ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সরকার ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে

  • পোস্ট হয়েছে : ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • 8

বিজনেস আওয়ার প্রতিবেদক : আসন্ন বোরো মৌসুমে সরকার ১৭ লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা আর সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ চাল ৩৯ টাকা।

এই ১৭ টন ধান ও চালের মধ্যে ৬ লাখ ৫০ হাজার টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত এই পরিমাণ ধান ও চাল সংগ্রহের কাজ চলবে।

সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, মোটা চালের অধিকাংশ নন হিউম্যান কনজামশনে চলে যাওয়ায় এবং মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে সরু চালের ওপর নির্ভরতা বেড়েছে। এ কারণে সরু চালের দাম কিছুটা বেড়েছে। এসময় তিনি সরু ধানের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সরকার ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে

পোস্ট হয়েছে : ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : আসন্ন বোরো মৌসুমে সরকার ১৭ লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা আর সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ চাল ৩৯ টাকা।

এই ১৭ টন ধান ও চালের মধ্যে ৬ লাখ ৫০ হাজার টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত এই পরিমাণ ধান ও চাল সংগ্রহের কাজ চলবে।

সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, মোটা চালের অধিকাংশ নন হিউম্যান কনজামশনে চলে যাওয়ায় এবং মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে সরু চালের ওপর নির্ভরতা বেড়েছে। এ কারণে সরু চালের দাম কিছুটা বেড়েছে। এসময় তিনি সরু ধানের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: