ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দশ জনের সেভিয়ার সাথে ড্র করল বার্সা

  • পোস্ট হয়েছে : ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক : স্প্যানিশ লা লিগায় রামোন সানচেজ পিজ্জুয়ান স্টেডিয়ামে ৬৪ মিনিটে দশজনের দলে পরিণত হওয়া সেভিয়াকেও হারাতে পারেনি বার্সা। শেষ পর্যন্ত ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে।

ম্যাচের ৩২ মিনিটে বার্সেলোনা পিছিয়েও পড়েছিল। এ সময় কর্নার পায় সেভিয়া। তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপো গোমেজ পেনাল্টি বক্সের জটলা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কর্নার থেকে তাকে উদ্দেশ্য করে ব্যানানা শট নেন ইভান রাকিটিচ। গোমেজের নেওয়া ডান পায়ের নিচু শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড়সহ গোলরক্ষক রীতিমতো বোকা বনে যান।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি কাতালানের ক্লাবটি। বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় তারা। তাদের গোলটিও আসে কর্নার থেকে। এ সময় (৪৫ মি.) কর্নার পায় বার্সা। কর্নার থেকে ওসমানে দেম্বেলের নেওয়া উঁচু শটে বেশ খানিকটা লাফিয়ে উঠে হেড নেন রোনাল্ড আরাউজো। বল জালে আশ্রয় নেয়। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৬৫ মিনিটে দশজনের দলে পরিণত হয় সেভিয়া। এ সময় বাজে ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন তাদের জুলেস কৌন্ডে। বাকি সময় দশজন নিয়ে খেলেও কোনো গোল হজম করেনি তারা। অর্থাৎ বার্সেলোনা প্রাণপণ চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি। তাতে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দশ জনের সেভিয়ার সাথে ড্র করল বার্সা

পোস্ট হয়েছে : ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : স্প্যানিশ লা লিগায় রামোন সানচেজ পিজ্জুয়ান স্টেডিয়ামে ৬৪ মিনিটে দশজনের দলে পরিণত হওয়া সেভিয়াকেও হারাতে পারেনি বার্সা। শেষ পর্যন্ত ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে।

ম্যাচের ৩২ মিনিটে বার্সেলোনা পিছিয়েও পড়েছিল। এ সময় কর্নার পায় সেভিয়া। তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপো গোমেজ পেনাল্টি বক্সের জটলা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কর্নার থেকে তাকে উদ্দেশ্য করে ব্যানানা শট নেন ইভান রাকিটিচ। গোমেজের নেওয়া ডান পায়ের নিচু শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড়সহ গোলরক্ষক রীতিমতো বোকা বনে যান।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি কাতালানের ক্লাবটি। বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় তারা। তাদের গোলটিও আসে কর্নার থেকে। এ সময় (৪৫ মি.) কর্নার পায় বার্সা। কর্নার থেকে ওসমানে দেম্বেলের নেওয়া উঁচু শটে বেশ খানিকটা লাফিয়ে উঠে হেড নেন রোনাল্ড আরাউজো। বল জালে আশ্রয় নেয়। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৬৫ মিনিটে দশজনের দলে পরিণত হয় সেভিয়া। এ সময় বাজে ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন তাদের জুলেস কৌন্ডে। বাকি সময় দশজন নিয়ে খেলেও কোনো গোল হজম করেনি তারা। অর্থাৎ বার্সেলোনা প্রাণপণ চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি। তাতে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: