1. [email protected] : Habib : Habib
 2. [email protected] : Asim : Asim
 3. [email protected] : anis : anis
 4. [email protected] : Admin : Admin
 5. [email protected] : Nayan Babu : Nayan Babu
 6. [email protected] : Polash : Polash
 7. [email protected] : Rajowan : Rajowan
 8. [email protected] : Riyad : Riyad
 9. [email protected] : woishi : woishi
নতুন প্রেমে ভরসা পাচ্ছেন না প্রভা
সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ০১:২৭ অপরাহ্ন

নতুন প্রেমে ভরসা পাচ্ছেন না প্রভা

 • পোস্ট হয়েছে : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক: নতুন বছরের শুরুতেই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে গায়ক ইমরানের প্রেমের গুঞ্জন চাউর হয়। ইনস্টাগ্রামে একজনের ছবিতে অন্যজনের রসালো মন্তব্য পুনঃমন্তব্যে ভক্ত-অনুরাগী ও নেটাগরিকদের সন্দেহেরে মাত্রা আরও বহুগুণ বাড়িয়ে তোলে। এ বিষয়ে সত্যতা যাচাইয়ে প্রভার সঙ্গে যোগাযোগ করা হলেও মিডিয়ার সঙ্গে কথা বলেননি তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে ছবিসহ এমনই এক পোস্টের মাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী।

৯ জানুয়ারি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রভা লেখেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’

তিনি বিশ্বাস করেন কাউকে ধরে রাখা যায় না। একপ্রকার বিশ্বাস ভঙ্গের দীর্ঘশ্বাস নিয়েই তিনি লেখেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়।’ প্রভা আরও লেখেন, ‘আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।’

লেখাটির শেষাংশে প্রভা জানান, গত বছরটি গেম চেঞ্জার ছিল। কিন্তু জীবনের কী কী বদলে গেল, কীভাবে হলো সেসব বিষয় আড়ালে রেখেছেন এই অভিনেত্রী।

বিজনেস আওয়ার/১০ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ
lanka-bangla-ibroker-businesshour24

লজ্জার হার চ্যাম্পিয়নদের

 • ১৭ জানুয়ারী ২০২২
 • আইভীর হ্যাটট্রিক

 • ১৬ জানুয়ারী ২০২২