ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

২১৯ কোম্পানির নিট মুনাফা ১৬ হাজার ৬৮৬ কোটি টাকা, পে আউট রেশিও ৫৪%

একসময় শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরনে উদ্যোক্তা/পরিচালকদের অনেক অনীহা ছিল। তারা শুধুমাত্র কিছু কাগজের বোনাস শেয়ার দিতে চাইতে। এর মাধ্যমে মুনাফার অধিকাংশ কোম্পানির সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) রেখে দিতে চাইত। তবে এখন সেই পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকেরা মুনাফার ৫০ শতাংশের বেশি পর্যন্ত শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করে দিচ্ছেন।

এটা অবশ্য এমনি এমনিতেই হয়নি। এজন্য আইন পর্যন্ত করতে হয়েছে। যা করতে কাজ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শুরুতে ড. খায়রুল হোসেনের নেতৃত্বাধীন বিগত কমিশন বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেন। তারা ব্যবসা সম্প্রসারন ছাড়া বোনাস শেয়ারে নিরুৎসাহিত করেন ওই কমিশন। এরপরে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ (কমপক্ষে অর্ধেক নগদ) লভ্যাংশ দেওয়ার আইনে প্রণয়নে প্রত্যক্ষভাবে কাজ করে যান খায়রুল হোসেনের কমিশন। এরপরে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পরে আরও শক্ত অবস্থান নিতে শুরু করেছে।

দেখা গেছে, গত কয়েক মাসে (জুলাই-নভেম্বর ২১) আর্থিক হিসাব প্রকাশ করা শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১৯ কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৬ হাজার ৬৮৬ কোটি ২৮ লাখ টাকা। এরমধ্য থেকে ৮ হাজার ৫৮০ কোটি ৫৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। বাকি ৮ হাজার ১০৫ কোটি ৭২ লাখ টাকা কোম্পানিতে রেখে দেওয়া হবে। এ হিসেবে মুনাফার ৫১ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।

এছাড়া ওই ২১৯ কোম্পানির মধ্যে ৪৬ কোম্পানি থেকে ৫০ কোটি ৭ লাখ ৪০ হাজার ৮৫২টি বা ৫০০ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৫২০ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে। এ হিসেবে নগদ ও বোনাস মিলে মোট ৯ হাজার ৮১ কোটি ৩০ লাখু টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও (লভ্যাংশ প্রদান অনুপাত) হবে ৫৪ শতাংশ।

এ বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বিজনেস আওয়ারকে বলেন, লভ্যাংশতো শেয়ারবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা দিয়ে অনেক কিছুরই ইঙ্গিত করে। সে বিবেচনায় ৫৪% পে আউট রেশিও খারাপ না। তবে ব্যবসা বাড়াতে রিটেইন আর্নিংসেরও দরকার আছে।

একই বিষয়ে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, একটি কোম্পানির ব্যবসা সম্প্রসারনের জন্য রিটেইন আর্নিংসের দরকার আছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা অসৎ উদ্দেশ্যে লভ্যাংশ না দিয়ে এই রিটেইন আর্নিংস বাড়াতে চায়। যেখানে বহূজাতিক কোম্পানিগুলোর ডিভিডেন্ড পে আউট রেশিও বেশি সত্ত্বেও নিয়মিত ব্যবসা বাড়ছে। এসব কারনে দেশীয় কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা অনেক কম। এ বিবেচনায় মুনাফার ৫৪% লভ্যাংশ ঘোষণাকে ভালো বলা যায়।  

কোম্পানিগুলোর মধ্যে মুনাফায় সবচেয়ে এগিয়ে রয়েছে বহূজাতিক গ্রামীনফোন। এ কোম্পানির ৬ মাসের ব্যবসায় যে পরিমাণ মুনাফা হয়েছে, তা পুরো অর্থবছরের ব্যবসায় দিয়ে অতিক্রম করতে পারেনি কোন কোম্পানি। তবে মুনাফায় হাজার কোটি টাকা অতিক্রম করার তালিকায় উঠে এসেছে ৫ কোম্পানি।

কোম্পানির নামমুনাফার পরিমাণ (কোটি টাকা)
গ্রামীনফোন১৭৪০.৫৪ (৬ মাস)
ওয়ালটন হাই-টেক১৬৩৯.২০
স্কয়ার ফার্মাসিউটিক্যালস১৫৯৪.৭৩
বিএটিবিসি১১৫৬.১৪ (৬ মাস)
ইউনাইটেড পাওয়ার১০৮৯.৮৩

এদিকে ৫০০ থেকে ১ হাজার কোটির মধ্যে মুনাফা অর্জন করেছে ৫ কোম্পানি। এরমধ্যে সবার উপরে রয়েছে বেক্সিমকো লিমিটেড। এছাড়া তালিকায় রয়েছে বেক্সিমকো গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্।

কোম্পানির নামমুনাফার পরিমাণ (কোটি টাকা)
বেক্সিমকো লিমিটেড৬৫৯.৮৭
বিএসআরএম লিমিটেড৫৬৬.১২
সামিট পাওয়ার৫৬০.৬৪
বেক্সিমকো ফার্মা৫১২.৫৮
রেনাটা৫০৬.১৫

মুনাফার ন্যায় লভ্যাংশ প্রদানেও সবার উপরে গ্রামীনফোন। এ কোম্পানিটির পর্ষদ ৬ মাসের ব্যবসায় অন্তর্বর্তীকালীন হিসেবে ১২৫% হারে ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে। এছাড়া ৫০০ কোটি টাকার উপরে শেয়ারহোল্ডারদের জন্য আরও ৪ কোম্পানির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করে।

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)
গ্রামীনফোন১২৫% নগদ১৬৮৭.৮৮
ইউনাইটেড পাওয়ার১৭০% নগদ৯৮৫.৪৮
বিএটিবিসি১২৫% নগদ৬৭৫
স্কয়ার ফার্মা৬০% নগদ৫৩১.৮৭
ওয়ালটন হাই-টেক২৫০% নগদ (উ/প ১৭০%)৫১৭.৩২

ওই ২১৯ কোম্পানির মধ্যে ১০ কোম্পানির পর্ষদ ৯০ কোটি ২৬ লাখ টাকার লোকসান সত্ত্বেও ২৯ কোটি ৬৫ লাখ টাকার নগদ ও ৬ কোটি ২৮ লাখ টাকার বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ তালিকায় রয়েছে- ন্যাশনাল টি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফার কেমিক্যাল, জিকিউ বলপেন, হামিদ ফেব্রিক্স, ইউনিক হোটেল, অলিম্পিক এক্সেসরিজ, হাক্কানি পাল্প, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও সিভিও পেট্রো কেমিক্যাল।

অন্যদিকে ৩০ কোটি ৩০ লাখ টাকার মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি ৭ কোম্পানির পর্ষদ। এজন্য কোম্পানিগুলোকে ১০ শতাংশ হারে ৩ কোটি ৩ লাখ টাকার অতিরিক্ত রাজস্ব প্রদানের শাস্তি পেতে হবে। এই তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস, আরামিট সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, মুন্নু ফেব্রিক্স, ফু-ওয়াং ফুডস ও জেনারেশন নেক্সট ফ্যাশনস।

এদিকে ২১৯ কোম্পানির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা বহূজাতিক গ্রামীনফোন, বৃটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো বাংলাদেশ ও বাটা সু রয়েছে। এই কোম্পানিগুলোর পর্ষদ ৩ হাজার ১০৯ কোটি ৫ লাখ টাকা মুনাফার বিপরীতে ২ হাজার ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার বা ৮০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

নিম্নে ২১৯ কোম্পানির মুনাফা ও লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-

*শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ

** অন্তর্বর্তীকালীন লভ্যাংশ

*** সাধারন শেয়ারহোল্ডারদের থেকে উদ্যোক্তা/পরিচালকেরা কম নেবে

কোম্পানির নামলভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)বোনাসের পরিমাণ (সংখ্যায়)মুনাফার পরিমাণ (কোটি টাকায়)
স্কয়ার ফার্মা৬০% নগদ৫৩১.৮৭ ১৫৯৪.৭৩
ইউনাইটেড পাওয়ার১৭০% নগদ৯৮৫.৪৮ ১০৮৯.৮৩
বেক্সিমকো লিমিটেড৩৫% নগদ৩০৬.৭১ ৬৫৯.৮৭
বিএসআরএম লিমিটেড৫০% নগদ১৪৯.২৯ ৫৬৬.১২
সামিট পাওয়ার৩৫% নগদ৩৭৩.৭৬ ৫৬০.৬৪
বেক্সিমকো ফার্মা৩৫% নগদ১৫৬.১৪ ৫১২.৫৮
তিতাস গ্যাস২২% নগদ২১৭.৬৩ ৩৪৬.২৩
পাওয়ার গ্রীড২০% নগদ১৪২.৫৫ ৩৩৭.৮৩
বিএসআরএম স্টিল৪০% নগদ১৫০.৩৮ ৩০৪.৫২
বার্জার পেইন্টস৩৭৫% নগদ১৭৩.৯২ ২৬৯.১৫
এমজেএল বিডি৫৫% নগদ১৭৪.২১ ২৩৮.৫১
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ৫৪% নগদ১০৭.৯৭ ২০৩.৭৪
সাবমেরিন কেবল৩৭% নগদ৬১.০২ ১৯০.৮০
একমি ল্যাবরেটরিজ২৫% নগদ৫২.৯০ ১৫৭.০১
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড৪% নগদ৩১.০৪ ১৪৯.৬১
কনফিডেন্স সিমেন্ট২৫% নগদ১৯.৫৬ ১২৪.০৮
আইসিবি১১% নগদ৮৮.৬৪ ১১৫.২৩
ওরিয়ন ফার্মা১২% নগদ২৮.০৮ ৯৩.৮৩
এমআই সিমেন্ট২০% নগদ২৯.৭০ ৮৫.৯৮
ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড১৩% নগদ৩৭.৬৯ ৭৩.৫৬
ডেসকো১০% নগদ৩৯.৭৬ ৭৩.৯৫
বারাকা পাওয়ার১০% নগদ২৩.৫৫ ৬৯.৭০
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড৯% নগদ২৭.৩২ ৬৭.৯৮
স্কয়ার টেক্সটাইল২০% নগদ৩৯.৪৫ ৬৭.২৬
প্রিমিয়ার সিমেন্ট২০% নগদ২১.০৯ ৬৫.১৭
মালেক স্পিনিং১০% নগদ১৯.৩৬ ৬৫.০৫
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড৮% নগদ১৯.১৩ ৬২.৩৪
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড৮.৫% নগদ২৫.৪২ ৬২.৩২
মতিন স্পিনিং৪০% নগদ৩৯ ৬১.৫২
পিএইচপি ফার্স্ট ফান্ড৮.৫% নগদ২৩.৯৬ ৫৭.৬৪
ইফাদ অটোস১১% নগদ২৭.৮২ ৫৫.১৪
ম্যাকসন্স স্পিনিং১১% নগদ২৬.২১ ৪৯.৩১
ইবনে সিনা ফার্মা৪৭% নগদ১৪.৬৮ ৪৮.৯৩
মীর আখতার১২.৫০% নগদ১৫.১০ ৪৫.৯৪
ইবিএল এনআরবি ফান্ড৬% নগদ১৩.৪৬ ৪৩.১৬
আইএফআইসি ফার্স্ট ফান্ড৭.৫% নগদ১৩.৬৬ ৪২.৩৫
বসুন্ধরা পেপার১২% নগদ২০.৮৫ ৪১.১৯
লুব-রেফ বাংলাদেশ১০% নগদ১৪.৫২ ৩৯.৪৪
এনার্জিপ্যাক পাওয়ার১০% নগদ১৯.০২ ৩৮.৫৫
ইবিএল ফার্স্ট ফান্ড১৩% নগদ১৮.৮২ ৩৭.৭৮
ইস্টার্ন হাউজিং১৫% নগদ১৪ ৩৭.১৫
গ্রীণ ডেল্টা ফান্ড১২% নগদ১৮ ৩১.৯৬
রানার অটোমোবাইলস১০% নগদ১১.৩৫ ৩০.৬৬
এসকোয়্যার নিট১৫% নগদ২০.৪৩ ২৯.৬৮
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড৭.৫% নগদ১০.৭৪ ২৮.৭২
ভ্যানগার্ড রূপালি ব্যাংক ফান্ড১.৬% নগদ২.৫৪ ২৬.৬২
ডিবিএইচ ফার্স্ট ফান্ড১২% নগদ১৪.৪০ ২৫.৫২
এসইএমএল আইবিবিএল শরীয়াহ১০% নগদ১০ ২৩.৫০
ভ্যানগার্ড এএমএল বিডি ওয়ান১৫% নগদ১৫.৬৫ ২২.২২
গ্রামীন ওয়ান : স্কীম টু১৩% নগদ২৩.৭১ ২২.০২
আইটি কসালটেন্টস৫% নগদ৬.৪৩ ১৯.৮০
এমবিএল ফার্স্ট ফান্ড১১.৫% নগদ১১.৫০ ১৯.৫৪
এআইবিএল ফার্স্ট ইসলামিক১২.২৫% নগদ১২.২৫ ১৮.২৮
ন্যাশনাল পলিমার১০% নগদ৭.৩০ ১৮.২৪
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং১০% নগদ২১.৮৭ ১৭.২৮
হা-ওয়েল টেক্সটাইল২০% নগদ১১.২০ ১৬.৮৬
এডিএন টেলিকম১০% নগদ৬.৪৭ ১৬.৬২
সায়হাম কটন১০% নগদ১৪.৮৮ ১৬.০৭
বে লিজিং১০% নগদ১৪.০৯ ১৬.০৬
এনএলআই ফার্স্ট ফান্ড১৭.৫% নগদ৮.৮১ ১৫.৭৮
কেডিএস এক্সেসরিজ১৫% নগদ১০.৬৮ ১৫.৬৬
জিবিবি পাওয়ার১১.৫০% নগদ১১.৭১ ১৫.২৭
নাহি অ্যালুমিনিয়াম১০% নগদ৬.৮৪ ১৪.৭০
এমএল ডাইং১০% নগদ২৩.২৪ ১৪.৪১
এমএল ডাইং১০% নগদ২৩.২৪ ১৪.৪১
শাশা ডেনিমস১০% নগদ১৪.১০ ১৪.৩৯
এসইএমএল লেকচার ইক্যুইটি১৫% নগদ৭.৫০ ১৪.১৮
এসইএমএল গ্রোথ ফান্ড১৫% নগদ১০.৯৪ ১৩.৬৬
নিউ লাইন ক্লোথিংস১২.২৫% নগদ৯.৬২ ১২.৮০
সিএপিএম আইবিবিএল ফান্ড১৩.৫% নগদ৯.০৩ ১২.৬৩
এনসিসিবিএল ফান্ড ওয়ান৭.২৫% নগদ৭.৮৭ ১২.১৬
সিএপিএম বিডিবিএল ফান্ড১৩% নগদ৬.৫২ ১২.১০
এপেক্স ফুডস২০% নগদ১.১৪ ১১.৮০
এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড১৫% নগদ৯.২৭ ১১.৯৫
সায়হাম টেক্সটাইল১০% নগদ৯.০৬ ১০.০৫
লাভেলো আইসক্রীম১১% নগদ৯.৩৫ ৯.৫০
এনভয় টেক্সটাইল১০% নগদ১৬.৭৭ ৯.৩৯
এক্সপ্রেস ইন্স্যুরেন্স২% নগদ৪.৫৬ ৯.২৪
ওয়াটা কেমিক্যাল৩০% নগদ৪.৪৫ ৯.১০
জেএমআই সিরিঞ্জ৩০% নগদ৬.৬৩ ৮.৯১
এস আলম১০% নগদ৯.৮৪ ৮.৬৬
সী পার্ল১% নগদ১.২১ ৭.৩৭
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনি৭% নগদ৬.৮৭ ৬.৬৭
কপারটেক ইন্ডাস্ট্রিজ৫% নগদ৩.১৫ ৬.৪৩
রিল্যায়েন্স ওয়ান ফান্ড১০.৫% নগদ৬.৩৫ ৬.৪২
তমিজউদ্দিন টেক্সটাইল২০% নগদ৬.০১ ৬.১৬
অগ্নি সিস্টেমস৩.৫০% নগদ২.৫৪ ৫.৫৯
আইসিবি সোনালি ব্যাংক ফার্স্ট৭% নগদ ৫.২৯
আইসিবি ৩য় এনআরবি ফান্ড৭% নগদ ৫.২৩
ফার্মা এইড৫০% নগদ১.৫৬ ৫.০৩
পেনিনসুলা চিটাগাং১০% নগদ১১.৮৭ ৪.৮৭
বিডি ল্যাম্পস২০% নগদ১.৮৭ ৪.৭৮
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি৭.৫% নগদ৭.৫০ ৪.৭৪
শাইনপুকুর সিরামিকস২.৫% নগদ৩.৬৭ ৪.৭০
আরামিট৫০% নগদ ৪.৬১
এএমসিএল প্রাণ৩২% নগদ২.৫৬ ৪.৩০
শমরিতা হসপিটাল১০% নগদ১.৮৯ ৪.২১
রংপুর ফাউন্ড্রি২৩% নগদ২.৩০ ৩.৬৮
দেশ জেনারেল ইন্স্যুরেন্স১০% নগদ ৩.৬২
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ১০% নগদ ৩.৫৮
ড্যাফোডিল কম্পিউটার্স৬% নগদ২.৯৯ ৩.৪৯
আইএফআইএল ইসলামিক ফান্ড১৪% নগদ ৩.১৫
আইসিবি এমপ্লয়ীজ ফান্ড ১: স্কিম১৬% নগদ৪.৫০ ৩.০৭
ওরিয়ন ইনফিউশনস১০% নগদ২.০৪ ২.৭৯
এপেক্স স্পিনিং২০% নগদ১.৬৮ ২.৪৬
প্রাইম টেক্সটাইল২% নগদ০.৭৬ ২.৩৭
সালভো কেমিক্যাল২% নগদ১.৩০ ২.২১
রহিম টেক্সটাইল১৬% নগদ১.৫১ ২.১২
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৬% নগদ৩.৬০ ১.৯১
আইসিবি এমএমসিএল ২য় ফান্ড৮% নগদ ১.৮৪
পেপার প্রসেসিং১০% নগদ১.০৪ ১.৪০
মনোস্পুল পেপার১০% নগদ০.৯৪ ১.১৫
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৮% নগদ১.৬০ ০.৭৬
আলহাজ্ব টেক্সটাইল২% নগদ০.৪৫ ০.৫৮
এপেক্স ট্যানারি১০% নগদ১.৫২ ০.৫২
ন্যাশনাল টিউবস২% নগদ০.৭০ ০.২১
বঙ্গজ৪% নগদ০.৩০ ০.১৮
স্ট্যান্ডার্ড সিরামিকস১% নগদ০.০৬ ০.১৬
ইভিন্স টেক্সটাইল২% নগদ৩.৬৬ ০.০২
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ৪% নগদ৩.১৮ ৭.৩২
সোনালি আঁশ১০% নগদ০.২৭ ০.৩১
**গ্রামীনফোন১২৫% নগদ১৬৮৭.৮৮ ১৭৪০.৫৪
**বিএটিবিসি১২৫% নগদ৬৭৫ ১১৫৬.১৪
**ম্যারিকো বাংলাদেশ৪০০% নগদ১২৬ ১৯৭.৬০
**বাটা সু৭৫% নগদ১০.২৬ ১৪.৭৭
***ওয়ালটন হাই-টেক২৫০% নগদ (উ/প ১৭০%)৫১৭.৩২ ১৬৩৯.২০
***দেশ গার্মেন্টস৫% নগদ (উ/প ৩%)০.২৯ ০.৩০
ন্যাশনাল টি১০% নগদ০.৬৬ (২০.৯১)
বাংলাদেশ বিল্ডিং সিস্টেম২% নগদ৩.২৬ (৩.৫৮)
ফার কেমিক্যাল১% নগদ২.১৮ (৩.৪৯)
*জিকিউ বলপেন৫% নগদ০.২৬ (৬.৭৫)
*হামিদ ফেব্রিক্স৫% নগদ২.২১ (১৬.০২)
*ইউনিক হোটেল১০% নগদ১৫.৯৬ (৯.৭২)
*অলিম্পিক এক্সেসরিজ১% নগদ১.২৬ (৫.৫৯)
*হাক্কানি পাল্প১% নগদ০.১০ (২.৪৩)
*খুলনা পাওয়ার১২.৫০% নগদ১৪.৯১ ৩৪.৫৭
*আমান ফিড১৫% নগদ৭.২২ ৩৩.১৪
*আলিফ ম্যানুফ্যাকচারিং৩.৫% নগদ (২ বছরের)৬.৩৩ ২৩.৯১
*ইনডেক্স অ্যাগ্রো২৫% নগদ২.০৬ ২৩.২৬
*সামিট অ্যালায়েন্স পোর্ট১০% নগদ৮.৮৪ ১৮.৭১
*ভিএফএস থ্রেড১১% নগদ৮.০৪ ১৫.৮৩
*বিডি থাই২% নগদ১.৭৮ ১৫.৯৭
*গোল্ডেন হার্ভেষ্ট৫% নগদ৭.২৪ ১৫.৫৪
*আমান কটন১১% নগদ৩.০৮ ১২.৬০
*সিলভা ফার্মাসিউটিক্যালস৫% নগদ৪.৭৫ ১২.০১
*আলিফ ইন্ডাস্ট্রিজ১৫% নগদ (২ বছরের)৬.৬৪ ১০.৯৩
*ইজেনারেশন১০% নগদ৪.৬৬ ১০.৫৩
*এসকে ট্রিমস৫% নগদ২.৯১ ৯.৬৬
*সিলকো ফার্মা১০% নগদ৬.৩৫ ৮.৫১
*কাট্টলি টেক্সটাইল১০% নগদ৮.১০ ৬.০৫
*মোজাফ্ফর হোসাইন৩% নগদ১.৮৩ ৫.২৫
*গোল্ডেন সন২.৭৫% নগদ২.৮৮ ৫.১৫
*বেঙ্গল উইন্ডসোর২.৫% নগদ২.১৪ ৪.৫৭
*একটিভ ফাইন০.৫০% নগদ১.০৬ ৩.৮৪
*মুন্নু সিরামিক১০% নগদ১.৬০ ৩.৪০
*গ্লোবাল হেভী কেমিক্যাল৫% নগদ১.১১ ২.৪৫
*এএফসি অ্যাগ্রো০.৫০% নগদ০.৪০ ১.৭৩
*দেশবন্ধু পলিমার৫% নগদ২.০৪ ১.২৩
*সাফকো স্পিনিং৫% নগদ১.০৫ ০.৬৯
*লিগ্যাছি ফুটওয়্যার১% নগদ০.০৯ ০.৫১
*মুন্নু এগ্রো১০% নগদ০.১৬ ০.৪২
*জেমিনি সী ফুড৫% নগদ০.১৬ ০.৩৪
*বিডি অটোকারস৪% নগদ০.১২ ০.১৬
*রহিমা ফুড১% নগদ০.১১ ০.১৪
*সমতা লেদার০.৫০% নগদ০.০৩ ০.১০
*আনলিমা ইয়ার্ন২% নগদ০.১৯ ০.০৯
*ডরিন পাওয়ার১৩% নগদ ও ১২% বোনাস৬.২৭১৭৩২৬৪২৬১১৬.৮১
*এসএস স্টিল২% নগদ ও ৮% বোনাস৪.১৫২৪৩৪৩২০০৭০.২৯
*প্যারামাউন্ট টেক্সটাইল২০% নগদ ও ৫% বোনাস১২.১১৭৭৫৩৯৭৮৬৬.২২
*এসোসিয়েট অক্সিজেন৫% নগদ ও ৭% বোনাস৩.৫৬৭১৮২০০০২১.৫১
*কুইন সাউথ টেক্সটাইল১০% নগদ ও ১০% বোনাস৬.১২১৩০৮৭৬০২১৬.৩৬
*ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস৪% নগদ ও ৩% বোনাস২.৫৬৩৪১২১১৪১৩.৪২
*ডমিনেজ স্টিল৫% নগদ ও ৫% বোনাস৩.৫৮৫১৩০০০০১০.৬৯
*আফতাব অটোমোবাইলস৫% নগদ ও ৫% বোনাস৩.৩৫৪৭৮৬৬২১৮.১৪
*ইন্ট্রাকো রিফুয়েলিং২% নগদ ও ৮% বোনাস১.২৬৭২৭৬৫০০৭.৩৭
*নাভানা সিএনজি৫% নগদ ও ৫% বোনাস১.৯৭৩৪২৬৪৩০৫.৪০
*প্যাসিফিক ডেনিমস১% নগদ ও ১% বোনাস১.২৫১৮১৭৩২৮৪.০০
রেনাটা১৪৫% নগদ ও ১০% বোনাস১৪১.৩০৯৭৪৪৮১৭৫০৬.১৫
জিপিএইচ ইস্পাত২০% নগদ ও ১০% বোনাস৭৯.৪২৩৯৭১০৫৮৯১৬৫.৯৯
শাহজিবাজার পাওয়ার২৮% নগদ ও ৪% বোনাস৪৮.৩১৬৯০২০৫৭১১২.৬৮
সাউথ বাংলা ব্যাংক৪% নগদ ও ৪% বোনাস৩১.৩৯৩১৩৮৫৮২১৯৫.১৫
বিবিএস কেবলস১০% নগদ ও ৫% বোনাস১৯.২০৯৬০১৩৫০৯২.৯৪
সাইফ পাওয়ারটেক১০% নগদ ও ৬% বোনাস৩৫.৭৯২১৪৭১৯৯৯৬২.৬৩
পাইওনিয়ার ইন্স্যুরেন্স২০% নগদ ও ১০% বোনাস১৫.৪০৭৬৯৭৮৬৯৫৩.২৭
এসিআই৬৫% নগদ ও ১৫% বোনাস৪১.০২৯৪৬৬৫৩৮৩৪.৭১
জেনেক্স ইনফোসিস১০% নগদ ও ১০% বোনাস১০.৩২১০৩২২৪০০৩৩.২৪
ফরচুন সুজ১০% নগদ ও ৫% বোনাস১৫.৪৮৭৭৩৯৭৮৫২৪.৬১
কোহিনুর কেমিক্যাল৩৫% নগদ ও ১৫% বোনাস৭.৭৭৩৩৩০১১৩২৩.৪০
এসিআই ফরমূলেশনস৩০% নগদ ও ৫% বোনাস১৩.৫২২৫০০০০২১.৩৩
ফনিক্স ফাইন্যান্স৬% নগদ ও ৬% বোনাস৮.৮৮৮৮৮৬১১৮২০.১৪
মাইডাস ফাইন্যান্স২.৫% নগদ ও ২.৫% বোনাস৩.৪৭৩৪৭৪৮২৫১১.৫৩
অ্যাডভেন্ট ফার্মা২% নগদ ও ২% বোনাস১.৮৩১৮২৬১৩২১১.৩২
এপেক্স ফুটওয়্যার৩৫% নগদ ও ৫% বোনাস৩.৯৪৫৬২৫০০০১১.০৬
আরগন ডেনিমস১০% নগদ ও ৫% বোনাস১৩.২৩৬৬১৩৭৪৩৯.৩৯
সোনালি পেপার২০% নগদ ও ২০% বোনাস৩.৬৬৩৬৬০৫৭৭৮.৯৫
মেঘনা সিমেন্ট৫% নগদ ও ৫% বোনাস১.৩৬১৩৬৪৩৬৮৭.৪৫
এইচ.আর টেক্সটাইল৫% নগদ ও ৫% বোনাস১.২৭১২৬৫০০০৭.৩১
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স৫% বোনাস ও ৫% নগদ২.৭৭২৭৬৫২৫৭৬.৪০
আনোয়ার গ্যালভানাইজিং২০% নগদ ও ১০% বোনাস৩.০৫১৫২৪৬০০৫.৯৮
বিডিকম অনলাইন৫% নগদ ও ৫% বোনাস২.৭২২৭১৮৪০৫৫.৯৮
আরডি ফুড৩% নগদ ও ৩% বোনাস২.২১২২১২৮৩৪৪.৭২
তসরিফা ইন্ডাস্ট্রিজ২.৫% নগদ ও ২.৫% বোনাস১.৬৬১৬৫৮১৭৪৪.২৪
শেফার্ড ইন্ডাস্ট্রিজ২.৫% নগদ ও ২.৫% বোনাস৩.৭৬৩৭৫৭২৩১(১৫.৪৮)
ন্যাশনাল ব্যাংক৫% বোনাস ১৫৩৩২০৯৩২৩৬১.৮৪
ড্রাগণ সোয়েটার১০% বোনাস ২০০৭৫৫৫০২৪.৪৯
আমরা নেটওয়ার্ক১০% বোনাস ৫৬২২৩৬৮১২.০৩
কাশেম ইন্ডাস্ট্রিজ১০% বোনাস ৬৬১১৫০৪৯.১৯
আমরা টেকনোলজিস১০% বোনাস ৫৮১৩৭৮৬৮.৪৩
মেট্রো স্পিনিং৫% বোনাস ৩০৮৪৯১৪৬.১১
ন্যাশনাল ফিড১% বোনাস ৯২৪৩৭০১.৬৬
কে অ্যান্ড কিউ৫% বোনাস ২৪৫১২৭০.৪৫
সিভিও পেট্রো কেমিক্যাল১০% বোনাস ২৫২৪৫০০(৬.২৯)
একমি পেস্টিসাইডস০০  ২২.২১
আরামিট সিমেন্ট০০  ২.০৩
প্রাইম ফাইন্যান্স০০  ৩.৭৯
ওয়াইম্যাক্স ইলেকট্রোড০০  ০.৫৪
মুন্নু ফেব্রিক্স০০  ০.৬৯
ফু-ওয়াং ফুডস০০  ০.৫৫
জেনারেশন নেক্সট০০  ০.৪৯
মোট ২১৯ কোম্পানি ৮৫৮০.৫৬ কোটি টাকা৫০০৭৪০৮৫২টি১৬৬৮৬.২৮ কোটি টাকা

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২১৯ কোম্পানির নিট মুনাফা ১৬ হাজার ৬৮৬ কোটি টাকা, পে আউট রেশিও ৫৪%

পোস্ট হয়েছে : ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১

একসময় শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরনে উদ্যোক্তা/পরিচালকদের অনেক অনীহা ছিল। তারা শুধুমাত্র কিছু কাগজের বোনাস শেয়ার দিতে চাইতে। এর মাধ্যমে মুনাফার অধিকাংশ কোম্পানির সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) রেখে দিতে চাইত। তবে এখন সেই পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকেরা মুনাফার ৫০ শতাংশের বেশি পর্যন্ত শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করে দিচ্ছেন।

এটা অবশ্য এমনি এমনিতেই হয়নি। এজন্য আইন পর্যন্ত করতে হয়েছে। যা করতে কাজ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শুরুতে ড. খায়রুল হোসেনের নেতৃত্বাধীন বিগত কমিশন বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেন। তারা ব্যবসা সম্প্রসারন ছাড়া বোনাস শেয়ারে নিরুৎসাহিত করেন ওই কমিশন। এরপরে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ (কমপক্ষে অর্ধেক নগদ) লভ্যাংশ দেওয়ার আইনে প্রণয়নে প্রত্যক্ষভাবে কাজ করে যান খায়রুল হোসেনের কমিশন। এরপরে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পরে আরও শক্ত অবস্থান নিতে শুরু করেছে।

দেখা গেছে, গত কয়েক মাসে (জুলাই-নভেম্বর ২১) আর্থিক হিসাব প্রকাশ করা শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১৯ কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৬ হাজার ৬৮৬ কোটি ২৮ লাখ টাকা। এরমধ্য থেকে ৮ হাজার ৫৮০ কোটি ৫৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। বাকি ৮ হাজার ১০৫ কোটি ৭২ লাখ টাকা কোম্পানিতে রেখে দেওয়া হবে। এ হিসেবে মুনাফার ৫১ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।

এছাড়া ওই ২১৯ কোম্পানির মধ্যে ৪৬ কোম্পানি থেকে ৫০ কোটি ৭ লাখ ৪০ হাজার ৮৫২টি বা ৫০০ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৫২০ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে। এ হিসেবে নগদ ও বোনাস মিলে মোট ৯ হাজার ৮১ কোটি ৩০ লাখু টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও (লভ্যাংশ প্রদান অনুপাত) হবে ৫৪ শতাংশ।

এ বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বিজনেস আওয়ারকে বলেন, লভ্যাংশতো শেয়ারবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা দিয়ে অনেক কিছুরই ইঙ্গিত করে। সে বিবেচনায় ৫৪% পে আউট রেশিও খারাপ না। তবে ব্যবসা বাড়াতে রিটেইন আর্নিংসেরও দরকার আছে।

একই বিষয়ে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, একটি কোম্পানির ব্যবসা সম্প্রসারনের জন্য রিটেইন আর্নিংসের দরকার আছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা অসৎ উদ্দেশ্যে লভ্যাংশ না দিয়ে এই রিটেইন আর্নিংস বাড়াতে চায়। যেখানে বহূজাতিক কোম্পানিগুলোর ডিভিডেন্ড পে আউট রেশিও বেশি সত্ত্বেও নিয়মিত ব্যবসা বাড়ছে। এসব কারনে দেশীয় কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা অনেক কম। এ বিবেচনায় মুনাফার ৫৪% লভ্যাংশ ঘোষণাকে ভালো বলা যায়।  

কোম্পানিগুলোর মধ্যে মুনাফায় সবচেয়ে এগিয়ে রয়েছে বহূজাতিক গ্রামীনফোন। এ কোম্পানির ৬ মাসের ব্যবসায় যে পরিমাণ মুনাফা হয়েছে, তা পুরো অর্থবছরের ব্যবসায় দিয়ে অতিক্রম করতে পারেনি কোন কোম্পানি। তবে মুনাফায় হাজার কোটি টাকা অতিক্রম করার তালিকায় উঠে এসেছে ৫ কোম্পানি।

কোম্পানির নামমুনাফার পরিমাণ (কোটি টাকা)
গ্রামীনফোন১৭৪০.৫৪ (৬ মাস)
ওয়ালটন হাই-টেক১৬৩৯.২০
স্কয়ার ফার্মাসিউটিক্যালস১৫৯৪.৭৩
বিএটিবিসি১১৫৬.১৪ (৬ মাস)
ইউনাইটেড পাওয়ার১০৮৯.৮৩

এদিকে ৫০০ থেকে ১ হাজার কোটির মধ্যে মুনাফা অর্জন করেছে ৫ কোম্পানি। এরমধ্যে সবার উপরে রয়েছে বেক্সিমকো লিমিটেড। এছাড়া তালিকায় রয়েছে বেক্সিমকো গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্।

কোম্পানির নামমুনাফার পরিমাণ (কোটি টাকা)
বেক্সিমকো লিমিটেড৬৫৯.৮৭
বিএসআরএম লিমিটেড৫৬৬.১২
সামিট পাওয়ার৫৬০.৬৪
বেক্সিমকো ফার্মা৫১২.৫৮
রেনাটা৫০৬.১৫

মুনাফার ন্যায় লভ্যাংশ প্রদানেও সবার উপরে গ্রামীনফোন। এ কোম্পানিটির পর্ষদ ৬ মাসের ব্যবসায় অন্তর্বর্তীকালীন হিসেবে ১২৫% হারে ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে। এছাড়া ৫০০ কোটি টাকার উপরে শেয়ারহোল্ডারদের জন্য আরও ৪ কোম্পানির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করে।

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)
গ্রামীনফোন১২৫% নগদ১৬৮৭.৮৮
ইউনাইটেড পাওয়ার১৭০% নগদ৯৮৫.৪৮
বিএটিবিসি১২৫% নগদ৬৭৫
স্কয়ার ফার্মা৬০% নগদ৫৩১.৮৭
ওয়ালটন হাই-টেক২৫০% নগদ (উ/প ১৭০%)৫১৭.৩২

ওই ২১৯ কোম্পানির মধ্যে ১০ কোম্পানির পর্ষদ ৯০ কোটি ২৬ লাখ টাকার লোকসান সত্ত্বেও ২৯ কোটি ৬৫ লাখ টাকার নগদ ও ৬ কোটি ২৮ লাখ টাকার বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ তালিকায় রয়েছে- ন্যাশনাল টি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফার কেমিক্যাল, জিকিউ বলপেন, হামিদ ফেব্রিক্স, ইউনিক হোটেল, অলিম্পিক এক্সেসরিজ, হাক্কানি পাল্প, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও সিভিও পেট্রো কেমিক্যাল।

অন্যদিকে ৩০ কোটি ৩০ লাখ টাকার মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি ৭ কোম্পানির পর্ষদ। এজন্য কোম্পানিগুলোকে ১০ শতাংশ হারে ৩ কোটি ৩ লাখ টাকার অতিরিক্ত রাজস্ব প্রদানের শাস্তি পেতে হবে। এই তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস, আরামিট সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, মুন্নু ফেব্রিক্স, ফু-ওয়াং ফুডস ও জেনারেশন নেক্সট ফ্যাশনস।

এদিকে ২১৯ কোম্পানির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা বহূজাতিক গ্রামীনফোন, বৃটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো বাংলাদেশ ও বাটা সু রয়েছে। এই কোম্পানিগুলোর পর্ষদ ৩ হাজার ১০৯ কোটি ৫ লাখ টাকা মুনাফার বিপরীতে ২ হাজার ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার বা ৮০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

নিম্নে ২১৯ কোম্পানির মুনাফা ও লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-

*শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ

** অন্তর্বর্তীকালীন লভ্যাংশ

*** সাধারন শেয়ারহোল্ডারদের থেকে উদ্যোক্তা/পরিচালকেরা কম নেবে

কোম্পানির নামলভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)বোনাসের পরিমাণ (সংখ্যায়)মুনাফার পরিমাণ (কোটি টাকায়)
স্কয়ার ফার্মা৬০% নগদ৫৩১.৮৭ ১৫৯৪.৭৩
ইউনাইটেড পাওয়ার১৭০% নগদ৯৮৫.৪৮ ১০৮৯.৮৩
বেক্সিমকো লিমিটেড৩৫% নগদ৩০৬.৭১ ৬৫৯.৮৭
বিএসআরএম লিমিটেড৫০% নগদ১৪৯.২৯ ৫৬৬.১২
সামিট পাওয়ার৩৫% নগদ৩৭৩.৭৬ ৫৬০.৬৪
বেক্সিমকো ফার্মা৩৫% নগদ১৫৬.১৪ ৫১২.৫৮
তিতাস গ্যাস২২% নগদ২১৭.৬৩ ৩৪৬.২৩
পাওয়ার গ্রীড২০% নগদ১৪২.৫৫ ৩৩৭.৮৩
বিএসআরএম স্টিল৪০% নগদ১৫০.৩৮ ৩০৪.৫২
বার্জার পেইন্টস৩৭৫% নগদ১৭৩.৯২ ২৬৯.১৫
এমজেএল বিডি৫৫% নগদ১৭৪.২১ ২৩৮.৫১
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ৫৪% নগদ১০৭.৯৭ ২০৩.৭৪
সাবমেরিন কেবল৩৭% নগদ৬১.০২ ১৯০.৮০
একমি ল্যাবরেটরিজ২৫% নগদ৫২.৯০ ১৫৭.০১
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড৪% নগদ৩১.০৪ ১৪৯.৬১
কনফিডেন্স সিমেন্ট২৫% নগদ১৯.৫৬ ১২৪.০৮
আইসিবি১১% নগদ৮৮.৬৪ ১১৫.২৩
ওরিয়ন ফার্মা১২% নগদ২৮.০৮ ৯৩.৮৩
এমআই সিমেন্ট২০% নগদ২৯.৭০ ৮৫.৯৮
ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড১৩% নগদ৩৭.৬৯ ৭৩.৫৬
ডেসকো১০% নগদ৩৯.৭৬ ৭৩.৯৫
বারাকা পাওয়ার১০% নগদ২৩.৫৫ ৬৯.৭০
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড৯% নগদ২৭.৩২ ৬৭.৯৮
স্কয়ার টেক্সটাইল২০% নগদ৩৯.৪৫ ৬৭.২৬
প্রিমিয়ার সিমেন্ট২০% নগদ২১.০৯ ৬৫.১৭
মালেক স্পিনিং১০% নগদ১৯.৩৬ ৬৫.০৫
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড৮% নগদ১৯.১৩ ৬২.৩৪
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড৮.৫% নগদ২৫.৪২ ৬২.৩২
মতিন স্পিনিং৪০% নগদ৩৯ ৬১.৫২
পিএইচপি ফার্স্ট ফান্ড৮.৫% নগদ২৩.৯৬ ৫৭.৬৪
ইফাদ অটোস১১% নগদ২৭.৮২ ৫৫.১৪
ম্যাকসন্স স্পিনিং১১% নগদ২৬.২১ ৪৯.৩১
ইবনে সিনা ফার্মা৪৭% নগদ১৪.৬৮ ৪৮.৯৩
মীর আখতার১২.৫০% নগদ১৫.১০ ৪৫.৯৪
ইবিএল এনআরবি ফান্ড৬% নগদ১৩.৪৬ ৪৩.১৬
আইএফআইসি ফার্স্ট ফান্ড৭.৫% নগদ১৩.৬৬ ৪২.৩৫
বসুন্ধরা পেপার১২% নগদ২০.৮৫ ৪১.১৯
লুব-রেফ বাংলাদেশ১০% নগদ১৪.৫২ ৩৯.৪৪
এনার্জিপ্যাক পাওয়ার১০% নগদ১৯.০২ ৩৮.৫৫
ইবিএল ফার্স্ট ফান্ড১৩% নগদ১৮.৮২ ৩৭.৭৮
ইস্টার্ন হাউজিং১৫% নগদ১৪ ৩৭.১৫
গ্রীণ ডেল্টা ফান্ড১২% নগদ১৮ ৩১.৯৬
রানার অটোমোবাইলস১০% নগদ১১.৩৫ ৩০.৬৬
এসকোয়্যার নিট১৫% নগদ২০.৪৩ ২৯.৬৮
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড৭.৫% নগদ১০.৭৪ ২৮.৭২
ভ্যানগার্ড রূপালি ব্যাংক ফান্ড১.৬% নগদ২.৫৪ ২৬.৬২
ডিবিএইচ ফার্স্ট ফান্ড১২% নগদ১৪.৪০ ২৫.৫২
এসইএমএল আইবিবিএল শরীয়াহ১০% নগদ১০ ২৩.৫০
ভ্যানগার্ড এএমএল বিডি ওয়ান১৫% নগদ১৫.৬৫ ২২.২২
গ্রামীন ওয়ান : স্কীম টু১৩% নগদ২৩.৭১ ২২.০২
আইটি কসালটেন্টস৫% নগদ৬.৪৩ ১৯.৮০
এমবিএল ফার্স্ট ফান্ড১১.৫% নগদ১১.৫০ ১৯.৫৪
এআইবিএল ফার্স্ট ইসলামিক১২.২৫% নগদ১২.২৫ ১৮.২৮
ন্যাশনাল পলিমার১০% নগদ৭.৩০ ১৮.২৪
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং১০% নগদ২১.৮৭ ১৭.২৮
হা-ওয়েল টেক্সটাইল২০% নগদ১১.২০ ১৬.৮৬
এডিএন টেলিকম১০% নগদ৬.৪৭ ১৬.৬২
সায়হাম কটন১০% নগদ১৪.৮৮ ১৬.০৭
বে লিজিং১০% নগদ১৪.০৯ ১৬.০৬
এনএলআই ফার্স্ট ফান্ড১৭.৫% নগদ৮.৮১ ১৫.৭৮
কেডিএস এক্সেসরিজ১৫% নগদ১০.৬৮ ১৫.৬৬
জিবিবি পাওয়ার১১.৫০% নগদ১১.৭১ ১৫.২৭
নাহি অ্যালুমিনিয়াম১০% নগদ৬.৮৪ ১৪.৭০
এমএল ডাইং১০% নগদ২৩.২৪ ১৪.৪১
এমএল ডাইং১০% নগদ২৩.২৪ ১৪.৪১
শাশা ডেনিমস১০% নগদ১৪.১০ ১৪.৩৯
এসইএমএল লেকচার ইক্যুইটি১৫% নগদ৭.৫০ ১৪.১৮
এসইএমএল গ্রোথ ফান্ড১৫% নগদ১০.৯৪ ১৩.৬৬
নিউ লাইন ক্লোথিংস১২.২৫% নগদ৯.৬২ ১২.৮০
সিএপিএম আইবিবিএল ফান্ড১৩.৫% নগদ৯.০৩ ১২.৬৩
এনসিসিবিএল ফান্ড ওয়ান৭.২৫% নগদ৭.৮৭ ১২.১৬
সিএপিএম বিডিবিএল ফান্ড১৩% নগদ৬.৫২ ১২.১০
এপেক্স ফুডস২০% নগদ১.১৪ ১১.৮০
এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড১৫% নগদ৯.২৭ ১১.৯৫
সায়হাম টেক্সটাইল১০% নগদ৯.০৬ ১০.০৫
লাভেলো আইসক্রীম১১% নগদ৯.৩৫ ৯.৫০
এনভয় টেক্সটাইল১০% নগদ১৬.৭৭ ৯.৩৯
এক্সপ্রেস ইন্স্যুরেন্স২% নগদ৪.৫৬ ৯.২৪
ওয়াটা কেমিক্যাল৩০% নগদ৪.৪৫ ৯.১০
জেএমআই সিরিঞ্জ৩০% নগদ৬.৬৩ ৮.৯১
এস আলম১০% নগদ৯.৮৪ ৮.৬৬
সী পার্ল১% নগদ১.২১ ৭.৩৭
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনি৭% নগদ৬.৮৭ ৬.৬৭
কপারটেক ইন্ডাস্ট্রিজ৫% নগদ৩.১৫ ৬.৪৩
রিল্যায়েন্স ওয়ান ফান্ড১০.৫% নগদ৬.৩৫ ৬.৪২
তমিজউদ্দিন টেক্সটাইল২০% নগদ৬.০১ ৬.১৬
অগ্নি সিস্টেমস৩.৫০% নগদ২.৫৪ ৫.৫৯
আইসিবি সোনালি ব্যাংক ফার্স্ট৭% নগদ ৫.২৯
আইসিবি ৩য় এনআরবি ফান্ড৭% নগদ ৫.২৩
ফার্মা এইড৫০% নগদ১.৫৬ ৫.০৩
পেনিনসুলা চিটাগাং১০% নগদ১১.৮৭ ৪.৮৭
বিডি ল্যাম্পস২০% নগদ১.৮৭ ৪.৭৮
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি৭.৫% নগদ৭.৫০ ৪.৭৪
শাইনপুকুর সিরামিকস২.৫% নগদ৩.৬৭ ৪.৭০
আরামিট৫০% নগদ ৪.৬১
এএমসিএল প্রাণ৩২% নগদ২.৫৬ ৪.৩০
শমরিতা হসপিটাল১০% নগদ১.৮৯ ৪.২১
রংপুর ফাউন্ড্রি২৩% নগদ২.৩০ ৩.৬৮
দেশ জেনারেল ইন্স্যুরেন্স১০% নগদ ৩.৬২
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ১০% নগদ ৩.৫৮
ড্যাফোডিল কম্পিউটার্স৬% নগদ২.৯৯ ৩.৪৯
আইএফআইএল ইসলামিক ফান্ড১৪% নগদ ৩.১৫
আইসিবি এমপ্লয়ীজ ফান্ড ১: স্কিম১৬% নগদ৪.৫০ ৩.০৭
ওরিয়ন ইনফিউশনস১০% নগদ২.০৪ ২.৭৯
এপেক্স স্পিনিং২০% নগদ১.৬৮ ২.৪৬
প্রাইম টেক্সটাইল২% নগদ০.৭৬ ২.৩৭
সালভো কেমিক্যাল২% নগদ১.৩০ ২.২১
রহিম টেক্সটাইল১৬% নগদ১.৫১ ২.১২
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৬% নগদ৩.৬০ ১.৯১
আইসিবি এমএমসিএল ২য় ফান্ড৮% নগদ ১.৮৪
পেপার প্রসেসিং১০% নগদ১.০৪ ১.৪০
মনোস্পুল পেপার১০% নগদ০.৯৪ ১.১৫
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৮% নগদ১.৬০ ০.৭৬
আলহাজ্ব টেক্সটাইল২% নগদ০.৪৫ ০.৫৮
এপেক্স ট্যানারি১০% নগদ১.৫২ ০.৫২
ন্যাশনাল টিউবস২% নগদ০.৭০ ০.২১
বঙ্গজ৪% নগদ০.৩০ ০.১৮
স্ট্যান্ডার্ড সিরামিকস১% নগদ০.০৬ ০.১৬
ইভিন্স টেক্সটাইল২% নগদ৩.৬৬ ০.০২
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ৪% নগদ৩.১৮ ৭.৩২
সোনালি আঁশ১০% নগদ০.২৭ ০.৩১
**গ্রামীনফোন১২৫% নগদ১৬৮৭.৮৮ ১৭৪০.৫৪
**বিএটিবিসি১২৫% নগদ৬৭৫ ১১৫৬.১৪
**ম্যারিকো বাংলাদেশ৪০০% নগদ১২৬ ১৯৭.৬০
**বাটা সু৭৫% নগদ১০.২৬ ১৪.৭৭
***ওয়ালটন হাই-টেক২৫০% নগদ (উ/প ১৭০%)৫১৭.৩২ ১৬৩৯.২০
***দেশ গার্মেন্টস৫% নগদ (উ/প ৩%)০.২৯ ০.৩০
ন্যাশনাল টি১০% নগদ০.৬৬ (২০.৯১)
বাংলাদেশ বিল্ডিং সিস্টেম২% নগদ৩.২৬ (৩.৫৮)
ফার কেমিক্যাল১% নগদ২.১৮ (৩.৪৯)
*জিকিউ বলপেন৫% নগদ০.২৬ (৬.৭৫)
*হামিদ ফেব্রিক্স৫% নগদ২.২১ (১৬.০২)
*ইউনিক হোটেল১০% নগদ১৫.৯৬ (৯.৭২)
*অলিম্পিক এক্সেসরিজ১% নগদ১.২৬ (৫.৫৯)
*হাক্কানি পাল্প১% নগদ০.১০ (২.৪৩)
*খুলনা পাওয়ার১২.৫০% নগদ১৪.৯১ ৩৪.৫৭
*আমান ফিড১৫% নগদ৭.২২ ৩৩.১৪
*আলিফ ম্যানুফ্যাকচারিং৩.৫% নগদ (২ বছরের)৬.৩৩ ২৩.৯১
*ইনডেক্স অ্যাগ্রো২৫% নগদ২.০৬ ২৩.২৬
*সামিট অ্যালায়েন্স পোর্ট১০% নগদ৮.৮৪ ১৮.৭১
*ভিএফএস থ্রেড১১% নগদ৮.০৪ ১৫.৮৩
*বিডি থাই২% নগদ১.৭৮ ১৫.৯৭
*গোল্ডেন হার্ভেষ্ট৫% নগদ৭.২৪ ১৫.৫৪
*আমান কটন১১% নগদ৩.০৮ ১২.৬০
*সিলভা ফার্মাসিউটিক্যালস৫% নগদ৪.৭৫ ১২.০১
*আলিফ ইন্ডাস্ট্রিজ১৫% নগদ (২ বছরের)৬.৬৪ ১০.৯৩
*ইজেনারেশন১০% নগদ৪.৬৬ ১০.৫৩
*এসকে ট্রিমস৫% নগদ২.৯১ ৯.৬৬
*সিলকো ফার্মা১০% নগদ৬.৩৫ ৮.৫১
*কাট্টলি টেক্সটাইল১০% নগদ৮.১০ ৬.০৫
*মোজাফ্ফর হোসাইন৩% নগদ১.৮৩ ৫.২৫
*গোল্ডেন সন২.৭৫% নগদ২.৮৮ ৫.১৫
*বেঙ্গল উইন্ডসোর২.৫% নগদ২.১৪ ৪.৫৭
*একটিভ ফাইন০.৫০% নগদ১.০৬ ৩.৮৪
*মুন্নু সিরামিক১০% নগদ১.৬০ ৩.৪০
*গ্লোবাল হেভী কেমিক্যাল৫% নগদ১.১১ ২.৪৫
*এএফসি অ্যাগ্রো০.৫০% নগদ০.৪০ ১.৭৩
*দেশবন্ধু পলিমার৫% নগদ২.০৪ ১.২৩
*সাফকো স্পিনিং৫% নগদ১.০৫ ০.৬৯
*লিগ্যাছি ফুটওয়্যার১% নগদ০.০৯ ০.৫১
*মুন্নু এগ্রো১০% নগদ০.১৬ ০.৪২
*জেমিনি সী ফুড৫% নগদ০.১৬ ০.৩৪
*বিডি অটোকারস৪% নগদ০.১২ ০.১৬
*রহিমা ফুড১% নগদ০.১১ ০.১৪
*সমতা লেদার০.৫০% নগদ০.০৩ ০.১০
*আনলিমা ইয়ার্ন২% নগদ০.১৯ ০.০৯
*ডরিন পাওয়ার১৩% নগদ ও ১২% বোনাস৬.২৭১৭৩২৬৪২৬১১৬.৮১
*এসএস স্টিল২% নগদ ও ৮% বোনাস৪.১৫২৪৩৪৩২০০৭০.২৯
*প্যারামাউন্ট টেক্সটাইল২০% নগদ ও ৫% বোনাস১২.১১৭৭৫৩৯৭৮৬৬.২২
*এসোসিয়েট অক্সিজেন৫% নগদ ও ৭% বোনাস৩.৫৬৭১৮২০০০২১.৫১
*কুইন সাউথ টেক্সটাইল১০% নগদ ও ১০% বোনাস৬.১২১৩০৮৭৬০২১৬.৩৬
*ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস৪% নগদ ও ৩% বোনাস২.৫৬৩৪১২১১৪১৩.৪২
*ডমিনেজ স্টিল৫% নগদ ও ৫% বোনাস৩.৫৮৫১৩০০০০১০.৬৯
*আফতাব অটোমোবাইলস৫% নগদ ও ৫% বোনাস৩.৩৫৪৭৮৬৬২১৮.১৪
*ইন্ট্রাকো রিফুয়েলিং২% নগদ ও ৮% বোনাস১.২৬৭২৭৬৫০০৭.৩৭
*নাভানা সিএনজি৫% নগদ ও ৫% বোনাস১.৯৭৩৪২৬৪৩০৫.৪০
*প্যাসিফিক ডেনিমস১% নগদ ও ১% বোনাস১.২৫১৮১৭৩২৮৪.০০
রেনাটা১৪৫% নগদ ও ১০% বোনাস১৪১.৩০৯৭৪৪৮১৭৫০৬.১৫
জিপিএইচ ইস্পাত২০% নগদ ও ১০% বোনাস৭৯.৪২৩৯৭১০৫৮৯১৬৫.৯৯
শাহজিবাজার পাওয়ার২৮% নগদ ও ৪% বোনাস৪৮.৩১৬৯০২০৫৭১১২.৬৮
সাউথ বাংলা ব্যাংক৪% নগদ ও ৪% বোনাস৩১.৩৯৩১৩৮৫৮২১৯৫.১৫
বিবিএস কেবলস১০% নগদ ও ৫% বোনাস১৯.২০৯৬০১৩৫০৯২.৯৪
সাইফ পাওয়ারটেক১০% নগদ ও ৬% বোনাস৩৫.৭৯২১৪৭১৯৯৯৬২.৬৩
পাইওনিয়ার ইন্স্যুরেন্স২০% নগদ ও ১০% বোনাস১৫.৪০৭৬৯৭৮৬৯৫৩.২৭
এসিআই৬৫% নগদ ও ১৫% বোনাস৪১.০২৯৪৬৬৫৩৮৩৪.৭১
জেনেক্স ইনফোসিস১০% নগদ ও ১০% বোনাস১০.৩২১০৩২২৪০০৩৩.২৪
ফরচুন সুজ১০% নগদ ও ৫% বোনাস১৫.৪৮৭৭৩৯৭৮৫২৪.৬১
কোহিনুর কেমিক্যাল৩৫% নগদ ও ১৫% বোনাস৭.৭৭৩৩৩০১১৩২৩.৪০
এসিআই ফরমূলেশনস৩০% নগদ ও ৫% বোনাস১৩.৫২২৫০০০০২১.৩৩
ফনিক্স ফাইন্যান্স৬% নগদ ও ৬% বোনাস৮.৮৮৮৮৮৬১১৮২০.১৪
মাইডাস ফাইন্যান্স২.৫% নগদ ও ২.৫% বোনাস৩.৪৭৩৪৭৪৮২৫১১.৫৩
অ্যাডভেন্ট ফার্মা২% নগদ ও ২% বোনাস১.৮৩১৮২৬১৩২১১.৩২
এপেক্স ফুটওয়্যার৩৫% নগদ ও ৫% বোনাস৩.৯৪৫৬২৫০০০১১.০৬
আরগন ডেনিমস১০% নগদ ও ৫% বোনাস১৩.২৩৬৬১৩৭৪৩৯.৩৯
সোনালি পেপার২০% নগদ ও ২০% বোনাস৩.৬৬৩৬৬০৫৭৭৮.৯৫
মেঘনা সিমেন্ট৫% নগদ ও ৫% বোনাস১.৩৬১৩৬৪৩৬৮৭.৪৫
এইচ.আর টেক্সটাইল৫% নগদ ও ৫% বোনাস১.২৭১২৬৫০০০৭.৩১
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স৫% বোনাস ও ৫% নগদ২.৭৭২৭৬৫২৫৭৬.৪০
আনোয়ার গ্যালভানাইজিং২০% নগদ ও ১০% বোনাস৩.০৫১৫২৪৬০০৫.৯৮
বিডিকম অনলাইন৫% নগদ ও ৫% বোনাস২.৭২২৭১৮৪০৫৫.৯৮
আরডি ফুড৩% নগদ ও ৩% বোনাস২.২১২২১২৮৩৪৪.৭২
তসরিফা ইন্ডাস্ট্রিজ২.৫% নগদ ও ২.৫% বোনাস১.৬৬১৬৫৮১৭৪৪.২৪
শেফার্ড ইন্ডাস্ট্রিজ২.৫% নগদ ও ২.৫% বোনাস৩.৭৬৩৭৫৭২৩১(১৫.৪৮)
ন্যাশনাল ব্যাংক৫% বোনাস ১৫৩৩২০৯৩২৩৬১.৮৪
ড্রাগণ সোয়েটার১০% বোনাস ২০০৭৫৫৫০২৪.৪৯
আমরা নেটওয়ার্ক১০% বোনাস ৫৬২২৩৬৮১২.০৩
কাশেম ইন্ডাস্ট্রিজ১০% বোনাস ৬৬১১৫০৪৯.১৯
আমরা টেকনোলজিস১০% বোনাস ৫৮১৩৭৮৬৮.৪৩
মেট্রো স্পিনিং৫% বোনাস ৩০৮৪৯১৪৬.১১
ন্যাশনাল ফিড১% বোনাস ৯২৪৩৭০১.৬৬
কে অ্যান্ড কিউ৫% বোনাস ২৪৫১২৭০.৪৫
সিভিও পেট্রো কেমিক্যাল১০% বোনাস ২৫২৪৫০০(৬.২৯)
একমি পেস্টিসাইডস০০  ২২.২১
আরামিট সিমেন্ট০০  ২.০৩
প্রাইম ফাইন্যান্স০০  ৩.৭৯
ওয়াইম্যাক্স ইলেকট্রোড০০  ০.৫৪
মুন্নু ফেব্রিক্স০০  ০.৬৯
ফু-ওয়াং ফুডস০০  ০.৫৫
জেনারেশন নেক্সট০০  ০.৪৯
মোট ২১৯ কোম্পানি ৮৫৮০.৫৬ কোটি টাকা৫০০৭৪০৮৫২টি১৬৬৮৬.২৮ কোটি টাকা

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: