ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বড় ব্যবধানে কেনিয়াকে হারাল মেয়েরা

  • পোস্ট হয়েছে : ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : কমনওয়েথ গেমস ২০২২ এর বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮০ রানের ব্যবধানে অলআউট করে বড় জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

নাহিদা আক্তারের বোলিংয়ে ১২.৪ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট কেনিয়া। তার আগে ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে ৬ উইকেটে ১২৫ রান করেন নিগার সুলতানারা।

বুধবার (১৯ জানুয়ারি) কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ ওভারে মারসিলিন ওচিয়েংয়ের জোড়া আঘাত আর কুইন্টর আবেল নবম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে রাখেন।

প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল ওপেনার মুর্শিদা খাতুন (২৬) দুই অঙ্কের ঘরে রান করেন। এই বিপর্যয় বাংলাদেশ কাটিয়ে ওঠে সালমা খাতুন ও রিতু মনির দারুণ জুটিতে। তারা ১১ ওভার একসঙ্গে জুটি গড়ে অপরাজিত ছিলেন, যোগ করেন ৭৫ রান। সালমা ৩২ বলে ৩৩ ও রিতু মনি ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

আবেল সর্বোচ্চ ৩ উইকেট নেন, ওচিয়েং পান দুটি উইকেট।

১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নাকানিচুবানি খায় কেনিয়ার ব্যাটসম্যানরা। প্রথম তিন ওভারে ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে কেনিয়ার মেয়েরা। তারপর নাহিদার স্পিন জাদু। সপ্তম ওভারে অধিনায়ক মার্গারেট এনগোচেকে এলবিডাব্লিউ করেন। নবম ওভারে জোড়া আঘাতে এস্থার ওয়াচিরা ও ওচিয়েংকে ফেরান নাহিদা। পরের দুই ওভারে শেষটিসহ আরো দুটি উইকেট নেন। ১৩তম ওভারে ল্যাভেন্ডাহ ইদাম্বোকে ফিরতি ক্যাচ ধরে টি-টোয়েন্টিতে প্রথমবার পাঁচ উইকেটের মালিক হন তিনি। মাত্র ৪৫ রানেই সব উইকেট হারায় কেনিয়া। এতে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদা। কেনিয়ার ইনিংস সেরা ব্যাটসম্যান শ্যারন জুমা (২৪) কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন।

বিজনেস আওয়ার/১৯ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বড় ব্যবধানে কেনিয়াকে হারাল মেয়েরা

পোস্ট হয়েছে : ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : কমনওয়েথ গেমস ২০২২ এর বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮০ রানের ব্যবধানে অলআউট করে বড় জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

নাহিদা আক্তারের বোলিংয়ে ১২.৪ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট কেনিয়া। তার আগে ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে ৬ উইকেটে ১২৫ রান করেন নিগার সুলতানারা।

বুধবার (১৯ জানুয়ারি) কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ ওভারে মারসিলিন ওচিয়েংয়ের জোড়া আঘাত আর কুইন্টর আবেল নবম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে রাখেন।

প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল ওপেনার মুর্শিদা খাতুন (২৬) দুই অঙ্কের ঘরে রান করেন। এই বিপর্যয় বাংলাদেশ কাটিয়ে ওঠে সালমা খাতুন ও রিতু মনির দারুণ জুটিতে। তারা ১১ ওভার একসঙ্গে জুটি গড়ে অপরাজিত ছিলেন, যোগ করেন ৭৫ রান। সালমা ৩২ বলে ৩৩ ও রিতু মনি ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

আবেল সর্বোচ্চ ৩ উইকেট নেন, ওচিয়েং পান দুটি উইকেট।

১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নাকানিচুবানি খায় কেনিয়ার ব্যাটসম্যানরা। প্রথম তিন ওভারে ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে কেনিয়ার মেয়েরা। তারপর নাহিদার স্পিন জাদু। সপ্তম ওভারে অধিনায়ক মার্গারেট এনগোচেকে এলবিডাব্লিউ করেন। নবম ওভারে জোড়া আঘাতে এস্থার ওয়াচিরা ও ওচিয়েংকে ফেরান নাহিদা। পরের দুই ওভারে শেষটিসহ আরো দুটি উইকেট নেন। ১৩তম ওভারে ল্যাভেন্ডাহ ইদাম্বোকে ফিরতি ক্যাচ ধরে টি-টোয়েন্টিতে প্রথমবার পাঁচ উইকেটের মালিক হন তিনি। মাত্র ৪৫ রানেই সব উইকেট হারায় কেনিয়া। এতে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদা। কেনিয়ার ইনিংস সেরা ব্যাটসম্যান শ্যারন জুমা (২৪) কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন।

বিজনেস আওয়ার/১৯ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: