বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানির পরিচালনা পর্ষদ ১ হাজার ৫১০ কোটি ৬২ লাখ টাকার নিট মুনাফার বিপরীতে ১২৩৩ কোটি ২৭ লাখ টাকার বা ৮২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। একইদিনে ১৩ কোম্পানির পরিচালনা পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ওই কোম্পানিগুলোর ২১৫ কোটি ১৩ লাখ টাকার নিট লোকসান হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
গতকাল লভ্যাংশ সংক্রান্ত সভা করা মোট ৩৪ কোম্পানির মধ্যে ২১টির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং ১৩টির করেনি।
ওই ৩৪ কোম্পানির মধ্যে লোকসান সত্ত্বেও সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারী ও হামিদ ফেব্রিক্সের পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অপরদিকে একইদিনে মুনাফা করেও লভ্যাংশ ঘোষণা করেনি ওয়াইম্যাক্স ইলেকট্রোড ও জেনারেশন নেক্সট ফ্যাশনের পরিচালনা পর্ষদ।
গতকাল সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের পরিচালনা পর্ষদ। এ কোম্পানিটি থেকে ১৭০% হারে ৯৮৫ কোটি ৪৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
নিম্নে কোম্পানিগুলোর মুনাফার পরিমাণ, লভ্যাংশের হার ও লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-
কোম্পানির নাম | লভ্যাংশের হার | লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) | মুনাফার পরিমাণ (কোটি টাকা) |
ইউনাইটেড পাওয়ার | ১৭০% নগদ | ৯৮৫.৪৮ | ১০৮৯.৮৩ |
এমআই সিমেন্ট | ২০% নগদ | ২৯.৭০ | ৮৫.৯৮ |
আলহাজ্ব টেক্সটাইল | ১% নগদ (অন্তর্বর্তীকালীন ছাড়া) | ০.২২ | ০.৫৮ |
অগ্নি সিস্টেমস | ৩.৫০% নগদ | ২.৫৪ | ৫.৫৯ |
তসরিফা ইন্ডাস্ট্রিজ | ২.৫% নগদ ও ২.৫% বোনাস | ৩.৩২ | ৪.২৪ |
রানার অটোমোবাইলস | ১০% নগদ | ১১.৩৫ | ৩০.৬৬ |
মালেক স্পিনিং | ১০% নগদ | ১৯.৩৬ | ৬৫.০৫ |
সাইফ পাওয়ারটেক | ১০% নগদ ও ৬% বোনাস | ৫৭.২৬ | ৬২.৬৩ |
সিভিও পেট্রো কেমিক্যাল | ১০% বোনাস | ২.৫২ | (৬.২৯) |
শাহজিবাজার পাওয়ার | ২৮% নগদ ও ৪% বোনাস | ৫৫.২২ | ১১২.৬৮ |
এইচ.আর টেক্সটাইল | ৫% নগদ ও ৫% বোনাস | ২.৫৩ | ৭.৩১ |
সায়হাম কটন | ১০% নগদ | ১৪.৮৮ | ১৬.০৭ |
রহিম টেক্সটাইল | ১৬% নগদ | ১.৫১ | ২.১২ |
জেএমআই সিরিঞ্জ | ৩০% নগদ | ৬.৬৩ | ৮.৯১ |
আরগন ডেনিমস | ১০% নগদ ও ৫% বোনাস | ১৯.৮৪ | ৯.৩৯ |
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ | ১০% নগদ | ২ | ৩.৫৮ |
কে অ্যান্ড কিউ | ৫% বোনাস | ০.২৫ | ০.৪৫ |
ইভিন্স টেক্সটাইল | ২% নগদ | ৩.৬৬ | ০.০২ |
*ভিএফএস থ্রেড | ১১% নগদ | ৮.০৪ | ১৫.৮৩ |
*হামিদ ফেব্রিক্স | ৫% নগদ | ২.২১ | (১৬.০২) |
*সিলভা ফার্মাসিউটিক্যালস | ৫% নগদ | ৪.৭৫ | ১২.০১ |
মোট | ১২৩৩.২৭ কোটি টাকা | ১৫১০.৬২ কোটি টাকা |
*ভিএফএস থ্রেড ডাইং, হামিদ ফেব্রিক্স ও সিলভা ফার্মাসিউটিক্যালস থেকে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগে আল-হাজ্ব টেক্সটাইল থেকে অন্তর্বর্তীকালীন হিসেবে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ১% করে নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।
নিম্নে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল
কোম্পানির নাম | লভ্যাংশের হার | লভ্যাংশের পরিমাণ | মুনাফা/লোকসানের পরিমাণ (কোটি টাকা) |
জেনারেশন নেক্সট | ০০ | ০০ | ০.৪৯ |
ওয়াইম্যাক্স ইলেকট্রোড | ০০ | ০০ | ০.৫৪ |
খুলনা প্রিন্টিং | ০০ | ০০ | (৪৪.৬০) |
উসমানিয়া গ্লাস শীট | ০০ | ০০ | (১১.৬০) |
মেঘনা পেট | ০০ | ০০ | (০.৪০) |
মেঘনা কনডেন্সড মিল্ক | ০০ | ০০ | (১৩.২২) |
শ্যামপুর সুগার মিলস | ০০ | ০০ | (৬২.৫৭) |
স্টাইলক্রাফট | ০০ | ০০ | (১.২৯) |
সাভার রিফ্রেক্টরিজ | ০০ | ০০ | (০.১৩) |
আরএন স্পিনিং | ০০ | ০০ | (৭.০৭) |
রেনউইক যজ্ঞেশ্বর | ০০ | ০০ | (৪.৬৬) |
দুলামিয়া কটন | ০০ | ০০ | (১.০৪) |
জিল বাংলা সুগার | ০০ | ০০ | (৬৯.৫৮) |
মোট | (২১৫.১৩) কোটি টাকা |
বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২১/আরএ