ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

৮ বছরে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

  • পোস্ট হয়েছে : ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • 5

ডেস্ক রির্পোট: বছরের প্রথম মাস জানুয়ারিতে জ্বালানি তেলের দামে বড় উত্থান হওয়ার পর ফেব্রুয়ারির শুরুতে এক’শ ডলারের কাছাকাছি চলে এসেছে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। জ্বালানি তেলের এমন দাম ২০১৪ সালের পর আর দেখা যায়নি।

গেল এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ছয় শতাংশ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬ শতাংশ। এর আগে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েল দাম বাড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বাড়ে ৫০ শতাংশের ওপরে।

ফলে বছরের ব্যবধানে বিশ্ববাজারে এখন অপরিশোধিত তেল ৬১ দশমিক ৭১ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক বছরের ব্যবধানে বেড়েছে ৫৬ দশমিক ৩৭ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬৭ দশমিক ৭৭ শতাংশ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, জ্বালানি তেলের দামে বড় লাফ দিয়ে নতুন বছর ২০২২ সাল শুরু হয়। বছরের প্রথম সপ্তাহেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯৩ ডলারে উঠে আসে। দ্বিতীয় সপ্তাহে ৬ দশমিক ৭৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৮৪ দশমিক ২৬ ডলারে।

বছরের তৃতীয় সপ্তাহে ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৮৫ দশমিক ১৩ ডলারে। আর চতুর্থ সপ্তাহে ২ দশমিক ৫৩ শতাংশ বেড়ে অপরিশোধিত তেলের ব্যারেলের দাম দাঁড়ায় ৮৭ দশমিক ২৯ ডলারে। এতে বছরের প্রথম মাসেই অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ।

এ পরিস্থিতিতে গেল এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৯৩ ডলারে। অবশ্য সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের এক পর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৯৩ দশমিক শূন্য ৫ ডলারে ওঠে। অপরিশোধিত তেলের এত দাম ২০১৪ সালের সেপ্টেম্বরের পর আর দেখা যায়নি।

অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলর দামও নতুন বছরে প্রথম পাঁচ সপ্তাহ টানা বেড়েছে। বছরের প্রথম সপ্তাহে ৫ দশমিক ১২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮১ দশমিক ৭৬ ডলারে ওঠে আসে। দ্বিতীয় সপ্তাহে ৫ দশমিক ৭৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়ায় ৮৬ দশমিক ৪৭ ডলারে।

বছরের তৃতীয় সপ্তাহে ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ৮৯ ডলারে ওঠে আসে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। চতুর্থ সপ্তাহে ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম দাঁড়ায় ৮৯ দশমিক ৮০ ডলারে। আর গেল এক সপ্তাহে ৪ দশমিক ৮২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ৯২ দশমিক ৭৯ ডলারে।

অপরদিকে, গেল এক সপ্তাহে ৬ শতাংশ বেড়ে প্রতি গ্যালন হিটিং অয়েলের দাম দাঁড়িয়েছে ২ দশমিক ৮৭ ডলারে। এর আগে বছরের সপ্তাহে হিটিং অয়েলের দাম বাড়ে ৬ দশমিক ৭৩ শতাংশ। দ্বিতীয় সপ্তাহে বাড়ে ৬ দশমিক ১৪ শতাংশ, তৃতীয় সপ্তাহে বাড়ে ২ দশমিক ১৩ শতাংশ এবং চতুর্থ সপ্তাহে বাড়ে ৩ দশমিক ৫০ শতাংশ।

বিজনেস আওয়ার/০৫ ফেব্রুয়ারি,২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৮ বছরে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

পোস্ট হয়েছে : ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

ডেস্ক রির্পোট: বছরের প্রথম মাস জানুয়ারিতে জ্বালানি তেলের দামে বড় উত্থান হওয়ার পর ফেব্রুয়ারির শুরুতে এক’শ ডলারের কাছাকাছি চলে এসেছে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। জ্বালানি তেলের এমন দাম ২০১৪ সালের পর আর দেখা যায়নি।

গেল এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ছয় শতাংশ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬ শতাংশ। এর আগে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েল দাম বাড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বাড়ে ৫০ শতাংশের ওপরে।

ফলে বছরের ব্যবধানে বিশ্ববাজারে এখন অপরিশোধিত তেল ৬১ দশমিক ৭১ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক বছরের ব্যবধানে বেড়েছে ৫৬ দশমিক ৩৭ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬৭ দশমিক ৭৭ শতাংশ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, জ্বালানি তেলের দামে বড় লাফ দিয়ে নতুন বছর ২০২২ সাল শুরু হয়। বছরের প্রথম সপ্তাহেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯৩ ডলারে উঠে আসে। দ্বিতীয় সপ্তাহে ৬ দশমিক ৭৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৮৪ দশমিক ২৬ ডলারে।

বছরের তৃতীয় সপ্তাহে ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৮৫ দশমিক ১৩ ডলারে। আর চতুর্থ সপ্তাহে ২ দশমিক ৫৩ শতাংশ বেড়ে অপরিশোধিত তেলের ব্যারেলের দাম দাঁড়ায় ৮৭ দশমিক ২৯ ডলারে। এতে বছরের প্রথম মাসেই অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ।

এ পরিস্থিতিতে গেল এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৯৩ ডলারে। অবশ্য সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের এক পর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৯৩ দশমিক শূন্য ৫ ডলারে ওঠে। অপরিশোধিত তেলের এত দাম ২০১৪ সালের সেপ্টেম্বরের পর আর দেখা যায়নি।

অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলর দামও নতুন বছরে প্রথম পাঁচ সপ্তাহ টানা বেড়েছে। বছরের প্রথম সপ্তাহে ৫ দশমিক ১২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮১ দশমিক ৭৬ ডলারে ওঠে আসে। দ্বিতীয় সপ্তাহে ৫ দশমিক ৭৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়ায় ৮৬ দশমিক ৪৭ ডলারে।

বছরের তৃতীয় সপ্তাহে ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ৮৯ ডলারে ওঠে আসে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। চতুর্থ সপ্তাহে ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম দাঁড়ায় ৮৯ দশমিক ৮০ ডলারে। আর গেল এক সপ্তাহে ৪ দশমিক ৮২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ৯২ দশমিক ৭৯ ডলারে।

অপরদিকে, গেল এক সপ্তাহে ৬ শতাংশ বেড়ে প্রতি গ্যালন হিটিং অয়েলের দাম দাঁড়িয়েছে ২ দশমিক ৮৭ ডলারে। এর আগে বছরের সপ্তাহে হিটিং অয়েলের দাম বাড়ে ৬ দশমিক ৭৩ শতাংশ। দ্বিতীয় সপ্তাহে বাড়ে ৬ দশমিক ১৪ শতাংশ, তৃতীয় সপ্তাহে বাড়ে ২ দশমিক ১৩ শতাংশ এবং চতুর্থ সপ্তাহে বাড়ে ৩ দশমিক ৫০ শতাংশ।

বিজনেস আওয়ার/০৫ ফেব্রুয়ারি,২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: