ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ওমিক্রনে অ্যাস্ট্রাজেনেকার বুস্টার কার্যকর

  • পোস্ট হয়েছে : ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • 3

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন ঠেকাতে অ্যাস্ট্রাজেনেকার (করোনা) ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার কার্যকর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরিচালিত একটি স্বাধীন গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে ওষুধ কোম্পানিটি এ দাবি করেছে।

বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাজ্যে অন্তত দুটি গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে, নতুন ধরন ওমিক্রন করোনার সবচেয়ে প্রাণঘাতি ধরন ডেল্টার চেয়ে হয়তো কম ভয়ঙ্কর।

তবে ওমিক্রন ডেল্টার চেয়ে যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম, সে বিষয়ে মত দিয়েছেন গবেষকরা।

গত মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় ওমিক্রন। ওই মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ওমিক্রন শনাক্তের ঘোষণা দেয় দেশটি। ইতোমধ্যে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে নতুন এ ধরন।

তবে স্বস্তির বিষয় হচ্ছে, এখন পর্যন্ত করোনার ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন আক্রান্তদের ক্ষেত্রে লক্ষণ দেখা যাচ্ছে মৃদু। এক্ষেত্রে হাসপাতালে ভর্তির হারও কম দেখা যাচ্ছে।

কিন্তু এরপরও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অন্তত দুজনের প্রাণ কেড়ে নিয়েছে ওমিক্রন। যুক্তরাষ্ট্রে ১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ফাইজারের কোভিড-১৯ ভাইরাসবিরোধী পিল প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছেন দেশটির ওষুধ প্রশাসন।

বিজনেস আওয়ার/২৩ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ওমিক্রনে অ্যাস্ট্রাজেনেকার বুস্টার কার্যকর

পোস্ট হয়েছে : ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন ঠেকাতে অ্যাস্ট্রাজেনেকার (করোনা) ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার কার্যকর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরিচালিত একটি স্বাধীন গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে ওষুধ কোম্পানিটি এ দাবি করেছে।

বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাজ্যে অন্তত দুটি গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে, নতুন ধরন ওমিক্রন করোনার সবচেয়ে প্রাণঘাতি ধরন ডেল্টার চেয়ে হয়তো কম ভয়ঙ্কর।

তবে ওমিক্রন ডেল্টার চেয়ে যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম, সে বিষয়ে মত দিয়েছেন গবেষকরা।

গত মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় ওমিক্রন। ওই মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ওমিক্রন শনাক্তের ঘোষণা দেয় দেশটি। ইতোমধ্যে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে নতুন এ ধরন।

তবে স্বস্তির বিষয় হচ্ছে, এখন পর্যন্ত করোনার ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন আক্রান্তদের ক্ষেত্রে লক্ষণ দেখা যাচ্ছে মৃদু। এক্ষেত্রে হাসপাতালে ভর্তির হারও কম দেখা যাচ্ছে।

কিন্তু এরপরও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অন্তত দুজনের প্রাণ কেড়ে নিয়েছে ওমিক্রন। যুক্তরাষ্ট্রে ১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ফাইজারের কোভিড-১৯ ভাইরাসবিরোধী পিল প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছেন দেশটির ওষুধ প্রশাসন।

বিজনেস আওয়ার/২৩ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: