বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর অকথারকায় রাশিয়ার কামানের গোলায় ৭০ জনেরও বেশি সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যগুলো এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সুমাই অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিটস্কি বলেছেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে।
তিনি বলেন, অনেক মানুষ মারা গেছে। নিহত হয়েছেন ৭০ জন। তাদের জন্য শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে প্রায় ৪০ মাইল দীর্ঘ রাশিয়ান সেনাবহর এগিয়ে যাচ্ছে। মার্কিন স্যাটেলাইট ইমেজিং কোম্পানি সোমবার (২৮ ফেব্রুয়ারি) একটি চিত্র প্রকাশ করে। তাতে দেখা যায়, কিয়েভ অভিমুখে বিশাল সেনাবহরটি এগিয়ে যাচ্ছে। যা ইতিমধ্যে বেশ কয়েকটি হামলাকে প্রতিহত করেছে।
বিজনেস আওয়ার/০১ মার্চ, ২০২২/কমা