ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বড় জয়ে প্রস্তুতি সারলেন বাংলাদেশ যুবারা

  • পোস্ট হয়েছে : ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • 0

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ যুবা দল। বর্তমান চ্যাম্পিয়নরা বৃষ্টি আইনে ১৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ের যুবাদের।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আইচ মোল্লা। ওপেনার আরিফুল ইসলাম ৫২ বলে ৪০ ও ২৬ বলে ৩৯ রান করেন রিপন মন্ডল।

বৃষ্টির কারণে জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের চতুর্থ ওভারে পানাশে তারুভিঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় হতে দেননি মুশফিক হাসান। ২৭ বলে ১০ রান করা মিচেলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মুশফিক।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন জিম্বাবুয়ের যুবারা। দলীয় ৬৯ রানে মধ্যে ৪টি উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি তাঁরা। শেষ ২৭ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়ে ১১০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে পরে জিম্বাবুয়ের লক্ষ্য ২৫৬ রানে নেমে আসায় ১৫৫ রানের বড় জয় পায় রাকিবুল হাসানের দল।

১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বিজনেস আওয়ার/১২ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বড় জয়ে প্রস্তুতি সারলেন বাংলাদেশ যুবারা

পোস্ট হয়েছে : ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ যুবা দল। বর্তমান চ্যাম্পিয়নরা বৃষ্টি আইনে ১৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ের যুবাদের।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আইচ মোল্লা। ওপেনার আরিফুল ইসলাম ৫২ বলে ৪০ ও ২৬ বলে ৩৯ রান করেন রিপন মন্ডল।

বৃষ্টির কারণে জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের চতুর্থ ওভারে পানাশে তারুভিঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় হতে দেননি মুশফিক হাসান। ২৭ বলে ১০ রান করা মিচেলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মুশফিক।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন জিম্বাবুয়ের যুবারা। দলীয় ৬৯ রানে মধ্যে ৪টি উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি তাঁরা। শেষ ২৭ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়ে ১১০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে পরে জিম্বাবুয়ের লক্ষ্য ২৫৬ রানে নেমে আসায় ১৫৫ রানের বড় জয় পায় রাকিবুল হাসানের দল।

১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বিজনেস আওয়ার/১২ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: