ঢাকা , রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তও ভুল, বেঁচে গেলেন রহমত

  • পোস্ট হয়েছে : ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • 10

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রথম বলে উইকেটের উচ্ছ্বাসে মেতেছিল বাংলাদেশ, কিন্তু মিরাজ ও বাংলাদেশের সেই উচ্ছ্বাস এক মিনিটও টেকেনি। যে বাঁহাতি জাদরানকে ঘায়েল করতে মিরাজকে আনা, সে পরিকল্পনা সফল বলেই মনে হচ্ছিল, যখন জাদরানের বিরুদ্ধে মিরাজের এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু জাদরান রিভিউ নেন, রিপ্লে দেখায়, বল প্যাডের আগে তাঁর ব্যাটের কানায় লেগেছে।

এরপরের পাঁচ বলেও নাটক কম হয়নি। তৃতীয় বলে রহমত স্কুপ করতে যাচ্ছেন দেখে আগেই সরে গিয়েছিলেন উইকেটকিপার মুশফিক, কিন্তু বল রহমতের ব্যাটেই লাগেনি। আগেই সরে যাওয়া মুশফিক আর স্টাম্পের মাঝ দিয়ে বল উইকেটের পেছনে, ওয়াইডসহ হলো তিন রান। পরের বলে রহমতের কাটে চার। পরের বলে আবার কাঠগড়ায় মুশফিক। দুই রান নিতে চেয়েছিলেন রহমত, ঝুঁকিপূর্ণ ছিল। স্টাম্পের আগে গিয়ে বল ধরে রানআউটের সম্ভাবনা নষ্ট করলেন মুশফিকই!

ওভারে ১১ রান এসেছে। ১৬ ওভারে ৩ উইকেটে ৭৯ রান আফগানিস্তানের।

বিজনেস আওয়ার/২৫ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তও ভুল, বেঁচে গেলেন রহমত

পোস্ট হয়েছে : ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রথম বলে উইকেটের উচ্ছ্বাসে মেতেছিল বাংলাদেশ, কিন্তু মিরাজ ও বাংলাদেশের সেই উচ্ছ্বাস এক মিনিটও টেকেনি। যে বাঁহাতি জাদরানকে ঘায়েল করতে মিরাজকে আনা, সে পরিকল্পনা সফল বলেই মনে হচ্ছিল, যখন জাদরানের বিরুদ্ধে মিরাজের এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু জাদরান রিভিউ নেন, রিপ্লে দেখায়, বল প্যাডের আগে তাঁর ব্যাটের কানায় লেগেছে।

এরপরের পাঁচ বলেও নাটক কম হয়নি। তৃতীয় বলে রহমত স্কুপ করতে যাচ্ছেন দেখে আগেই সরে গিয়েছিলেন উইকেটকিপার মুশফিক, কিন্তু বল রহমতের ব্যাটেই লাগেনি। আগেই সরে যাওয়া মুশফিক আর স্টাম্পের মাঝ দিয়ে বল উইকেটের পেছনে, ওয়াইডসহ হলো তিন রান। পরের বলে রহমতের কাটে চার। পরের বলে আবার কাঠগড়ায় মুশফিক। দুই রান নিতে চেয়েছিলেন রহমত, ঝুঁকিপূর্ণ ছিল। স্টাম্পের আগে গিয়ে বল ধরে রানআউটের সম্ভাবনা নষ্ট করলেন মুশফিকই!

ওভারে ১১ রান এসেছে। ১৬ ওভারে ৩ উইকেটে ৭৯ রান আফগানিস্তানের।

বিজনেস আওয়ার/২৫ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: