ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা

  • পোস্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • 2

বিজনেস আওয়ার প্রতিবেদক : যুক্তরাজ্যে ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি একথা জানান।

বরিস জনসন বলেন, ‘কারোরই কোনও সন্দেহ থাকা উচিত নয় যে, ওমিক্রনের জোরালো ঢেউ আসছে।’ দেশের সব প্রাপ্তবয়স্ককে এই মাসের মধ্যে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। বুস্টার ডোজ প্রয়োগে জোর দিতে চিকিৎসা সংক্রান্ত অন্য কয়েকটি কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বরিস জনসন বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এটা স্পষ্ট যে, দুই ডোজ টিকা সাধারণভাবে আমাদের জন্য প্রয়োজনীয় মাত্রার সুরক্ষা নিশ্চিতে যথেষ্ট নয়। তবে আশার খবর এই যে আমাদের বিজ্ঞানীরা তৃতীয় আরেকটি বা একটি বুস্টার ডোজের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় সুরক্ষা আনার ব্যাপারে আশাবাদী। কিন্তু বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে এটা বলতে পারেননি যে ওমিক্রন করোনার অন্য ধরনের চেয়ে কম ক্ষতিকর।’

বুস্টার ডোজ প্রয়োগের যে লক্ষ্যমাত্রা ব্রিটিশ সরকার নির্ধারণ করেছে তাতে যুক্তরাজ্যের ১৮ বছর বা তার বেশি বয়সী সবাই দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার তিন মাস পার হলে বুস্টার ডোজ নিতে পারবেন। সূত্র: বিবিসি।

বিজনস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুক্তরাজ্যে ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা

পোস্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : যুক্তরাজ্যে ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি একথা জানান।

বরিস জনসন বলেন, ‘কারোরই কোনও সন্দেহ থাকা উচিত নয় যে, ওমিক্রনের জোরালো ঢেউ আসছে।’ দেশের সব প্রাপ্তবয়স্ককে এই মাসের মধ্যে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। বুস্টার ডোজ প্রয়োগে জোর দিতে চিকিৎসা সংক্রান্ত অন্য কয়েকটি কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বরিস জনসন বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এটা স্পষ্ট যে, দুই ডোজ টিকা সাধারণভাবে আমাদের জন্য প্রয়োজনীয় মাত্রার সুরক্ষা নিশ্চিতে যথেষ্ট নয়। তবে আশার খবর এই যে আমাদের বিজ্ঞানীরা তৃতীয় আরেকটি বা একটি বুস্টার ডোজের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় সুরক্ষা আনার ব্যাপারে আশাবাদী। কিন্তু বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে এটা বলতে পারেননি যে ওমিক্রন করোনার অন্য ধরনের চেয়ে কম ক্ষতিকর।’

বুস্টার ডোজ প্রয়োগের যে লক্ষ্যমাত্রা ব্রিটিশ সরকার নির্ধারণ করেছে তাতে যুক্তরাজ্যের ১৮ বছর বা তার বেশি বয়সী সবাই দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার তিন মাস পার হলে বুস্টার ডোজ নিতে পারবেন। সূত্র: বিবিসি।

বিজনস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: