ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, দাবি ফখরুলের

  • পোস্ট হয়েছে : ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ বলে সমালোচনায় পড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন।

রাজধানীর নয়াপল্টনে রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিজয় র‌্যালি উদ্বোধনের পর দেয়া বক্তব্যে তিনি এমন দাবি করেন।

‘আমরা ভারাক্রান্ত মনে বিজয় শোভাযাত্রা করছি, যখন একাত্তরের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, দেশের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন’, বলেন ফখরুল।

‘একাত্তরে আমরা গণতন্ত্রের জন্য স্বাধীনতাযুদ্ধ করেছিলাম। এরা (আওয়ামী লীগ) আমাদের ভোটাধিকার ও বলার-লেখার এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে’, যোগ করেন তিনি।

সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র অর্জন করেছিলাম, তার লক্ষ্য ছিল একটি নিরাপদ রাষ্ট্র পাব; আমরা কথা বলার অধিকার পাব, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার পাব, কিন্তু আওয়ামী লীগ সরকার একটি বাকশালী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এ দেশের জনগণকে জিম্মি করে ক্ষমতায় চেপে বসে আছে।’

এর আগে গত ১১ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত আলোচনা সভায় তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করেন মির্জা ফখরুল।

ওই দিন তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন।

‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরেকজন মুক্তিযোদ্ধা। তিনি শিশু মুক্তিযোদ্ধা। তিনিও তখন মায়ের সঙ্গে কারাগারে ছিলেন।’

বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, দাবি ফখরুলের

পোস্ট হয়েছে : ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ বলে সমালোচনায় পড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন।

রাজধানীর নয়াপল্টনে রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিজয় র‌্যালি উদ্বোধনের পর দেয়া বক্তব্যে তিনি এমন দাবি করেন।

‘আমরা ভারাক্রান্ত মনে বিজয় শোভাযাত্রা করছি, যখন একাত্তরের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, দেশের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন’, বলেন ফখরুল।

‘একাত্তরে আমরা গণতন্ত্রের জন্য স্বাধীনতাযুদ্ধ করেছিলাম। এরা (আওয়ামী লীগ) আমাদের ভোটাধিকার ও বলার-লেখার এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে’, যোগ করেন তিনি।

সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র অর্জন করেছিলাম, তার লক্ষ্য ছিল একটি নিরাপদ রাষ্ট্র পাব; আমরা কথা বলার অধিকার পাব, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার পাব, কিন্তু আওয়ামী লীগ সরকার একটি বাকশালী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এ দেশের জনগণকে জিম্মি করে ক্ষমতায় চেপে বসে আছে।’

এর আগে গত ১১ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত আলোচনা সভায় তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করেন মির্জা ফখরুল।

ওই দিন তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন।

‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরেকজন মুক্তিযোদ্ধা। তিনি শিশু মুক্তিযোদ্ধা। তিনিও তখন মায়ের সঙ্গে কারাগারে ছিলেন।’

বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: