ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

লজ্জার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • 5

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যটা কী ছিল? সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মরুর বুকে পা রাখলেও ফিরতে হচ্ছে খালি হাতে। টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ হলো হতাশার ষোলোকলা।

কোনোমতে প্রথম রাউন্ড শেষ করে মূল পর্বে উঠলেও প্রত্যাকটা ম্যাচেই হতাশ হয়ে ফিরতে হয়েছে হোটেলে। ম্যাচের পর ম্যাচ কেন এভাবে হতাশ হতে হয়েছে সেটির সদুত্তর দিতে পারেননি কেউই।

বিশ্বকাপের শেষ ম্যাচে যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা তাদেরই গত তিন মাস আগে ঘরের মাঠে সর্বনিম্ন ৬২ রানে অল-আউট করার লজ্জায় ডুবিয়েছিল বাংলাদেশ।

সেই লজ্জা ফিরিয়ে দেয়ার জন্য বিশ্বকাপের মঞ্চকেই বেছে নিয়েছে অজিরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন রান ছিল ৭০। বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাত্র ৭৩ রানে অল-আউট হয়ে গড়েছে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড।

এই কটা রান তুলতে অজিদের খেলতে হয়েছে মাত্র ৬.২ ওভার। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি থেকে আসে ৫৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে ফিঞ্চকে ৪০ (২০) রানে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারের শেষ বলে ওয়ার্নারকে ১৮ (১৪) রানে বোল্ড করেন শরিফুল ইসলাম।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লজ্জার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যটা কী ছিল? সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মরুর বুকে পা রাখলেও ফিরতে হচ্ছে খালি হাতে। টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ হলো হতাশার ষোলোকলা।

কোনোমতে প্রথম রাউন্ড শেষ করে মূল পর্বে উঠলেও প্রত্যাকটা ম্যাচেই হতাশ হয়ে ফিরতে হয়েছে হোটেলে। ম্যাচের পর ম্যাচ কেন এভাবে হতাশ হতে হয়েছে সেটির সদুত্তর দিতে পারেননি কেউই।

বিশ্বকাপের শেষ ম্যাচে যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা তাদেরই গত তিন মাস আগে ঘরের মাঠে সর্বনিম্ন ৬২ রানে অল-আউট করার লজ্জায় ডুবিয়েছিল বাংলাদেশ।

সেই লজ্জা ফিরিয়ে দেয়ার জন্য বিশ্বকাপের মঞ্চকেই বেছে নিয়েছে অজিরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন রান ছিল ৭০। বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাত্র ৭৩ রানে অল-আউট হয়ে গড়েছে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড।

এই কটা রান তুলতে অজিদের খেলতে হয়েছে মাত্র ৬.২ ওভার। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি থেকে আসে ৫৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে ফিঞ্চকে ৪০ (২০) রানে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারের শেষ বলে ওয়ার্নারকে ১৮ (১৪) রানে বোল্ড করেন শরিফুল ইসলাম।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: