ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দাম বেড়েছে সোনার

  • পোস্ট হয়েছে : ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক : আবারও দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৮৬৬.৫২ টাকা বাড়ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনার (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম হবে ৭৪ হাজার ৯৯৯.৫২ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ৮ ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক দেশের বাজারে সোনা ও রূপার দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৭৪ হাজার ৯৯৯.৫২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫. ২৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬১ হাজার ৮১৯.২০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা ৫১ হাজার ২০৪.৯৬ টাকায় বিক্রি হবে।

বুধবার দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৩ হাজার ১৩৩ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৩ টাকায় বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাজুস। দেশে ক্যারেট ভেদে প্রতি ভরি রূপা সর্বনিম্ন ৯৩৩ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে।

বিজনেস আওয়ার/১০ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দাম বেড়েছে সোনার

পোস্ট হয়েছে : ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : আবারও দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৮৬৬.৫২ টাকা বাড়ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনার (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম হবে ৭৪ হাজার ৯৯৯.৫২ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ৮ ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক দেশের বাজারে সোনা ও রূপার দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৭৪ হাজার ৯৯৯.৫২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫. ২৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬১ হাজার ৮১৯.২০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা ৫১ হাজার ২০৪.৯৬ টাকায় বিক্রি হবে।

বুধবার দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৩ হাজার ১৩৩ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৩ টাকায় বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাজুস। দেশে ক্যারেট ভেদে প্রতি ভরি রূপা সর্বনিম্ন ৯৩৩ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে।

বিজনেস আওয়ার/১০ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: