ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরবর্তী ফেরার ম্যাচ জয় দিয়ে রাঙালো ক্যারিবীয়রা

  • পোস্ট হয়েছে : ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • 6

স্পোর্টস ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস ক্রিকেট স্থগিত থাকার পর আবার মাঠে ফিরেছে। আর করোনা পরবর্তী ফেরার ম্যাচ জয় দিয়ে রাঙালো ক্যারিবীয়রা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে জেসন হোল্ডারের দল।

সাউদাম্পটনের রোস বোলে টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ২০০ রানের টার্গেট ৪ উইকেট হাতে রেখে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩১৩ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৪ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩১৮ রানে অলআউট হয়।

টেস্টের পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৩১৩ রানে অলআউট হয় ইংলিশরা। ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল ৫ উইকেটে নেন। ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাড়ায় ২০০ রানের।

২০০ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সফরকারী দল। ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর চতুর্থ উইকেট জুটিতে জার্মেইন ব্ল্যাকউড ও রোস্টন চেজ ৭৩ রানের জুটি গড়ে শুরু চাপ ভালো ভাবে সামাল দেন। চেজ ৩৭ রান করে আউট হন।

ব্ল্যাকউড বেশ আস্থার সাথেই ব্যাট করে দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যান। সেঞ্চুরি থেকে পাঁচ রান আর দলের জয় থেকে ১১ রান দূরে থাকতে আউট হন ব্ল্যাকউড। এরপর অধিনায়ক হোল্ডার ও আঘাত পেয়ে মাঠে ফেরা ওপেনার জন ক্যাম্পবেল দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ম্যাচ সেরা হয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০৪ ও ৩১৩।
ওয়েস্ট ইন্ডিজ: ৩১৮ ও ২০০/৬।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনা পরবর্তী ফেরার ম্যাচ জয় দিয়ে রাঙালো ক্যারিবীয়রা

পোস্ট হয়েছে : ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস ক্রিকেট স্থগিত থাকার পর আবার মাঠে ফিরেছে। আর করোনা পরবর্তী ফেরার ম্যাচ জয় দিয়ে রাঙালো ক্যারিবীয়রা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে জেসন হোল্ডারের দল।

সাউদাম্পটনের রোস বোলে টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ২০০ রানের টার্গেট ৪ উইকেট হাতে রেখে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩১৩ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৪ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩১৮ রানে অলআউট হয়।

টেস্টের পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৩১৩ রানে অলআউট হয় ইংলিশরা। ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল ৫ উইকেটে নেন। ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাড়ায় ২০০ রানের।

২০০ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সফরকারী দল। ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর চতুর্থ উইকেট জুটিতে জার্মেইন ব্ল্যাকউড ও রোস্টন চেজ ৭৩ রানের জুটি গড়ে শুরু চাপ ভালো ভাবে সামাল দেন। চেজ ৩৭ রান করে আউট হন।

ব্ল্যাকউড বেশ আস্থার সাথেই ব্যাট করে দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যান। সেঞ্চুরি থেকে পাঁচ রান আর দলের জয় থেকে ১১ রান দূরে থাকতে আউট হন ব্ল্যাকউড। এরপর অধিনায়ক হোল্ডার ও আঘাত পেয়ে মাঠে ফেরা ওপেনার জন ক্যাম্পবেল দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ম্যাচ সেরা হয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০৪ ও ৩১৩।
ওয়েস্ট ইন্ডিজ: ৩১৮ ও ২০০/৬।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: