1. [email protected] : Asim : Asim
  2. [email protected] : anis : anis
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Polash : Polash
  5. [email protected] : Rajowan : Rajowan
  6. [email protected] : Riyad : Riyad
ফ্লোর প্রাইসের উপরে উঠে এলো ১৩১ কোম্পানি
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০, ০৬:১৮ অপরাহ্ন

ফ্লোর প্রাইসের উপরে উঠে এলো ১৩১ কোম্পানি

রেজোয়ান আহমেদ
  • পোস্ট হয়েছে : রবিবার, ১৯ জুলাই, ২০২০
শেয়ার দিয়ে সাথেই থাকুন..

করোনাভাইরাস মহামারির মধ্যেই গত কয়েকদিন ধরে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে শেয়ারবাজার। বিনিয়োগকারীদের অংশগ্রহন বৃদ্ধিতে মূল্যসূচকও বাড়ছে। এরই ধারাবাহিকতায় ১৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট দর এখন ফ্লোর প্রাইসের (দর কমার সর্বনিম্ন সীমা) উপরে উঠে এসেছে।

ডিএসই অনুয়ায়ি, তালিকাভুক্ত ৩৫৮টি কোম্পানির মধ্যে ১৮ জুলাই ১৩১টি ফ্লোর প্রাইসের উপরে উঠে এসেছে।যার সংখ্যা গত ৬ জুনে ছিল ৫৩টি।

ফ্লোর প্রাইস নিয়ে একটি পক্ষ সমালোচনা করলেও এখন এই পদ্ধতির মধ্য দিয়েই শেয়ারবাজার গতি ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। যার ফলে প্রায় দেড় মাসের ব্যবধানে ফ্লোর প্রাইসের উপরে কোম্পানির সংখ্যা ৫৩টি থেকে বেড়ে এসেছে ১৩১টিতে। 

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে কেউ কেউ ফ্লোর প্রাইস তুলে দেওয়ার দাবি তুললেও বিনিয়োগকারীরা তাতে রাজি না। এ নিয়ে ফেসবুকে বিনিয়োগকারীদের গ্রুপগুলোতে ফ্লোর প্রাইস রাখার পক্ষেই তাদের দেখা গেছে। এছাড়া ফেসবুকে দুই-একজন ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পক্ষে মতামত প্রকাশ করলেই তাদেরকে অন্যসব বিনিয়োগকারীরা দলবদ্ধ হয়ে প্রতিবাদ করছে।  

সাধারন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ফ্লোর প্রাইস রাখার পক্ষে। তার বিভিন্ন সাক্ষাতকারে ফ্লোর প্রাইস সহসাই উঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ ফুটে উঠেছে।

ফ্লোর প্রাইস নিয়ে গতকাল (১৮ জুলাই) সিএসই আয়োজিত এক অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা যোগদানের সময় লেনদেন ৫০ কোটি টাকা হতো, সেটা এখন ৩০০ কোটি ছাড়িয়ে যাচ্ছে। এটা খুবই আশার খবর। তবে খুব শীগগির এটা ৫০০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছি। তবে আমি বিশ্বাস করি আস্থা চলে আসলে তখন আর টাকার সমস্যা হবে না।  

নিম্নে ১৮ জুলাই ফ্লোর প্রাইসের উপরে থাকা কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিট দরের তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামফ্লোর প্রাইসবাজার দর
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড১১.৯০১৩.১০
আমরা নেটওয়ার্ক৩৩.২০৩৩.৩০
এবি ব্যাংক৬.৭০৬.৯০
এসিআই১৮০.৯০২০৮
এসিআই ফরমূলেশনস৮৮.৬০১০৬.৮
একমি ল্যাবরেটরিজ৫৭.৮০৬৩.৫০
এডভেন্ট ফার্মা২২.৮০২৩.৭০
অগ্রনি ইন্স্যুরেন্স১৭.৬০২৪.৬০
আল-আরাফাহ ব্যাংক১৪.৭০১৫.৮০
এমবি ফার্মা৪০৭.৭০৪৪০.৬০
প্রাণ১৭৭.৯০১৭৯.২০
আনলিমা ইয়ার্ন২৯.৯০৩১.৪০
আনোয়ার গ্যালভানাইজিং৬৭.৫০৬৯.৪০
এপেক্স ট্যানারি১০৬.৯০১০৭
এপোলো ইস্পাত২.৮০২.৯০
আরামিট সিমেন্ট১১.৭০১২
এশিয়া ইন্স্যুরেন্স১৭১৯.৬০
এশিয়া প্যাশিফিক১৯২১.৪০
বঙ্গজ১১৬.৯০১১৭.৯০
ব্যাংক এশিয়া১৬.২০১৬.৫০
বারাকা পাওয়ার১৯.৮০২৩.৬০
বিডি অটোকারস১৪৭.৩০১৫০
বিডি ওয়েল্ডিং১৪.২০১৫
বিকন ফার্মাসিউটিক্যালস৬০.৭০৭৪.২০
বিজিআইসি২২.৫০২৩.৪০
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স১৭.১০১৯.৮০
বিএসসি৩৮.২০৩৯.৪০
বিএসসিসিএল৭৭.৫০৯২.৪০
বেক্সিমকো ফার্মা৬০.৭০৭৪.৩০
বেক্সিমকো সিনথেটিক্স৩.২০৬.৮০
সিএপিএম আইবিবিএল ফান্ড৬.৯০
সেন্ট্রাল ইন্স্যুরেন্স২২.৮০২৩.৫০
সেন্ট্রাল ফার্মা১২১২.৪০
সিটি জেনারেল ইন্স্যুরেন্স১৩.১০১৩.৯০
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স১৮.৩০১৮.৮০
ঢাকা ডাইং২.৯০৩.৮০
ঢাকা ব্যাংক৯.৯০১০.৪
ঢাকা ইন্স্যুরেন্স২৪২৭.৩০
ইস্টার্ন ইন্স্যুরেন্স২৯.৮০৪৪.৪০
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স২০২১.৩০
ইস্টার্ন লব্রিকেন্ট৮০৪৮৬৭.২০
ইস্টার্ন ব্যাংক৩০.৯০৩১.৩০
এক্সিম ব্যাংক৮.৬০৯.২০
ফেডারেল ইন্স্যুরেন্স১০.২০১১.২০
ফাইন ফুডস৪১.৯০৫৬.৪০
ফার্স্ট ফাইন্যান্স৪.৮০৫.১০
ফু-ওয়াং ফুড১১.৬০১২.৭০
জেনেক্স ইনফোসিস৫৪.৭০৫৯.২০
গোল্ডেন হার্ভেস্ট১৬.৭০১৭.১০
গ্ল্যাক্সোস্মিথক্লাইন২০৪৬.৩০২১৮২.৫
গ্লোবাল ইন্স্যুরেন্স১৪.১০১৮.৩০
গ্রামীণফোন২৩৮.৮০২৪১.৯০
জিকিউ বলপেন৬৬.১০১০৭.৭০
গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স৪৭.৩০৪৭.৪০
জিএসপি ফাইন্যান্স১২.২০১২.৩০
হাক্কানি পাল্প৭৪৮০.২০
ইন্দোবাংলা ফার্মা১৯.১০২১.৫০
আইসিবি ফার্স্ট অগ্রনি ফান্ড৬.২০৬.৫০
আইসিবি এএমসিএল ২য় ফান্ড৭.৭০৭.৮০
আইএফআইসি ব্যাংক৮.৬০৮.৭০
ইসলামি ব্যাংক১৬.৭০১৯.৮০
ইসলামি ইন্স্যুরেন্স২০.৯০২২.৫০
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক৩৩.৮০৩৪.৪০
যমুনা ব্যাংক১৬১৬.৮০
জনতা ইন্স্যুরেন্স১৪.৭০১৭.৬০
জুট স্পিনার্স৭৬.৪০৭৬.৫০
কর্ণফুলি ইন্স্যুরেন্স১৯১৯.১০
কেডিএস এক্সেসরিজ৩৮.৬০৩৮.৯০
কেয়া কসমেটিকস২.৫০২.৯০
লংকাবাংলা ফাইন্যান্স১২.৯০১৩.৩০
লিন্ডেবিডি১২১২.১০১২৪৫.২০
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স৪৩.১০৪৪.২০
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স২৪.৬০২৫.৭০
মাইডাস ফাইন্যান্স৯.৬০১০.৮০
মিরাকল ইন্ডাস্ট্রিজ১৭.২০১৮.৬০
মিথুন নিটিং৬.৬০৬.৭০
এমজেএল বিডি৬৪.৭০৬৭.৯০
এমএল ডাইং৫০৫০.৩০
নাহি অ্যালুমিনিয়াম৪৭.১০৫৩.১০
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স২১৫.৭০২৩৪.৬০
ন্যাশনাল ব্যাংক৬.৮০৭.৪০
এনসিসি ব্যাংক১১.৫০১৩.৬০
এনসিসি ব্যাংক ফান্ড ওয়ান৫.৭০৫.৯০
ন্যাশনাল হাউজিং২৪.৬০২৪.৭০
নিটল ইন্স্যুরেন্স২১.৮০২২.৭০
নর্দার্ণ ইন্স্যুরেন্স১৬.৬০১৯.২০
ন্যাশনাল পলিমার৫৬.৬০৫৭.২০
ন্যাশনাল টি৪৫১.৫০৪৫৯.২০
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ১৫০.২০১৫১
ওয়ান ব্যাংক৮.৭০৯.২০
ওরিয়ন ফার্মা৪২৪৩.৩
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স৩৬.৩০৭০.৫০
পিপলস ইন্স্যুরেন্স১৫.১০১৬.৬০
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৭.৪০
ফনিক্স ফাইন্যান্স২২.৭০২৩.৮০
পাইওনিয়ার ইন্স্যুরেন্স২৯.৪০৩৩.৮০
পপুলার লাইফ ইন্স্যুরেন্স৭৬.৭০৭৭
পাওয়ার গ্রীড৪০.৪০৪২.৬০
প্রগতি ইন্স্যুরেন্স৩২.২০৩২.৬০
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স৮৮.৩০৯২.৭০
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি ফান্ড৫.১০
প্রাইম ইন্স্যুরেন্স১৭১৭.৪০
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স১০৩.২০১১৩.২০
প্রভাতি ইন্স্যুরেন্স১৯.৪০২৫.৪০
প্যারামাউন্ট টেক্সটাইল৪৮.৯০৫৬
পূবালি ব্যাংক২০.৫০২০.৯০
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স১২১৪.৫০
রেকিট বেনকিজার৩০৯৪.৫০৩৪৭১.৬০
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স৩৫.৯০৩৮.২০
রেনেটা১০২৬.৫০১০৩২.৮০
রিপাবলিক ইন্স্যুরেন্স১৮.৬০২৩.৩০
রূপালি ইন্স্যুরেন্স১৫.৮০১৭.৭০
রূপালি লাইফ ইন্স্যুরেন্স৩৯.১০৪১.৪০
শমরিতা হসপিটাল৬০.৬০৬৩.১০
সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স১৮১৯.১০
সাভার রিফ্রেক্টরিজ৯৮.১০১০১.৭০
এসইএমএল আইবিবিএল ফান্ড৬.১০
শ্যামপুর সুগার মিলস২৩.৮০২৮.৮০
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ৪৮.২০৫২
সোনালি আশ৩৪০.৯০৩৪১.৩০
সোনারবাংলা ইন্স্যুরেন্স৩০.১০৩৮.১০
স্কয়ার ফার্মা১৭২.৫০১৭৬.৬০
সানলাইফ ইন্স্যুরেন্স১৬.২০১৬.৬০
তাকাফুল ইন্স্যুরেন্স২৮.২০৩১.৯০
তাল্লু স্পিনিং২.৭০
ট্রাস্ট ব্যাংক২৪.৪০২৫.৪০
তুং হাই নিটিং১.৯০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক১১.৭০১৩
ইউনাইটেড ইন্স্যুরেন্স৩৪.৭০৩৬.৯০
ওয়াটা কেমিক্যাল৩০৬.৮০৩২৪.৪০
জিলবাংলা সুগার মিলস৩১.৬০৪৯.৬০

বিজনেস আওয়ার/১৯ জুলাই, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
শেয়ার দিয়ে সাথেই থাকুন..
এ বিভাগের আরো সংবাদ