ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে আসছে ব্যাংকের ১১১ কোটি বোনাস শেয়ার

শেয়ারবাজারে আসছে তালিকাভুক্ত ১৯ ব্যাংকের ১১১ কোটি বোনাস শেয়ার। যেগুলোর বর্তমান বাজার দর রয়েছে ১ হাজার ৫৬৬ কোটি টাকা। কিন্তু শেয়ারবাজারে বর্তমানে এই বিশাল বোনাস শেয়ারের চাপ নেওয়ার মতো সক্ষমতা নেই বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

২০১৯ সালের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে ৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। এছাড়া ১৫টি ব্যাংকের পর্ষদ নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। অর্থাৎ ২০১৯ সালের ব্যবসায় ১৯টি ব্যাংকের বোনাস শেয়ার শেয়ারবাজারে যোগ হতে যাচ্ছে।

এবছর ফ্লোর প্রাইসের (দরের সর্বনিম্ন সীমা) কারনে অনেকাংশেই ব্যাংকের বোনাস শেয়ার সমন্বয় হবে না। অধিকাংশ ব্যাংকের শেয়ার দর ফ্লোর প্রাইসে থাকার কারনে এমনটি হতে যাচ্ছে। যে কারনে নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ারও ফ্রি হয়ে যাবে।  

তালিকাভুক্ত ১৯ ব্যাংকের পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় ১১১ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৪৯৩টি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। যা ব্যাংকগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে। এতে ব্যাংকগুলোর ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ৯৩০ টাকার পরিশোধিত মূলধন বাড়বে। যে শেয়ারগুলোর বর্তমান (১১ জুলাই) বাজার দর রয়েছে ১ হাজার ৫৬৫ কোটি ৮৪ লাখ টাকা।

এর আগের বছর ব্যাংকগুলো ২২০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৩৯৫টি বোনাস শেয়ার দিয়েছিল। ওই বছরের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছিল ১৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। আর ৮টি ব্যাংকের পর্ষদ নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছিল। অর্থাৎ ২০১৮ সালের ব্যবসায় ২৪টি ব্যাংকের বোনাস শেয়ার শেয়ারবাজারে যোগ হয়েছিল।

শেয়ারবাজার বিশ্লেষক আবু আহমেদ বিজনেস আওয়ারকে বলেন, ব্যাংকগুলোর ক্ষেত্রে বোনাস শেয়ার দেওয়ার বিষয়টি একটু অন্য রকম। অনেক ব্যাংককে ব্যাসেল-২ এর শর্ত পরিপালনে বোনাস শেয়ার দিতে হচ্ছে। তবে অনেক ব্যাংকের নগদ লভ্যাংশ দেওয়ার সক্ষমতাও নেই। একটা পর্যায়ে গিয়ে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরেও বোনাস শেয়ারের কারনে শেয়ারবাজার ক্ষতিগ্রস্থ হচ্ছে। চাহিদা না থাকা সত্ত্বেও প্রতিবছরই বোনাস শেয়ারের বড় চাপ বাজারে আসে।

নিম্নে ব্যাংকগুলোর ২০১৯ সালের ব্যবসায় পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস শেয়ারের তথ্য তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০১৯ সালের বোনাসবোনাস শেয়ারের সংখ্যাবাজার দর (কোটি টাকা)
আইএফআইসি ব্যাংক১০% বোনাস১৪৭২৬১২৬১১২৯.৫৯
ন্যাশনাল ব্যাংক৫% বোনাস১৪৬০১৯৯৩৫১১০.৯৮
উত্তরা ব্যাংক২৩% বোনাস৯৩৮৫৮৮৪৭২২২.৪৫
ব্র্যাক ব্যাংক৭.৫% বোনাস৯২৫০৩১৫০২৯৫.০৯
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক১০% বোনাস৮৬২৫০৯২৮৭৩.৩১
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক৫% বোনাস৫৭৯৭৭১৮৬৭৪.৭৯
স্ট্যান্ডার্ড ব্যাংক৫% বোনাস৪৭৯০৪৩২৩৩৭.৮৪
মার্কেন্টাইল ব্যাংক৫% বোনাস৪৬৮৫৭৯১৫৪৯.৬৭
শাহজালাল ইসলামি ব্যাংক৫% বোনাস৪৬৬৭১০৬৪৮৯.৬১
প্রিমিয়ার ব্যাংক৫% বোনাস৪৬২০৪৬৮৩৪৬.২০
সোশ্যাল ইসলামী ব্যাংক৫% বোনাস৪৪৬৬৭০৬৮৫৪.৪৯
ঢাকা ব্যাংক৫% বোনাস৪২৬৬০৫৯১৪৬.৯৩
ওয়ান ব্যাংক৫% বোনাস৪২১৫৯৩৫৩৪০.০৫
­এবি ব্যাংক৫% বোনাস৩৭৯০৬৫১৬২৭.৬৭
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক৫% বোনাস৩৫১৭২৯৭২৮৪.৭৭
ট্রাস্ট ব্যাংক৫% বোনাস৩০৬৩৩১৪২৭৫.৩৬
সাউথইস্ট ব্যাংক২.৫% বোনাস২৮৯৯৮৫৪৯৩২.৭৭
রূপালি ব্যাংক৫% বোনাস২০৭০৮৪৩২৫০.৫৩
এনসিসি ব্যাংক২% বোনাস১৮৫৪৭৫৭৮২৩.৭৪
মোট.১১১২৯৬৩৪৯৩১৫৬৫.৮৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বিজনেস আওয়ারকে বলেন, পরিচালকদের বোনাস শেয়ার নিয়ে খামখেয়ালিমূলক সিদ্ধান্তের কারনেই বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখন কঠোর অবস্থানে রয়েছে। যে কারনে এবছর বোনাস শেয়ার কমে এসেছে।

আরও পড়ুন……
২০১৯ সালে তালিকাভুক্ত ব্যাংকের মুনাফা ৬ হাজার ৯৬৬ কোটি টাকা
২০১৯ সালে ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

One thought on “শেয়ারবাজারে আসছে ব্যাংকের ১১১ কোটি বোনাস শেয়ার

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেয়ারবাজারে আসছে ব্যাংকের ১১১ কোটি বোনাস শেয়ার

পোস্ট হয়েছে : ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০

শেয়ারবাজারে আসছে তালিকাভুক্ত ১৯ ব্যাংকের ১১১ কোটি বোনাস শেয়ার। যেগুলোর বর্তমান বাজার দর রয়েছে ১ হাজার ৫৬৬ কোটি টাকা। কিন্তু শেয়ারবাজারে বর্তমানে এই বিশাল বোনাস শেয়ারের চাপ নেওয়ার মতো সক্ষমতা নেই বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

২০১৯ সালের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে ৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। এছাড়া ১৫টি ব্যাংকের পর্ষদ নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। অর্থাৎ ২০১৯ সালের ব্যবসায় ১৯টি ব্যাংকের বোনাস শেয়ার শেয়ারবাজারে যোগ হতে যাচ্ছে।

এবছর ফ্লোর প্রাইসের (দরের সর্বনিম্ন সীমা) কারনে অনেকাংশেই ব্যাংকের বোনাস শেয়ার সমন্বয় হবে না। অধিকাংশ ব্যাংকের শেয়ার দর ফ্লোর প্রাইসে থাকার কারনে এমনটি হতে যাচ্ছে। যে কারনে নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ারও ফ্রি হয়ে যাবে।  

তালিকাভুক্ত ১৯ ব্যাংকের পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় ১১১ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৪৯৩টি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। যা ব্যাংকগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে। এতে ব্যাংকগুলোর ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ৯৩০ টাকার পরিশোধিত মূলধন বাড়বে। যে শেয়ারগুলোর বর্তমান (১১ জুলাই) বাজার দর রয়েছে ১ হাজার ৫৬৫ কোটি ৮৪ লাখ টাকা।

এর আগের বছর ব্যাংকগুলো ২২০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৩৯৫টি বোনাস শেয়ার দিয়েছিল। ওই বছরের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছিল ১৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। আর ৮টি ব্যাংকের পর্ষদ নগদের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছিল। অর্থাৎ ২০১৮ সালের ব্যবসায় ২৪টি ব্যাংকের বোনাস শেয়ার শেয়ারবাজারে যোগ হয়েছিল।

শেয়ারবাজার বিশ্লেষক আবু আহমেদ বিজনেস আওয়ারকে বলেন, ব্যাংকগুলোর ক্ষেত্রে বোনাস শেয়ার দেওয়ার বিষয়টি একটু অন্য রকম। অনেক ব্যাংককে ব্যাসেল-২ এর শর্ত পরিপালনে বোনাস শেয়ার দিতে হচ্ছে। তবে অনেক ব্যাংকের নগদ লভ্যাংশ দেওয়ার সক্ষমতাও নেই। একটা পর্যায়ে গিয়ে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরেও বোনাস শেয়ারের কারনে শেয়ারবাজার ক্ষতিগ্রস্থ হচ্ছে। চাহিদা না থাকা সত্ত্বেও প্রতিবছরই বোনাস শেয়ারের বড় চাপ বাজারে আসে।

নিম্নে ব্যাংকগুলোর ২০১৯ সালের ব্যবসায় পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস শেয়ারের তথ্য তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০১৯ সালের বোনাসবোনাস শেয়ারের সংখ্যাবাজার দর (কোটি টাকা)
আইএফআইসি ব্যাংক১০% বোনাস১৪৭২৬১২৬১১২৯.৫৯
ন্যাশনাল ব্যাংক৫% বোনাস১৪৬০১৯৯৩৫১১০.৯৮
উত্তরা ব্যাংক২৩% বোনাস৯৩৮৫৮৮৪৭২২২.৪৫
ব্র্যাক ব্যাংক৭.৫% বোনাস৯২৫০৩১৫০২৯৫.০৯
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক১০% বোনাস৮৬২৫০৯২৮৭৩.৩১
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক৫% বোনাস৫৭৯৭৭১৮৬৭৪.৭৯
স্ট্যান্ডার্ড ব্যাংক৫% বোনাস৪৭৯০৪৩২৩৩৭.৮৪
মার্কেন্টাইল ব্যাংক৫% বোনাস৪৬৮৫৭৯১৫৪৯.৬৭
শাহজালাল ইসলামি ব্যাংক৫% বোনাস৪৬৬৭১০৬৪৮৯.৬১
প্রিমিয়ার ব্যাংক৫% বোনাস৪৬২০৪৬৮৩৪৬.২০
সোশ্যাল ইসলামী ব্যাংক৫% বোনাস৪৪৬৬৭০৬৮৫৪.৪৯
ঢাকা ব্যাংক৫% বোনাস৪২৬৬০৫৯১৪৬.৯৩
ওয়ান ব্যাংক৫% বোনাস৪২১৫৯৩৫৩৪০.০৫
­এবি ব্যাংক৫% বোনাস৩৭৯০৬৫১৬২৭.৬৭
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক৫% বোনাস৩৫১৭২৯৭২৮৪.৭৭
ট্রাস্ট ব্যাংক৫% বোনাস৩০৬৩৩১৪২৭৫.৩৬
সাউথইস্ট ব্যাংক২.৫% বোনাস২৮৯৯৮৫৪৯৩২.৭৭
রূপালি ব্যাংক৫% বোনাস২০৭০৮৪৩২৫০.৫৩
এনসিসি ব্যাংক২% বোনাস১৮৫৪৭৫৭৮২৩.৭৪
মোট.১১১২৯৬৩৪৯৩১৫৬৫.৮৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বিজনেস আওয়ারকে বলেন, পরিচালকদের বোনাস শেয়ার নিয়ে খামখেয়ালিমূলক সিদ্ধান্তের কারনেই বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখন কঠোর অবস্থানে রয়েছে। যে কারনে এবছর বোনাস শেয়ার কমে এসেছে।

আরও পড়ুন……
২০১৯ সালে তালিকাভুক্ত ব্যাংকের মুনাফা ৬ হাজার ৯৬৬ কোটি টাকা
২০১৯ সালে ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: