ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ সেকেন্ড দেখা করতে চান মাহি

  • পোস্ট হয়েছে : ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • 4

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। গতকাল সোমবার সেখান থেকেই এক ভিডিও বার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে কথপোকথনের ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খোলেন তিনি। জানান, ওই সময় পরিস্থিতির শিকার হয়েছিলেন। সেটি ছিল দুই বছর আগের একটি ঘটনা।

আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন মাহি।

তিনি লিখেছেন, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া— আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা)-র সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

ওমরাহ শেষ করে চলতি সপ্তাহেই দেশে ফেরার কথা মাহির।

গতকাল ভিডিও বার্তায় মাহি নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘সেদিন সেই ভাষার কোনো প্রতিউত্তর দেওয়ার ভাষা আমার ছিল না। আমি সে জন্য প্রতিবাদ করিনি। আমি চুপ করে পাশ কাটিয়ে গেছি। এটা দুই বছর আগের একটা ঘটনা ছিল।’

বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর মেয়েকে নিয়ে আপত্তিকর তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তাঁর একটি কথপোকথনের অডিও ফাঁস। সেই অডিওতে একতরফা ভাবে ওই নায়িকাকে অশালীন ভাষায় বকাঝকা করতে শোনা যায়। নায়িকাকে ধর্ষণেরও হুমকি দেন মুরাদ।

এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে আজ মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুরাদ হাসান।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ সেকেন্ড দেখা করতে চান মাহি

পোস্ট হয়েছে : ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। গতকাল সোমবার সেখান থেকেই এক ভিডিও বার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে কথপোকথনের ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খোলেন তিনি। জানান, ওই সময় পরিস্থিতির শিকার হয়েছিলেন। সেটি ছিল দুই বছর আগের একটি ঘটনা।

আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন মাহি।

তিনি লিখেছেন, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া— আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা)-র সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

ওমরাহ শেষ করে চলতি সপ্তাহেই দেশে ফেরার কথা মাহির।

গতকাল ভিডিও বার্তায় মাহি নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘সেদিন সেই ভাষার কোনো প্রতিউত্তর দেওয়ার ভাষা আমার ছিল না। আমি সে জন্য প্রতিবাদ করিনি। আমি চুপ করে পাশ কাটিয়ে গেছি। এটা দুই বছর আগের একটা ঘটনা ছিল।’

বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর মেয়েকে নিয়ে আপত্তিকর তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তাঁর একটি কথপোকথনের অডিও ফাঁস। সেই অডিওতে একতরফা ভাবে ওই নায়িকাকে অশালীন ভাষায় বকাঝকা করতে শোনা যায়। নায়িকাকে ধর্ষণেরও হুমকি দেন মুরাদ।

এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে আজ মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুরাদ হাসান।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: