ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার আরও ৩

  • পোস্ট হয়েছে : ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারে এক নারীকে ধর্ষণের মামলায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে অভিযুক্ত হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে ধর্ষণ মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুর কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। ওই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. জিল্লুর রহমান।

যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- রেজাউল করিম, মামুনুর রশিদ ও মেহিদী হাসান।

সংবাদ সম্মেলনে এসপি বলেন, জবানবন্দিতে ওই নারী যাদের নাম বলেছেন, তাদের মধ্যে ৩ জনকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত আশিকুল ইসলাম আশিকসহ বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে ধর্ষণের অভিযোগ তোলা ওই নারী কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে ওই নারী জানান, তার ৮ মাস বয়সী শিশুর হার্টে ছিদ্র রয়েছে। তার চিকিৎসায় ১০ লাখ টাকা প্রয়োজন। টাকা জোগাড় করতে তিনি কক্সবাজার এসেছেন। গত ৩ মাস ধরে শহরের অন্তত ৭টি হোটেলে অবস্থান করেছেন।

তিনি আরও জানান, তাকে বুধবার রাত ৮টার দিকে সৈকত পোস্ট অফিসের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে যাওয়া হয়। সেখানে আশিকের দুই বন্ধু তাকে ধর্ষণ করে। এরপর আশিক তাকে আবার মোটরসাইকেলে তুলে নিয়ে যায় কলাতলী এলাকার জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। তাকে নিয়ে ওই হোটেলের একটি কক্ষে উঠেন আশিক। তবে সেখানে তাকে ধর্ষণ করার সুযোগ পাননি আশিক। তার আগেই একটি ফোন কলে পুলিশের উপস্থিতির কথা জানতে পেরে আশিক কক্ষ থেকে চলে যান। তিনি হোটেল কক্ষ থেকে বের হয়ে পর্যটন মোটেলের সামনের সড়কে আসেন। সেখানে স্বামীকে দেখতে পান র‍্যাবের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলতে। র‍্যাব তাকে নিয়ে হোটেল জিয়া গেস্ট ইন এ আসে।

বিজনেস আওয়ার/২৬ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার আরও ৩

পোস্ট হয়েছে : ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারে এক নারীকে ধর্ষণের মামলায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে অভিযুক্ত হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে ধর্ষণ মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুর কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। ওই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. জিল্লুর রহমান।

যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- রেজাউল করিম, মামুনুর রশিদ ও মেহিদী হাসান।

সংবাদ সম্মেলনে এসপি বলেন, জবানবন্দিতে ওই নারী যাদের নাম বলেছেন, তাদের মধ্যে ৩ জনকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত আশিকুল ইসলাম আশিকসহ বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে ধর্ষণের অভিযোগ তোলা ওই নারী কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে ওই নারী জানান, তার ৮ মাস বয়সী শিশুর হার্টে ছিদ্র রয়েছে। তার চিকিৎসায় ১০ লাখ টাকা প্রয়োজন। টাকা জোগাড় করতে তিনি কক্সবাজার এসেছেন। গত ৩ মাস ধরে শহরের অন্তত ৭টি হোটেলে অবস্থান করেছেন।

তিনি আরও জানান, তাকে বুধবার রাত ৮টার দিকে সৈকত পোস্ট অফিসের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে যাওয়া হয়। সেখানে আশিকের দুই বন্ধু তাকে ধর্ষণ করে। এরপর আশিক তাকে আবার মোটরসাইকেলে তুলে নিয়ে যায় কলাতলী এলাকার জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। তাকে নিয়ে ওই হোটেলের একটি কক্ষে উঠেন আশিক। তবে সেখানে তাকে ধর্ষণ করার সুযোগ পাননি আশিক। তার আগেই একটি ফোন কলে পুলিশের উপস্থিতির কথা জানতে পেরে আশিক কক্ষ থেকে চলে যান। তিনি হোটেল কক্ষ থেকে বের হয়ে পর্যটন মোটেলের সামনের সড়কে আসেন। সেখানে স্বামীকে দেখতে পান র‍্যাবের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলতে। র‍্যাব তাকে নিয়ে হোটেল জিয়া গেস্ট ইন এ আসে।

বিজনেস আওয়ার/২৬ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: