ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে স্টাইলে ল্যাথামের সেঞ্চুরি

  • পোস্ট হয়েছে : ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ওপেনিংয়ে খেলতে নেমে প্রথম সেশন থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন তিনি। ১৩৩ বলে করা তার সেঞ্চুরিটি ১৫টি বাউন্ডারিতে সাজানো।

প্রথম টেস্টের বিধ্বংসী বোলার ইবাদতের করা নবম ওভারে দুটো রিভিউ নিয়ে বেঁচে যান ল্যাথাম। দুটো রিভিউ নিউজিল্যান্ডের পক্ষে যাওয়ার পর বাংলাদেশ শিবিরে হতাশা ভর করে।

আম্পায়ারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যান নিউজিল্যান্ড অধিনায়ক। দুই বল পর আবারও ব্যাট-বল মেলাতে ব্যর্থ ল্যাথামকে আবারও এলবিডব্লিউ দেন আম্পায়ার ওয়েইন নাইটস। আবারও রিভিউ ল্যাথামের পক্ষেই যায়।

ক্রাইস্টচার্চে বাংলাদেশের আগের রেকর্ড ভালো নয়। এই মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত একটি টেস্ট খেলে একটিতেই হেরেছে। ২০১৯ সালে সেখানে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের, সেই সময়ে মসজিদে হামলার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়।

বিজনেস আওয়ার/০৯ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ওয়ানডে স্টাইলে ল্যাথামের সেঞ্চুরি

পোস্ট হয়েছে : ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ওপেনিংয়ে খেলতে নেমে প্রথম সেশন থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন তিনি। ১৩৩ বলে করা তার সেঞ্চুরিটি ১৫টি বাউন্ডারিতে সাজানো।

প্রথম টেস্টের বিধ্বংসী বোলার ইবাদতের করা নবম ওভারে দুটো রিভিউ নিয়ে বেঁচে যান ল্যাথাম। দুটো রিভিউ নিউজিল্যান্ডের পক্ষে যাওয়ার পর বাংলাদেশ শিবিরে হতাশা ভর করে।

আম্পায়ারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যান নিউজিল্যান্ড অধিনায়ক। দুই বল পর আবারও ব্যাট-বল মেলাতে ব্যর্থ ল্যাথামকে আবারও এলবিডব্লিউ দেন আম্পায়ার ওয়েইন নাইটস। আবারও রিভিউ ল্যাথামের পক্ষেই যায়।

ক্রাইস্টচার্চে বাংলাদেশের আগের রেকর্ড ভালো নয়। এই মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত একটি টেস্ট খেলে একটিতেই হেরেছে। ২০১৯ সালে সেখানে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের, সেই সময়ে মসজিদে হামলার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়।

বিজনেস আওয়ার/০৯ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: