1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

  • পোস্ট হয়েছে : শনিবার, ২৩ মে, ২০২০
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাগামহীনভাবে বেড়ে চলছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। শনিবার (২৩ মে) দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যায় অন্যসব দেশকে পেছনে ফেলে দ্বিতীয়স্থানে উঠে এসেছে ব্রাজিল। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।

ব্রাজিলে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন লাখ ৩২ হাজার ৩৮২ জনে। ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন করোনা আক্রান্ত নিয়ে ব্রাজিলের ওপরে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র। এর আগে, করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়স্থানে ছিল রাশিয়া।

এদিকে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে জানা যায়, ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯২ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ব্রাজিলে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটি করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১১৬ তে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে পৃথিবীতে মোট আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ছয় হাজার ১৫৫ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৪০ হাজার ৪০ জনের। এছাড়াও চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ২১ লাখ ৬০ হাজার ৩৯ জন।

বিজনেস আওয়ার/২৩ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ