ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এখনই কাজে ফিরতে চান না অপু বিশ্বাস

  • পোস্ট হয়েছে : ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • 0

বিনোদন ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে অনেক শোবিজ তারকাই শুটিং শুরু করেছেন। তবে বেশিরভাগ তারকা শিল্পীরা এই সময়ে নিজেদের নিরাপত্তার কথা ভেবে কাজ করতে নারাজ। সেই দলে রয়েছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও। এখনই কাজে ফিরতে চান না তিনি।

অপু বিশ্বাস বলেন, আমরা যারা কাজ থেকে দূরে আছি। আমাদের ভবিষ্যৎ কী, তা বলতে পারছি না। কবে শুরু হবে কাজ, কীভাবে শুরু হবে কিছুই বলতে পারছি না। তবু এতে ভেঙে পড়লে চলবে না। হতাশ হওয়ারও কিছু নেই। কারণ আমরা সবাই এখনও বেঁচে আছি। সুস্থ আছি। পরিবার নিয়ে আছি। এটাই বা কম কীসের!

তিনি বলেন, কাজ না থাকায় অনেকেই অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় পড়েছেন। টাকা আমাদের অনেক বেশি প্রয়োজন। কিন্তু জীবনের থেকে বেশি নয়। চলচ্চিত্রাঙ্গনের বেশিরভাগ মানুষেরা কাজহীন সময় পার করছেন। এতে অনেকে হতাশায় ভুগছেন। এই দুঃসময়ে হতাশ না হয়ে মানসিকভাবে শক্ত হতে হবে।

ঢালিউড কুইন বলেন, হতাশ হয়ে লাভ নেই। বেঁচে থাকলে আগামীতে অনেক কাজ আমরা করতে পারবো। এখন করোনা পরিস্থিতি চলছে। কঠিন সময় পার করছি আমরা। তবে এ সময় বেশিদিন থাকবে না। এই মুহূর্তে আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। চাওয়া শুধু ভালো থাকবো, সুস্থ থাকবো।

বাসায় কেমন সময় কাটছে? এ প্রসঙ্গে অপু বলেন, বাসায় অবসর সময়টা প্রাণভরে উপভোগ করার চেষ্টা করছি। আমার একমাত্র ছেলে জয় কে নিয়ে সুন্দর সময় কাটে আমার। এর বাইরে ছবি দেখছি। নিয়মিত শরীরচর্চা করছি। এছাড়া বাসার টুকটাক কাজ করেই সময় কেটে যাচ্ছে।

বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এখনই কাজে ফিরতে চান না অপু বিশ্বাস

পোস্ট হয়েছে : ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে অনেক শোবিজ তারকাই শুটিং শুরু করেছেন। তবে বেশিরভাগ তারকা শিল্পীরা এই সময়ে নিজেদের নিরাপত্তার কথা ভেবে কাজ করতে নারাজ। সেই দলে রয়েছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও। এখনই কাজে ফিরতে চান না তিনি।

অপু বিশ্বাস বলেন, আমরা যারা কাজ থেকে দূরে আছি। আমাদের ভবিষ্যৎ কী, তা বলতে পারছি না। কবে শুরু হবে কাজ, কীভাবে শুরু হবে কিছুই বলতে পারছি না। তবু এতে ভেঙে পড়লে চলবে না। হতাশ হওয়ারও কিছু নেই। কারণ আমরা সবাই এখনও বেঁচে আছি। সুস্থ আছি। পরিবার নিয়ে আছি। এটাই বা কম কীসের!

তিনি বলেন, কাজ না থাকায় অনেকেই অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় পড়েছেন। টাকা আমাদের অনেক বেশি প্রয়োজন। কিন্তু জীবনের থেকে বেশি নয়। চলচ্চিত্রাঙ্গনের বেশিরভাগ মানুষেরা কাজহীন সময় পার করছেন। এতে অনেকে হতাশায় ভুগছেন। এই দুঃসময়ে হতাশ না হয়ে মানসিকভাবে শক্ত হতে হবে।

ঢালিউড কুইন বলেন, হতাশ হয়ে লাভ নেই। বেঁচে থাকলে আগামীতে অনেক কাজ আমরা করতে পারবো। এখন করোনা পরিস্থিতি চলছে। কঠিন সময় পার করছি আমরা। তবে এ সময় বেশিদিন থাকবে না। এই মুহূর্তে আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। চাওয়া শুধু ভালো থাকবো, সুস্থ থাকবো।

বাসায় কেমন সময় কাটছে? এ প্রসঙ্গে অপু বলেন, বাসায় অবসর সময়টা প্রাণভরে উপভোগ করার চেষ্টা করছি। আমার একমাত্র ছেলে জয় কে নিয়ে সুন্দর সময় কাটে আমার। এর বাইরে ছবি দেখছি। নিয়মিত শরীরচর্চা করছি। এছাড়া বাসার টুকটাক কাজ করেই সময় কেটে যাচ্ছে।

বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: