1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
‘নো’ ডিভিডেন্ড ঘোষণা ৩৮ কোম্পানির : লোকসান ১৩৬২ কোটি টাকা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

‘নো’ ডিভিডেন্ড ঘোষণা ৩৮ কোম্পানির : লোকসান ১৩৬২ কোটি টাকা

ইব্রাহিম হোসাইন (রেজোয়ান)
  • পোস্ট হয়েছে : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
print sharing button

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কঠোর অবস্থানের মধ্যেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৮ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে মুনাফা করা ৭ কোম্পানিও রয়েছে। সম্প্রতি পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়া (২০ নভেম্বর পর্যন্ত) কোম্পানিগুলোর মধ্যে ৩৮টির পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর ‘নো’ ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে কঠোর অবস্থা নেওয়া শুরু করে। এরইমধ্যে অনেক কোম্পানির কর্তৃপক্ষকে লভ্যাংশ না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে তলবও করেছে।

লভ্যাংশ ঘোষণা না করা ৩৮টি কোম্পানির মধ্যে ৭টির মুনাফা হয়েছে। তবে ৩৮ কোম্পানির নিট ১ হাজার ৩৬১ কোটি ৬৭ লাখ টাকার লোকসান হয়েছে। যে কোম্পানিগুলোর বিগত বছরে লোকসানের পরিমাণ ছিল ৩ হাজার ৪১৩ কোটি ৬১ লাখ টাকা। এর পেছনে অবশ্য ইন্টারন্যাশনাল লিজিংয়ের অস্বাভাবিক ২ হাজার ৮০২ কোটি ৬৮ লাখ টাকার লোকসান প্রধান কারন হিসেবে ছিল। যে কোম্পানিটির এবার লোকসান ৬৯৪ কোটি ২৭ লাখ টাকায় নেমে এসেছে।

লভ্যাংশ ঘোষণা না করা কোম্পানিগুলোর বিষয়ে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বিজনেস আওয়ারকে বলেন, আমরা বিনিয়োগকারীদের স্বার্থে এ বিষয়ে কঠোর। এজন্য ব্যাখ্যা চেয়ে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোকে তলব করা হচ্ছে। যারা সঠিক ব্যাখ্যা দিতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

করোনা মহামারিতে ব্যবসায় ধসের কারনে কিছু কোম্পানি গত বছর প্রথমবারের মতো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। যাতে করে গত বছর জুন ক্লোজিং ৩৩ কোম্পানির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করে না। তবে এ বছর সংখ্যাটি বেড়ে ৩৮এ দাড়িঁয়েছে।

আরও পড়ুন…….
একমি পেস্টিসাইডসের শেয়ারবাজার পরিপন্থী কাজে নিশ্চুপ বিএসইসি

বিনিয়োগকারীরা পর্ষদের ‘নো’ ডিভিডেন্ডকে মানতে পারছেন না। তাদের মতে, এর আগে নিয়মিত মুনাফার একাংশ দিয়ে রিজার্ভ বাড়ানো হয়েছে, তাহলে এখন বিনিয়োগকারীদের দূরাবস্থার সময় রিজার্ভ থেকে লভ্যাংশ দিতে পারবে না কেনো। করোনায় শুধু কোম্পানির ব্যবসা নয়, বিনিয়োগকারীদের অবস্থাও শোচনীয়। এই দিকটাও কোম্পানিগুলোর পর্ষদের ভাবা দরকার ছিল। 

মুনাফা করেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ৭ কোম্পানির মধ্যে রয়েছে- একমি পেস্টিসাইডস, আরামিট সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, মুন্নু ফেব্রিক্স, ফু-ওয়াং ফুডস ও জেনারেশন নেক্সট। এরমধ্যে একমি পেস্টিসাইডসের সদ্য শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে।

এই ৭ কোম্পানির মধ্যে একমি পেস্টিসাইডসের ‘নো’ ডিভিডেন্ড বিনিয়োগকারীদেরকে অবাক করেছে। নতুন কোম্পানি হিসেবে ১ম বছরেই ‘নো’ ডিভিডেন্ডের নজিড় গড়েছে প্রতিষ্ঠানটি। অথচ নতুন কোম্পানির কাছে লভ্যাংশ প্রাপ্তি বেশি থাকে।

দীর্ঘদিন ধরে লভ্যাংশ দেয় না এমন সব কোম্পানিও এ বছর কোন পরিবর্তন আসেনি। এবছরও বড় লোকসান করেছে শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার মিলস ও জুট স্পিনার্স। একইভাবে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে এ বছর অস্বাভাবিক হারে লোকসান হয়েছে আরএসআরএম স্টিলের। এ কোম্পানিটির আগের বছর শেয়ারপ্রতি ১.০৫ টাকা মুনাফা হলেও ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি ৩.৭৫ টাকা লোকসান হয়েছে। অথচ একই খাতের অন্যসব কোম্পানির মুনাফা ও লভ্যাংশ বেড়েছে।

নিম্নে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশইপিএসনিট মুনাফা/লোকসান (কোটি টাকা)আগের বছরের মুনাফা/লোকসান (কোটি টাকা)
একমি পেস্টিসাইডস০০২.১২২২.২১১৯.৪৭
আরামিট সিমেন্ট০০০.৬০২.০৩(২৩.২৩)
প্রাইম ফাইন্যান্স০০০.১৪৩.৭৯৫.৩২
ওয়াইম্যাক্স ইলেকট্রোড০০০.০৮০.৫৪৩.২৫
মুন্নু ফেব্রিক্স০০০.০৬০.৬৯১.২৩
ফু-ওয়াং ফুডস০০০.০৫০.৫৫৫.৫০
জেনারেশন নেক্সট০০০.০১০.৪৯০.৫৬
শ্যামপুর সুগার মিলস০০(১২৫.১৪)(৬২.৫৭)(৬০.৬৯)
জিল বাংলা সুগার০০(১১৫.৯৭)(৬৯.৫৮)(৫৬.২১)
জুট স্পিনার্স০০(৪৪.৫৯)(৭.৫৮)(৭.৭২)
ইন্টারন্যাশনাল লিজিং০০(৩১.৩০)(৬৯৪.২৭)(২৮০২.৬৮)
রেনউইক যজ্ঞেশ্বর০০(২৩.৩২)(৪.৬৬)(৬.৪৭)
ফাস ফাইন্যান্স০০(১৪.৬১)(২১৭.৮০)(১৫০.৮৫)
সোনারগাঁও টেক্সটাইল০০(১৩.৩৫)(৩৫.৩৩)(৯.৮৬)
ইনফরমেশন সার্ভিসেস০০(৮.৪৫)(৯.২৩)০.২০
মেঘনা কনডেন্সড মিল্ক০০(৮.২৬)(১৩.২২)(১২.২৭)
খুলনা প্রিন্টিং০০(৬.১২)(৪৪.৬০)(২.৬০)
উসমানিয়া গ্লাস শীট০০(৬.৬৬)(১১.৬০)(১২.৫৫)
অলটেক্স ইন্ডাস্ট্রিজ০০(৫.০৮)(২৮.৪৩)(৩০.৬৪)
ইস্টার্ন কেবলস০০(৪.৬৮)(১২.৩৬)(১৭.০৬)
ফার্স্ট ফাইন্যান্স০০(৪.৩১)(৫১.০৯)১৩.৪৯
আরএসআরএম স্টিল০০(৩.৭৫)(৩৭.৯৮)১০.৬৩
এটলাস বাংলাদেশ০০(৩.০৯)(১০.২৪)(৪.৪৬)
জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ০০(৩.০১)(২৪.৬৩)(৩০.৮৪)
জাহিন স্পিনিং০০(২.৫২)(২৮.৬৮)(৩৮.৫৮)
বেক্সিমকো সিনথেটিকস০০(১.৩৮)(১১.৯৭)(৭৯.৮১)
দুলামিয়া কটন০০(১.৩৭)(১.০৪)(০.৯৭)
স্টাইলক্রাফট০০(০.৯৩)(১.২৯)০.৬৭
সাভার রিফ্রেক্টরিজ০০(০.৯২)(০.১৩)(০.২৮)
আজিজ পাইপস০০(০.৮২)(০.৪৪)০.১৪
ইয়াকিন পলিমার০০(০.৫৫)(৪.০৫)০.০৭
মেঘনা পেট০০(০.৩৩)(০.৪০)(০.৩৭)
আরএন স্পিনিং০০(০.১৮)(৭.০৭)(৩৪.৪৯)
খান ব্রাদার্স০০(০.১৫)(১.৪৭)(০.৮৮)
ফাইন ফুডস০০(০.১১)(০.১৬)০.২৬
সেন্ট্রাল ফার্মা০০(০.০৭)(০.৮৪)(১১০.৭০)
ওয়েস্টার্ন মেরিন০০(০.০৪)(০.৯৪)১৯.৮১
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স০০   
৩৮ কোম্পানি গড় (১১.৫৭)মোট (১৩৬১.৬৭) কোটি টাকামোট (৩৪১৩.৬১) কোটি টাকা

বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ