ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্কয়ার টেক্সটাইলের ৪৬% পণ্য বিক্রি বৃদ্ধিতে নিট মুনাফা বেড়েছে ৪৯৩%

  • পোস্ট হয়েছে : ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • 8

বিজনেস আওয়ার প্রতিবেদক : বস্ত্র খাতের স্কয়ার টেক্সটাইলের চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসম্বর ২১) উৎপাদন ও দাম বৃদ্ধিতে পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে ৪৬%। যার উপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৯৩%। তবে এমন উত্থানের খবরেও কোম্পানিটির শেয়ার দরে কোন ইতিবাচক প্রভাব পড়েনি। বরং আরও কমেছে।

দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২১) স্কয়ার টেক্সটাইলের ৭৯৫ কোটি ৯ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৫৪৪ কোটি ৬৯ লাখ টাকা। এ হিসাবে বিক্রি বেড়েছে ২৫০ কোটি ৪ লাখ টাকার বা ৪৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির বিক্রি হয়েছে ৪১১ কোটি ৭০ লাখ টাকার পণ্য। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ২৮৩ কোটি ৬৯ লাখ টাকার। এ হিসাবে বিক্রি বেড়েছে ১২৮ কোটি ১ লাখ টাকার বা ৪৫ শতাংশ।

বিক্রি বৃদ্ধি কোম্পানিটির নিট মুনাফা বৃদ্ধিতে যেমন ভূমিকা রেখেছে, একইসঙ্গে কোম্পানিটির সুদজনিত ব্যয় হ্রাসও ইতিবাচক প্রভাব ফেলেছে। মূলত ঋণ কমে আসার কারনে এ খাতে ব্যয় কমেছে। কোম্পানিটির আগের বছরের প্রথমার্ধের এ খাতের ২০ কোটি ৯৩ লাখ টাকার সুদজনিত ব্যয় এ বছরে কমে হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ টাকা। এক্ষেত্রে ব্যয় কমেছে ৬ কোটি ৯৫ লাখ টাকার বা ৩৩ শতাংশ।

আরও পড়ুন…….

বিএসসির নিট মুনাফা ৩৯৮% বেড়ে ১২৬.৩১ কোটি টাকা
ফরচুন সুজও কোটি কোটি টাকার ফান্ড নিয়ে গেম্বলিং আইটেমে ছুটছে

অন্যদিকে আগের অর্থবছরের প্রথমার্ধের ২ কোটি ৬৯ লাখ টাকার অপরিচালন মুনাফা বেড়ে হয়েছে ৩ কোটি ৩৩ লাখ টাকা। যা নিট মুনাফায় ইতিবাচক ভূমিকা রেখেছে।

স্কয়ার টেক্সটাইলের আগের অর্থবছরের প্রথমার্ধ শেষে (৩১ ডিসেম্বর ২০২০) ২৬৪ কোটি ৩১ লাখ টাকার দীর্ঘমেয়াদি ও ৫৩২ কোটি ৫২ লাখ টাকার স্বল্পমেয়াদিসহ মোট ঋণের পরিমাণ ছিল ৭৯৬ কোটি ৮৩ লাখ টাকা। এরমধ্য থেকে ৯৭ কোটি ১১ লাখ টাকা কমে ২০২১ সালের ৩১ ডিসেম্বরেঋণ নেমে এসেছে ৬৯৯ কোটি ৭২ লাখ টাকায়।

কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথমার্ধে বিক্রি মূল্য থেকে পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ এবং অন্যান্য আয় যোগ শেষে নিট মুনাফা দাড়িঁয়েছে ৯২ কোটি ২৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৪.৬৮ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ১৫ কোটি ৫৫ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৭৯ টাকা। এ হিসাবে নিট মুনাফা বেড়েছে ৭৬ কোটি ৭৩ লাখ টাকার বা ৪৯৩ শতাংশ।

মুনাফায় এই উত্থানের কারন হিসাবে স্কয়ার টেক্সটাইল কর্তৃপক্ষ আর্থিক হিসাবে জানিয়েছেন, বিএমআরইতে বিনিয়োগের কারনে কোম্পানির উৎপাদন বেড়েছে। এছাড়া পণ্যের দর বেড়েছে। যাতে করে বিক্রি ও নিট মুনাফা বেড়েছে।

স্কয়ার টেক্সটাইলের ব্যবসার এমন উত্থানেও বিনিয়োগকারীদের কোম্পানিটির শেয়ারে আগ্রহ বাড়েনি। বরং ওই খবর প্রকাশের পরে শেয়ার দর কমেছে।

দেখা গেছে, গত ৩১ জানুয়ারি ব্যবসায় উত্থানের আর্থিক হিসাব প্রকাশের দিন স্কয়ার টেক্সটাইলের শেয়ার দর ছিল ৬৬.২০ টাকা। যে শেয়ারটি ২২ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাড়িঁয়েছে ৬৫.৫০ টাকায়। এ হিসাবে ২২ দিনের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ০.৭০ টাকা।

উল্লেখ্য, ১৯৭ কোটি ২৫ লাখ টাকার পরিশোধিত মূলধনের স্কয়ার টেক্সটাইলে ৮১৬ কোটি ৫ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। যাতে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৩৭ টাকায়।

বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

One thought on “স্কয়ার টেক্সটাইলের ৪৬% পণ্য বিক্রি বৃদ্ধিতে নিট মুনাফা বেড়েছে ৪৯৩%

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্কয়ার টেক্সটাইলের ৪৬% পণ্য বিক্রি বৃদ্ধিতে নিট মুনাফা বেড়েছে ৪৯৩%

পোস্ট হয়েছে : ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বস্ত্র খাতের স্কয়ার টেক্সটাইলের চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসম্বর ২১) উৎপাদন ও দাম বৃদ্ধিতে পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে ৪৬%। যার উপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৯৩%। তবে এমন উত্থানের খবরেও কোম্পানিটির শেয়ার দরে কোন ইতিবাচক প্রভাব পড়েনি। বরং আরও কমেছে।

দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২১) স্কয়ার টেক্সটাইলের ৭৯৫ কোটি ৯ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৫৪৪ কোটি ৬৯ লাখ টাকা। এ হিসাবে বিক্রি বেড়েছে ২৫০ কোটি ৪ লাখ টাকার বা ৪৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির বিক্রি হয়েছে ৪১১ কোটি ৭০ লাখ টাকার পণ্য। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ২৮৩ কোটি ৬৯ লাখ টাকার। এ হিসাবে বিক্রি বেড়েছে ১২৮ কোটি ১ লাখ টাকার বা ৪৫ শতাংশ।

বিক্রি বৃদ্ধি কোম্পানিটির নিট মুনাফা বৃদ্ধিতে যেমন ভূমিকা রেখেছে, একইসঙ্গে কোম্পানিটির সুদজনিত ব্যয় হ্রাসও ইতিবাচক প্রভাব ফেলেছে। মূলত ঋণ কমে আসার কারনে এ খাতে ব্যয় কমেছে। কোম্পানিটির আগের বছরের প্রথমার্ধের এ খাতের ২০ কোটি ৯৩ লাখ টাকার সুদজনিত ব্যয় এ বছরে কমে হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ টাকা। এক্ষেত্রে ব্যয় কমেছে ৬ কোটি ৯৫ লাখ টাকার বা ৩৩ শতাংশ।

আরও পড়ুন…….

বিএসসির নিট মুনাফা ৩৯৮% বেড়ে ১২৬.৩১ কোটি টাকা
ফরচুন সুজও কোটি কোটি টাকার ফান্ড নিয়ে গেম্বলিং আইটেমে ছুটছে

অন্যদিকে আগের অর্থবছরের প্রথমার্ধের ২ কোটি ৬৯ লাখ টাকার অপরিচালন মুনাফা বেড়ে হয়েছে ৩ কোটি ৩৩ লাখ টাকা। যা নিট মুনাফায় ইতিবাচক ভূমিকা রেখেছে।

স্কয়ার টেক্সটাইলের আগের অর্থবছরের প্রথমার্ধ শেষে (৩১ ডিসেম্বর ২০২০) ২৬৪ কোটি ৩১ লাখ টাকার দীর্ঘমেয়াদি ও ৫৩২ কোটি ৫২ লাখ টাকার স্বল্পমেয়াদিসহ মোট ঋণের পরিমাণ ছিল ৭৯৬ কোটি ৮৩ লাখ টাকা। এরমধ্য থেকে ৯৭ কোটি ১১ লাখ টাকা কমে ২০২১ সালের ৩১ ডিসেম্বরেঋণ নেমে এসেছে ৬৯৯ কোটি ৭২ লাখ টাকায়।

কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথমার্ধে বিক্রি মূল্য থেকে পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ এবং অন্যান্য আয় যোগ শেষে নিট মুনাফা দাড়িঁয়েছে ৯২ কোটি ২৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৪.৬৮ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ১৫ কোটি ৫৫ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৭৯ টাকা। এ হিসাবে নিট মুনাফা বেড়েছে ৭৬ কোটি ৭৩ লাখ টাকার বা ৪৯৩ শতাংশ।

মুনাফায় এই উত্থানের কারন হিসাবে স্কয়ার টেক্সটাইল কর্তৃপক্ষ আর্থিক হিসাবে জানিয়েছেন, বিএমআরইতে বিনিয়োগের কারনে কোম্পানির উৎপাদন বেড়েছে। এছাড়া পণ্যের দর বেড়েছে। যাতে করে বিক্রি ও নিট মুনাফা বেড়েছে।

স্কয়ার টেক্সটাইলের ব্যবসার এমন উত্থানেও বিনিয়োগকারীদের কোম্পানিটির শেয়ারে আগ্রহ বাড়েনি। বরং ওই খবর প্রকাশের পরে শেয়ার দর কমেছে।

দেখা গেছে, গত ৩১ জানুয়ারি ব্যবসায় উত্থানের আর্থিক হিসাব প্রকাশের দিন স্কয়ার টেক্সটাইলের শেয়ার দর ছিল ৬৬.২০ টাকা। যে শেয়ারটি ২২ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাড়িঁয়েছে ৬৫.৫০ টাকায়। এ হিসাবে ২২ দিনের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ০.৭০ টাকা।

উল্লেখ্য, ১৯৭ কোটি ২৫ লাখ টাকার পরিশোধিত মূলধনের স্কয়ার টেক্সটাইলে ৮১৬ কোটি ৫ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। যাতে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৩৭ টাকায়।

বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: