ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইসিবিই বাঁচাতে পারে কানেরিয়াকে!

  • পোস্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলতে গিয়েই স্পট-ফিক্সিং করেন পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া। যে জন্য ২০১২ সালে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ইসিবি। নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদন করেছিলেন দানিশ কানেরিয়া।

পিসিবি তাই ইসিবির দুর্নীতি বিরোধী আইনটি স্মরণ করে দিয়েছে নিজেদের বিবৃতিতে। সেখানে স্পষ্টই বলা আছে, আর্টিকেল ৬.৮ অনুযায়ী ইসিবির যে ট্রাইব্যুনাল তাকে আজীবনের নিষেধাজ্ঞা দিয়েছে। সেই ট্রাইব্যুনাল প্রধানই তাকে পুনরায় খেলার অনুমতি দিতে পারে।

পিসিবি অবশ্য সরাসরিই বলে দিয়েছে, এক্ষেত্রে কিছুই করার নেই তাদের! কারণ শাস্তিটা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই ‘ইসিবির দুর্নীতি বিরোধী আইনের ৬.৮ ধারা অনুযায়ী পিসিবি আপনাকে ইসিবির সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছে।’

পাকিস্তান টেস্ট দলে লেগ স্পিনার হিসেবে তার অর্জনও কম নয়। নিষেধাজ্ঞার আগে নিয়েছেন ২৬১টি উইকেট! প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে অভিযোগ স্বীকার করে নেন তিনি। তাই পিসিবির ভাষ্য, একমাত্র ইসিবিই তার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইসিবিই বাঁচাতে পারে কানেরিয়াকে!

পোস্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলতে গিয়েই স্পট-ফিক্সিং করেন পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া। যে জন্য ২০১২ সালে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ইসিবি। নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদন করেছিলেন দানিশ কানেরিয়া।

পিসিবি তাই ইসিবির দুর্নীতি বিরোধী আইনটি স্মরণ করে দিয়েছে নিজেদের বিবৃতিতে। সেখানে স্পষ্টই বলা আছে, আর্টিকেল ৬.৮ অনুযায়ী ইসিবির যে ট্রাইব্যুনাল তাকে আজীবনের নিষেধাজ্ঞা দিয়েছে। সেই ট্রাইব্যুনাল প্রধানই তাকে পুনরায় খেলার অনুমতি দিতে পারে।

পিসিবি অবশ্য সরাসরিই বলে দিয়েছে, এক্ষেত্রে কিছুই করার নেই তাদের! কারণ শাস্তিটা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই ‘ইসিবির দুর্নীতি বিরোধী আইনের ৬.৮ ধারা অনুযায়ী পিসিবি আপনাকে ইসিবির সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছে।’

পাকিস্তান টেস্ট দলে লেগ স্পিনার হিসেবে তার অর্জনও কম নয়। নিষেধাজ্ঞার আগে নিয়েছেন ২৬১টি উইকেট! প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে অভিযোগ স্বীকার করে নেন তিনি। তাই পিসিবির ভাষ্য, একমাত্র ইসিবিই তার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: