ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে ওমিক্রনে ১০ হাজার আক্রান্ত

  • পোস্ট হয়েছে : ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যে। ব্রিটিশ সরকার এ তথ্য জানিয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, যেভাবে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে তাতে আমি খুবই ‘উদ্বিগ্ন হয়ে পড়েছি।’

শুক্রবার লন্ডনে নতুন করে ২৬ হাজার রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জরুরি সেবা প্রদানকারী কর্মীদের অনুপস্থিতি স্বাস্থ্য খাতের ওপর প্রভাব ফেলছে। ‘আমি গত কয়েকদিন ধরে, এনএইচএস, কাউন্সিল, ফায়ার সার্ভিস এবং পুলিশের সঙ্গে একের পর এক বৈঠক করেছি। করোনার নতুন ধরনটি নিয়ে আমরা আসলেই খুব উদ্বিগ্ন।’

মেয়র বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সহযোগীদের সঙ্গে কথা বলে লন্ডনে বিশেষ পরিস্থিতি ঘোষণার করার চিন্তা করছি।’

করোনাভাইরাসের ডেল্টা ধরনটি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর থেকে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এখন পর্যন্ত এই ধরনটি ৮৯টি দেশে শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনার ওমিক্রন ধরনটি ডেল্টা ধরনের চেয়ে অনেক বেশি দ্রুত ছড়াতে শুরু করেছে। সূত্র: বিবিসি।

বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুক্তরাজ্যে ওমিক্রনে ১০ হাজার আক্রান্ত

পোস্ট হয়েছে : ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যে। ব্রিটিশ সরকার এ তথ্য জানিয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, যেভাবে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে তাতে আমি খুবই ‘উদ্বিগ্ন হয়ে পড়েছি।’

শুক্রবার লন্ডনে নতুন করে ২৬ হাজার রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জরুরি সেবা প্রদানকারী কর্মীদের অনুপস্থিতি স্বাস্থ্য খাতের ওপর প্রভাব ফেলছে। ‘আমি গত কয়েকদিন ধরে, এনএইচএস, কাউন্সিল, ফায়ার সার্ভিস এবং পুলিশের সঙ্গে একের পর এক বৈঠক করেছি। করোনার নতুন ধরনটি নিয়ে আমরা আসলেই খুব উদ্বিগ্ন।’

মেয়র বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সহযোগীদের সঙ্গে কথা বলে লন্ডনে বিশেষ পরিস্থিতি ঘোষণার করার চিন্তা করছি।’

করোনাভাইরাসের ডেল্টা ধরনটি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর থেকে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এখন পর্যন্ত এই ধরনটি ৮৯টি দেশে শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনার ওমিক্রন ধরনটি ডেল্টা ধরনের চেয়ে অনেক বেশি দ্রুত ছড়াতে শুরু করেছে। সূত্র: বিবিসি।

বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: