ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ এর মালিক গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের (ঢাকা জোন) পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম বলেন, ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে মধ্যরাতে রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকা গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, গত ২৯ জুন সকাল ৯টার দিকে সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রী মারা যান। এ ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়। এর আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজারকে গ্রেফতার করে পুলিশ।

বিজনেস আওয়ার/০৯ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ এর মালিক গ্রেফতার

পোস্ট হয়েছে : ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের (ঢাকা জোন) পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম বলেন, ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে মধ্যরাতে রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকা গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, গত ২৯ জুন সকাল ৯টার দিকে সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রী মারা যান। এ ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়। এর আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজারকে গ্রেফতার করে পুলিশ।

বিজনেস আওয়ার/০৯ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: