসাবে মোট ৫৬৬ কোটি ১২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ওই অর্থবছরের জন্য ৫০ শতাংশ হিসেবে ১৪৯ কোটি ২৯ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ২৬.৩৭ শতাংশ। বাকি ৪১৬ কোটি ৮৩ লাখ টাকা বা ৭৩.৬৩ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ৪১৬ কোটি ৮৩ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৪১ কোটি ৬৮ লাখ টাকা কর দিতে হবে বিএসআরএম লিমিটেডকে।

এ বিষয়ে জানতে বিএসআরএম লিমিটেডের সচিব শেখর রঞ্জন করকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: