ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে অনুশীলনে ফিরেছে মুশিফিকরা

  • পোস্ট হয়েছে : ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • 6

স্পোর্টস ডেস্ক : চার মাস ঘরে অবরুদ্ধ থাকার পর অবশেষে প্রিয় ভেন্যু মিরপুর শের-ই-বাংলায় অনুশীলনে ফিরেছেন আগ্রহী ক্রিকেটাররা। রোববার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন। আর শফিউল ইসলাম শুরু করেছেন সকাল সোয়া ১১টা থেকে।

সকাল ৯ টায় ২৫ মিনিটের রানিং শেষে ইনডোরে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মোহাম্মদ মিঠুন প্রথম দিনের প্রস্তুতি শুরু করেছেন ব্যাটিং দিয়ে। এক ঘণ্টা ব্যাটিং শেষে জাতীয় একাডেমি মাঠে করেছেন রানিং।

এদিকে পেসার শফিউল ইসলাম দিনের শুরুটা করেছেন রানিংয়ের মধ্য দিয়ে। সকাল সোয়া ১১ টায় শুরু হয়েছে তার রানিং। ঢাকায় বসবাসরত চার ক্রিকেটারের মধ্যে আজ ছিল এই তিন ক্রিকেটারের অনুশীলন। অপর ক্রিকেটার ইমরুল কায়েস শুরু করবেন আগামীকাল সোমবার থেকে।

উল্লেখ্য, করোনাকালে আইসিসি’র গাইডলাইন অনুসরণ করে ও স্বাস্থ্যবিধি মেনে ৯ ক্রিকেটারের আগ্রহের ভিত্তিতে ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। প্রথম ধাপের এই অনুশীলন চলবে এক সপ্তাহ।

বিজনেস আওয়ার/১৯ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মিরপুরে অনুশীলনে ফিরেছে মুশিফিকরা

পোস্ট হয়েছে : ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : চার মাস ঘরে অবরুদ্ধ থাকার পর অবশেষে প্রিয় ভেন্যু মিরপুর শের-ই-বাংলায় অনুশীলনে ফিরেছেন আগ্রহী ক্রিকেটাররা। রোববার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন। আর শফিউল ইসলাম শুরু করেছেন সকাল সোয়া ১১টা থেকে।

সকাল ৯ টায় ২৫ মিনিটের রানিং শেষে ইনডোরে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মোহাম্মদ মিঠুন প্রথম দিনের প্রস্তুতি শুরু করেছেন ব্যাটিং দিয়ে। এক ঘণ্টা ব্যাটিং শেষে জাতীয় একাডেমি মাঠে করেছেন রানিং।

এদিকে পেসার শফিউল ইসলাম দিনের শুরুটা করেছেন রানিংয়ের মধ্য দিয়ে। সকাল সোয়া ১১ টায় শুরু হয়েছে তার রানিং। ঢাকায় বসবাসরত চার ক্রিকেটারের মধ্যে আজ ছিল এই তিন ক্রিকেটারের অনুশীলন। অপর ক্রিকেটার ইমরুল কায়েস শুরু করবেন আগামীকাল সোমবার থেকে।

উল্লেখ্য, করোনাকালে আইসিসি’র গাইডলাইন অনুসরণ করে ও স্বাস্থ্যবিধি মেনে ৯ ক্রিকেটারের আগ্রহের ভিত্তিতে ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। প্রথম ধাপের এই অনুশীলন চলবে এক সপ্তাহ।

বিজনেস আওয়ার/১৯ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: