ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কারো কাছে জীবিকার মন্ত্র, কারো কাছে বিনোদন (ভিডিও)

  • পোস্ট হয়েছে : ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • 6

বিনোদন ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁচা বাদাম শিরনামে একটি গান ভাইরাল হয়েছে। গানটি একজন ফেরিওয়ালার। যিনি পথে পথে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করেন।

গানটিতে ছন্দে ছন্দে বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে কাঁচা বাদাম দেওয়া কথা বলা হয়েছে। গানটি যার কণ্ঠে গাওয়া হয়েছে তিনি একজন ফেরিওয়ালা। যাকে গ্রামের পথে-ঘাটে সাইকেল নিয়ে ঘুরতে দেখা যায়।

যার কন্ঠে রয়েছে আশ্চর্য এক সুর। কাঁচা বাদামের জন্য না হলেও, তার এই কন্ঠ শুনে হলেও যে কোন পথচারী হঠ্যাৎ থমকে দাড়াবে।

জীবিকার প্রয়োজনে জীবন যুদ্ধে অচেনা এই ফেরিওয়ালা গাইছেন এ গান যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে টিকটকে অনেকেই বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে অদভূত তালে গাইছেন এই গান। যাদের কাছে হয়তো জীবনের মানেটা এই অচেনা ফেরিওয়ালার মত কঠিন না।

লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন। এখন মোটরসাইকেলে কাজটি করেন তিনি।

স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভুবন বাদ্যকরের সংসার। প্রতিদিন ২০০-২৫০ রুপির বাদাম বিক্রি করেন। বাদাম না কিনলেও তার গানের সুর শুনে অনেকে ছুটে আসেন। টাকার পাশাপাশি পুরোনো সিটি গোল্ডের চেইন, চুড়ি, হাতের বালা, পুরোনো নষ্ট মোবাইল, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম দিয়ে থাকেন ভুবন বাদ্যকর।

বিজনেস আওয়ার/৩০ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কারো কাছে জীবিকার মন্ত্র, কারো কাছে বিনোদন (ভিডিও)

পোস্ট হয়েছে : ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

বিনোদন ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁচা বাদাম শিরনামে একটি গান ভাইরাল হয়েছে। গানটি একজন ফেরিওয়ালার। যিনি পথে পথে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করেন।

গানটিতে ছন্দে ছন্দে বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে কাঁচা বাদাম দেওয়া কথা বলা হয়েছে। গানটি যার কণ্ঠে গাওয়া হয়েছে তিনি একজন ফেরিওয়ালা। যাকে গ্রামের পথে-ঘাটে সাইকেল নিয়ে ঘুরতে দেখা যায়।

যার কন্ঠে রয়েছে আশ্চর্য এক সুর। কাঁচা বাদামের জন্য না হলেও, তার এই কন্ঠ শুনে হলেও যে কোন পথচারী হঠ্যাৎ থমকে দাড়াবে।

জীবিকার প্রয়োজনে জীবন যুদ্ধে অচেনা এই ফেরিওয়ালা গাইছেন এ গান যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে টিকটকে অনেকেই বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে অদভূত তালে গাইছেন এই গান। যাদের কাছে হয়তো জীবনের মানেটা এই অচেনা ফেরিওয়ালার মত কঠিন না।

লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন। এখন মোটরসাইকেলে কাজটি করেন তিনি।

স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভুবন বাদ্যকরের সংসার। প্রতিদিন ২০০-২৫০ রুপির বাদাম বিক্রি করেন। বাদাম না কিনলেও তার গানের সুর শুনে অনেকে ছুটে আসেন। টাকার পাশাপাশি পুরোনো সিটি গোল্ডের চেইন, চুড়ি, হাতের বালা, পুরোনো নষ্ট মোবাইল, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম দিয়ে থাকেন ভুবন বাদ্যকর।

বিজনেস আওয়ার/৩০ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: