ঢাকা , রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দাদাগিরির মঞ্চে ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর

  • পোস্ট হয়েছে : ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • 5

বিনোদন ডেস্ক: গেল কয়েকমাসে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার গান ‘কাঁচা বাদাম’।

তাকে সাহায্যের হাত বাড়িয়েছেন মদন মিত্র। তাদের দুজনকে একসঙ্গে গান গাইতেও দেখা গেছে। এবার ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন ‘ভাইরাল’ ভুবন।

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তার কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার দৌলতে তিনি রাতারাতি সেলিব্রিটিতে পরিণত হন। রোববার দাদাগিরির টিম এসে পৌঁছায় বীরভূমের দুবরাজপুরে।

দাদাগিরি টিমের পক্ষ থেকে কয়েকজন ভুবন বাদ্যকরের সঙ্গে দুবরাজপুর থানায় দেখা করেন এবং পরে চলে যান কুড়ালজুড়ি। সেখান থেকে রোববারই কলকাতার উদ্দেশে রওনা দেন তারা। সোমবার ৩১ জানুয়ারি এই বিশেষ পর্বের শুটিং। এপিসোডটি সম্প্রচারিত হবে সম্ভবত ফেব্রুয়ারি মাসের ১৯ বা ২০ তারিখ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করা ও দাদাগিরির মঞ্চে পারফর্ম করার এমন সুযোগ পেয়ে নিজের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারেননি ভুবন বাদ্যকর। অন্যদিকে তিনি জানিয়েছেন, দাদার জন্য বাদাম এবং মিষ্টি নিয়ে যাবেন।

বিজনেস আওয়ার/৩১ জানুয়ারি,২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দাদাগিরির মঞ্চে ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর

পোস্ট হয়েছে : ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক: গেল কয়েকমাসে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার গান ‘কাঁচা বাদাম’।

তাকে সাহায্যের হাত বাড়িয়েছেন মদন মিত্র। তাদের দুজনকে একসঙ্গে গান গাইতেও দেখা গেছে। এবার ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন ‘ভাইরাল’ ভুবন।

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তার কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার দৌলতে তিনি রাতারাতি সেলিব্রিটিতে পরিণত হন। রোববার দাদাগিরির টিম এসে পৌঁছায় বীরভূমের দুবরাজপুরে।

দাদাগিরি টিমের পক্ষ থেকে কয়েকজন ভুবন বাদ্যকরের সঙ্গে দুবরাজপুর থানায় দেখা করেন এবং পরে চলে যান কুড়ালজুড়ি। সেখান থেকে রোববারই কলকাতার উদ্দেশে রওনা দেন তারা। সোমবার ৩১ জানুয়ারি এই বিশেষ পর্বের শুটিং। এপিসোডটি সম্প্রচারিত হবে সম্ভবত ফেব্রুয়ারি মাসের ১৯ বা ২০ তারিখ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করা ও দাদাগিরির মঞ্চে পারফর্ম করার এমন সুযোগ পেয়ে নিজের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারেননি ভুবন বাদ্যকর। অন্যদিকে তিনি জানিয়েছেন, দাদার জন্য বাদাম এবং মিষ্টি নিয়ে যাবেন।

বিজনেস আওয়ার/৩১ জানুয়ারি,২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: