ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

না.গঞ্জে ভোটের দিন চলাচলে লাগবে জাতীয় পরিচয়পত্র

  • পোস্ট হয়েছে : ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • 8

বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ভোটের দিন রোববার জাতীয় পরিচয়পত্র ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কাউকে চলাফেরা করতে দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

শহরের পুলিশ লাইনসে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনি ব্রিফিংয়ে এ কথা বলেন পুলিশ সুপার মো. জায়েদুল আলম।

তিনি বলেন, ‘১৮ বছরের ঊর্ধ্বের কাউকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় জাতীয় পরিচয়পত্র ছাড়া চলাচল করতে দেয়া হবে না। তাই নারায়ণগঞ্জবাসীকে আগামীকাল (রোববার) এনআইডি নিয়ে চলাফেরার আহ্বান জানানো হয়েছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট উপলক্ষে শুক্রবার শেষ হয়েছে ১৭ দিনের বিরামহীন প্রচারণা। এবার ভোটের অপেক্ষা। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ। ভোট হবে ইভিএম পদ্ধতিতে। পাঁচ বছরের জন্য নতুন নগরপিতা পাবে নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাত জন প্রার্থী। আর ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ১৪৮ জন। আর ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৩২।

নির্বাচনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯২টি। আর ভোটার রয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন, যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, আর নারী ভোটার আছেন ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।

১৯২টি কেন্দ্রের সব কটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি ভোট অনুষ্ঠিত হবে। শনিবার সকালে শুরু হবে নারায়গঞ্জের জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তিতে আছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

বিজনেস আওয়ার/১৫ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

না.গঞ্জে ভোটের দিন চলাচলে লাগবে জাতীয় পরিচয়পত্র

পোস্ট হয়েছে : ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ভোটের দিন রোববার জাতীয় পরিচয়পত্র ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কাউকে চলাফেরা করতে দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

শহরের পুলিশ লাইনসে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনি ব্রিফিংয়ে এ কথা বলেন পুলিশ সুপার মো. জায়েদুল আলম।

তিনি বলেন, ‘১৮ বছরের ঊর্ধ্বের কাউকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় জাতীয় পরিচয়পত্র ছাড়া চলাচল করতে দেয়া হবে না। তাই নারায়ণগঞ্জবাসীকে আগামীকাল (রোববার) এনআইডি নিয়ে চলাফেরার আহ্বান জানানো হয়েছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট উপলক্ষে শুক্রবার শেষ হয়েছে ১৭ দিনের বিরামহীন প্রচারণা। এবার ভোটের অপেক্ষা। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ। ভোট হবে ইভিএম পদ্ধতিতে। পাঁচ বছরের জন্য নতুন নগরপিতা পাবে নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাত জন প্রার্থী। আর ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ১৪৮ জন। আর ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৩২।

নির্বাচনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯২টি। আর ভোটার রয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন, যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, আর নারী ভোটার আছেন ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।

১৯২টি কেন্দ্রের সব কটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি ভোট অনুষ্ঠিত হবে। শনিবার সকালে শুরু হবে নারায়গঞ্জের জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তিতে আছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

বিজনেস আওয়ার/১৫ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: