ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার ২১ কোম্পানির ১৫১১ কোটি টাকার মুনাফার বিপরীতে ১২৩৩ কোটি টাকার লভ্যাংশ ঘোষনা

  • পোস্ট হয়েছে : ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানির পরিচালনা পর্ষদ ১ হাজার ৫১০ কোটি ৬২ লাখ টাকার নিট মুনাফার বিপরীতে ১২৩৩ কোটি ২৭ লাখ টাকার বা ৮২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। একইদিনে ১৩ কোম্পানির পরিচালনা পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ওই কোম্পানিগুলোর ২১৫ কোটি ১৩ লাখ টাকার নিট লোকসান হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

গতকাল লভ্যাংশ সংক্রান্ত সভা করা মোট ৩৪ কোম্পানির মধ্যে ২১টির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং ১৩টির করেনি।

ওই ৩৪ কোম্পানির মধ্যে লোকসান সত্ত্বেও সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারী ও হামিদ ফেব্রিক্সের পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে।

অপরদিকে একইদিনে মুনাফা করেও লভ্যাংশ ঘোষণা করেনি ওয়াইম্যাক্স ইলেকট্রোড ও জেনারেশন নেক্সট ফ্যাশনের পরিচালনা পর্ষদ।

গতকাল সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের পরিচালনা পর্ষদ। এ কোম্পানিটি থেকে ১৭০% হারে ৯৮৫ কোটি ৪৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর মুনাফার পরিমাণ, লভ্যাংশের হার ও লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ  (কোটি টাকা)মুনাফার পরিমাণ (কোটি টাকা)
ইউনাইটেড পাওয়ার১৭০% নগদ৯৮৫.৪৮১০৮৯.৮৩
এমআই সিমেন্ট২০% নগদ২৯.৭০৮৫.৯৮
আলহাজ্ব টেক্সটাইল১% নগদ (অন্তর্বর্তীকালীন ছাড়া)০.২২০.৫৮
অগ্নি সিস্টেমস৩.৫০% নগদ২.৫৪৫.৫৯
তসরিফা ইন্ডাস্ট্রিজ২.৫% নগদ ও ২.৫% বোনাস৩.৩২৪.২৪
রানার অটোমোবাইলস১০% নগদ১১.৩৫৩০.৬৬
মালেক স্পিনিং১০% নগদ১৯.৩৬৬৫.০৫
সাইফ পাওয়ারটেক১০% নগদ ও ৬% বোনাস৫৭.২৬৬২.৬৩
সিভিও পেট্রো কেমিক্যাল১০% বোনাস২.৫২(৬.২৯)
শাহজিবাজার পাওয়ার২৮% নগদ ও ৪% বোনাস৫৫.২২১১২.৬৮
এইচ.আর টেক্সটাইল৫% নগদ ও ৫% বোনাস২.৫৩৭.৩১
সায়হাম কটন১০% নগদ১৪.৮৮১৬.০৭
রহিম টেক্সটাইল১৬% নগদ১.৫১২.১২
জেএমআই সিরিঞ্জ৩০% নগদ৬.৬৩৮.৯১
আরগন ডেনিমস১০% নগদ ও ৫% বোনাস১৯.৮৪৯.৩৯
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ১০% নগদ৩.৫৮
কে অ্যান্ড কিউ৫% বোনাস০.২৫০.৪৫
ইভিন্স টেক্সটাইল২% নগদ৩.৬৬০.০২
*ভিএফএস থ্রেড১১% নগদ৮.০৪১৫.৮৩
*হামিদ ফেব্রিক্স৫% নগদ২.২১(১৬.০২)
*সিলভা ফার্মাসিউটিক্যালস৫% নগদ৪.৭৫১২.০১
মোট ১২৩৩.২৭   কোটি টাকা১৫১০.৬২   কোটি টাকা

*ভিএফএস থ্রেড ডাইং, হামিদ ফেব্রিক্স ও সিলভা ফার্মাসিউটিক্যালস থেকে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগে আল-হাজ্ব টেক্সটাইল থেকে অন্তর্বর্তীকালীন হিসেবে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ১% করে নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।

নিম্নে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণমুনাফা/লোকসানের পরিমাণ (কোটি টাকা)
জেনারেশন নেক্সট০০০০০.৪৯
ওয়াইম্যাক্স ইলেকট্রোড০০০০০.৫৪
খুলনা প্রিন্টিং০০০০(৪৪.৬০)
উসমানিয়া গ্লাস শীট০০০০(১১.৬০)
মেঘনা পেট০০০০(০.৪০)
মেঘনা কনডেন্সড মিল্ক০০০০(১৩.২২)
শ্যামপুর সুগার মিলস০০০০(৬২.৫৭)
স্টাইলক্রাফট০০০০(১.২৯)
সাভার রিফ্রেক্টরিজ০০০০(০.১৩)
আরএন স্পিনিং০০০০(৭.০৭)
রেনউইক যজ্ঞেশ্বর০০০০(৪.৬৬)
দুলামিয়া কটন০০০০(১.০৪)
জিল বাংলা সুগার০০০০(৬৯.৫৮)
মোট  (২১৫.১৩)   কোটি টাকা

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বুধবার ২১ কোম্পানির ১৫১১ কোটি টাকার মুনাফার বিপরীতে ১২৩৩ কোটি টাকার লভ্যাংশ ঘোষনা

পোস্ট হয়েছে : ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানির পরিচালনা পর্ষদ ১ হাজার ৫১০ কোটি ৬২ লাখ টাকার নিট মুনাফার বিপরীতে ১২৩৩ কোটি ২৭ লাখ টাকার বা ৮২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। একইদিনে ১৩ কোম্পানির পরিচালনা পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ওই কোম্পানিগুলোর ২১৫ কোটি ১৩ লাখ টাকার নিট লোকসান হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

গতকাল লভ্যাংশ সংক্রান্ত সভা করা মোট ৩৪ কোম্পানির মধ্যে ২১টির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং ১৩টির করেনি।

ওই ৩৪ কোম্পানির মধ্যে লোকসান সত্ত্বেও সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারী ও হামিদ ফেব্রিক্সের পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে।

অপরদিকে একইদিনে মুনাফা করেও লভ্যাংশ ঘোষণা করেনি ওয়াইম্যাক্স ইলেকট্রোড ও জেনারেশন নেক্সট ফ্যাশনের পরিচালনা পর্ষদ।

গতকাল সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের পরিচালনা পর্ষদ। এ কোম্পানিটি থেকে ১৭০% হারে ৯৮৫ কোটি ৪৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর মুনাফার পরিমাণ, লভ্যাংশের হার ও লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ  (কোটি টাকা)মুনাফার পরিমাণ (কোটি টাকা)
ইউনাইটেড পাওয়ার১৭০% নগদ৯৮৫.৪৮১০৮৯.৮৩
এমআই সিমেন্ট২০% নগদ২৯.৭০৮৫.৯৮
আলহাজ্ব টেক্সটাইল১% নগদ (অন্তর্বর্তীকালীন ছাড়া)০.২২০.৫৮
অগ্নি সিস্টেমস৩.৫০% নগদ২.৫৪৫.৫৯
তসরিফা ইন্ডাস্ট্রিজ২.৫% নগদ ও ২.৫% বোনাস৩.৩২৪.২৪
রানার অটোমোবাইলস১০% নগদ১১.৩৫৩০.৬৬
মালেক স্পিনিং১০% নগদ১৯.৩৬৬৫.০৫
সাইফ পাওয়ারটেক১০% নগদ ও ৬% বোনাস৫৭.২৬৬২.৬৩
সিভিও পেট্রো কেমিক্যাল১০% বোনাস২.৫২(৬.২৯)
শাহজিবাজার পাওয়ার২৮% নগদ ও ৪% বোনাস৫৫.২২১১২.৬৮
এইচ.আর টেক্সটাইল৫% নগদ ও ৫% বোনাস২.৫৩৭.৩১
সায়হাম কটন১০% নগদ১৪.৮৮১৬.০৭
রহিম টেক্সটাইল১৬% নগদ১.৫১২.১২
জেএমআই সিরিঞ্জ৩০% নগদ৬.৬৩৮.৯১
আরগন ডেনিমস১০% নগদ ও ৫% বোনাস১৯.৮৪৯.৩৯
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ১০% নগদ৩.৫৮
কে অ্যান্ড কিউ৫% বোনাস০.২৫০.৪৫
ইভিন্স টেক্সটাইল২% নগদ৩.৬৬০.০২
*ভিএফএস থ্রেড১১% নগদ৮.০৪১৫.৮৩
*হামিদ ফেব্রিক্স৫% নগদ২.২১(১৬.০২)
*সিলভা ফার্মাসিউটিক্যালস৫% নগদ৪.৭৫১২.০১
মোট ১২৩৩.২৭   কোটি টাকা১৫১০.৬২   কোটি টাকা

*ভিএফএস থ্রেড ডাইং, হামিদ ফেব্রিক্স ও সিলভা ফার্মাসিউটিক্যালস থেকে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগে আল-হাজ্ব টেক্সটাইল থেকে অন্তর্বর্তীকালীন হিসেবে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ১% করে নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।

নিম্নে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণমুনাফা/লোকসানের পরিমাণ (কোটি টাকা)
জেনারেশন নেক্সট০০০০০.৪৯
ওয়াইম্যাক্স ইলেকট্রোড০০০০০.৫৪
খুলনা প্রিন্টিং০০০০(৪৪.৬০)
উসমানিয়া গ্লাস শীট০০০০(১১.৬০)
মেঘনা পেট০০০০(০.৪০)
মেঘনা কনডেন্সড মিল্ক০০০০(১৩.২২)
শ্যামপুর সুগার মিলস০০০০(৬২.৫৭)
স্টাইলক্রাফট০০০০(১.২৯)
সাভার রিফ্রেক্টরিজ০০০০(০.১৩)
আরএন স্পিনিং০০০০(৭.০৭)
রেনউইক যজ্ঞেশ্বর০০০০(৪.৬৬)
দুলামিয়া কটন০০০০(১.০৪)
জিল বাংলা সুগার০০০০(৬৯.৫৮)
মোট  (২১৫.১৩)   কোটি টাকা

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: