ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উত্থানের শীর্ষে ওয়ান ব্যাংক, পতনে এক্সিম

২০২০ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ব্যবসায় ৭৩ শতাংশ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এরমধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ওয়ান ব্যাংক। আর পতনে শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক। যে ব্যাংকটির আগের বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি উত্থান হয়েছিল।

ব্যাংকগুলোর চলতি বছরের প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে আগের বছরের একই সময়ের তুলনায় ২০২০ সালের প্রথম প্রান্তিকে ২২টি বা ৭৩.৩৩ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে। আর ৬টি বা ২০ শতাংশ ব্যাংকের ইপিএস কমেছে এবং ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের ইপিএস অপরিবর্তিত রয়েছে ও ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের লোকসান কমেছে।

২০২০ সালের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি হারে ইপিএস বেড়েছে ওয়ান ব্যাংকের। আগের বছরের তুলনায় ব্যাংকটির ইপিএস বেড়েছে ২৬১ শতাংশ। এরপরে ২৪৫ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। আর ১২৮ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে উঠেছে সাউথইস্ট ব্যাংক।

এদিকে গত কয়েক বছর ধরে প্রতি প্রান্তিকে ডাচ-বাংলা ব্যাংক ইপিএসে শীর্ষে থাকলেও ২০২০ সালের ১ম প্রান্তিকে তার পরিবর্তন ঘটেছে। এসময় সবচেয়ে বেশি ইপিএস হয়েছে উত্তরা ব্যাংকের। আগের বছরের থেকে ৭৯ শতাংশ বেড়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ১.৬৫ টাকা। এরপরে ৫৯ শতাংশ বেড়ে ডাচ-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ১.৫১ টাকা। আর ১০৩ শতাংশ বেড়ে যমুনা ব্যাংকের ইপিএস হয়েছে ১.৪২ টাকা।

নিম্নে ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)বৃদ্ধির হার (শতকরা)
ওয়ান ব্যাংক০.৮৩০.২৩২৬১%
স্ট্যান্ডার্ড ব্যাংক০.৩৮০.১১২৪৫%
সাউথইস্ট ব্যাংক০.৯৮০.৪৩১২৮%
এনসিসি ব্যাংক০.৮৪০.৪০১১০%
ন্যাশনাল ব্যাংক০.৩১০.১৫১০৭%
যমুনা ব্যাংক১.৪২০.৭০১০৩%
ব্যাংক এশিয়া১.১৬০.৫৯৯৭%
উত্তরা ব্যাংক১.৬৫০.৯২৭৯%
ডাচ-বাংলা ব্যাংক১.৫১০.৯৫৫৯%
ট্রাস্ট ব্যাংক০.৯৬0.৬৯৩৯%
ঢাকা ব্যাংক০.৬৮০.৫০৩৬%
স্যোশাল ইসলামী ব্যাংক০.৩৯০.২৯৩৪%
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক০.৭২০.৫৪৩৩%
শাহজালাল ইসলামি ব্যাংক০.৬৪০.৫০২৮%
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক০.৭৬০.৬০২৭%
প্রিমিয়ার ব্যাংক০.৫৮০.৫০১৬%
আল-আরাফাহ ব্যাংক০.৫১০.৪৪১৬%
প্রাইম ব্যাংক০.৪২০.৩৭১৪%
আইএফআইসি ব্যাংক০.৪৮০.৪৩১২%
ইসলামী ব্যাংক০.৪৩০.৪০৮%
মার্কেন্টাইল ব্যাংক০.৫৮০.৫৫৫%
পূবালী ব্যাংক০.৮৬০.৮২৫%

আলোচিত সময়ে সবচেয়ে বেশি ইপিএস কমেছে এক্সিম ব্যাংকের। ব্যাংকটির ৮৪ শতাংশ ইপিএস কমেছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ শতাংশ কমেছে ব্র্যাক ব্যাংকের। আর ১১ শতাংশ কমে ৩য় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

নিম্নে ইপিএস হ্রাস পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)পতনের হার
এক্সিম ব্যাংক০.০৪০.২৫(৮৪%)
ব্র্যাক ব্যাংক০.৭১১.০৪(৩২%)
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক০.৩৪০.৩৮(১১%)
এবি ব্যাংক০.০৯০.১০(১০%)
রূপালি ব্যাংক০.২২০.২৩(৪%)
ইস্টার্ন ব্যাংক১.০৩১.০৬(৩%)

আরও পড়ুন……

শেয়ারবাজারে আসছে ব্যাংকের ১১১ কোটি বোনাস শেয়ার
২০১৯ সালে তালিকাভুক্ত ব্যাংকের মুনাফা ৬ হাজার ৯৬৬ কোটি টাকা
২০১৯ সালের ব্যবসায় ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

এ বছরের প্রথম প্রান্তিকে উন্নতি বা অবনতি কিছুই হয়নি একমাত্র সিটি ব্যাংকের। এই ব্যাংকটির ইপিএস আগের বছরের প্রথম প্রান্তিকের ন্যায় এবারও ০.৭৫ টাকা হয়েছে। তবে আগের বছরের প্রথম প্রান্তিকে উত্থানের শীর্ষ ৩য় স্থানে ছিল।

ব্যাংকের নাম২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)
দি সিটি ব্যাংক০.৭৫০.৭৫

আগের বছরের ১ম প্রান্তিকের ন্যায় ২০২০ সালের ১ম প্রান্তিকেও আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান হয়েছে। ব্যাংকটির এ বছরের ১ম প্রান্তিকে ৪৪ শতাংশ লোকসান কমেছে।

নিম্নে লোকসানি ব্যাংকের তথ্য তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)ব্যবধান
আইসিবি ইসলামিক ব্যাংক(০.০৯)(০.১৬)৪৪%

বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উত্থানের শীর্ষে ওয়ান ব্যাংক, পতনে এক্সিম

পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০

২০২০ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ব্যবসায় ৭৩ শতাংশ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এরমধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ওয়ান ব্যাংক। আর পতনে শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক। যে ব্যাংকটির আগের বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি উত্থান হয়েছিল।

ব্যাংকগুলোর চলতি বছরের প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে আগের বছরের একই সময়ের তুলনায় ২০২০ সালের প্রথম প্রান্তিকে ২২টি বা ৭৩.৩৩ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে। আর ৬টি বা ২০ শতাংশ ব্যাংকের ইপিএস কমেছে এবং ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের ইপিএস অপরিবর্তিত রয়েছে ও ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের লোকসান কমেছে।

২০২০ সালের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি হারে ইপিএস বেড়েছে ওয়ান ব্যাংকের। আগের বছরের তুলনায় ব্যাংকটির ইপিএস বেড়েছে ২৬১ শতাংশ। এরপরে ২৪৫ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। আর ১২৮ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে উঠেছে সাউথইস্ট ব্যাংক।

এদিকে গত কয়েক বছর ধরে প্রতি প্রান্তিকে ডাচ-বাংলা ব্যাংক ইপিএসে শীর্ষে থাকলেও ২০২০ সালের ১ম প্রান্তিকে তার পরিবর্তন ঘটেছে। এসময় সবচেয়ে বেশি ইপিএস হয়েছে উত্তরা ব্যাংকের। আগের বছরের থেকে ৭৯ শতাংশ বেড়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ১.৬৫ টাকা। এরপরে ৫৯ শতাংশ বেড়ে ডাচ-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ১.৫১ টাকা। আর ১০৩ শতাংশ বেড়ে যমুনা ব্যাংকের ইপিএস হয়েছে ১.৪২ টাকা।

নিম্নে ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)বৃদ্ধির হার (শতকরা)
ওয়ান ব্যাংক০.৮৩০.২৩২৬১%
স্ট্যান্ডার্ড ব্যাংক০.৩৮০.১১২৪৫%
সাউথইস্ট ব্যাংক০.৯৮০.৪৩১২৮%
এনসিসি ব্যাংক০.৮৪০.৪০১১০%
ন্যাশনাল ব্যাংক০.৩১০.১৫১০৭%
যমুনা ব্যাংক১.৪২০.৭০১০৩%
ব্যাংক এশিয়া১.১৬০.৫৯৯৭%
উত্তরা ব্যাংক১.৬৫০.৯২৭৯%
ডাচ-বাংলা ব্যাংক১.৫১০.৯৫৫৯%
ট্রাস্ট ব্যাংক০.৯৬0.৬৯৩৯%
ঢাকা ব্যাংক০.৬৮০.৫০৩৬%
স্যোশাল ইসলামী ব্যাংক০.৩৯০.২৯৩৪%
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক০.৭২০.৫৪৩৩%
শাহজালাল ইসলামি ব্যাংক০.৬৪০.৫০২৮%
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক০.৭৬০.৬০২৭%
প্রিমিয়ার ব্যাংক০.৫৮০.৫০১৬%
আল-আরাফাহ ব্যাংক০.৫১০.৪৪১৬%
প্রাইম ব্যাংক০.৪২০.৩৭১৪%
আইএফআইসি ব্যাংক০.৪৮০.৪৩১২%
ইসলামী ব্যাংক০.৪৩০.৪০৮%
মার্কেন্টাইল ব্যাংক০.৫৮০.৫৫৫%
পূবালী ব্যাংক০.৮৬০.৮২৫%

আলোচিত সময়ে সবচেয়ে বেশি ইপিএস কমেছে এক্সিম ব্যাংকের। ব্যাংকটির ৮৪ শতাংশ ইপিএস কমেছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ শতাংশ কমেছে ব্র্যাক ব্যাংকের। আর ১১ শতাংশ কমে ৩য় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

নিম্নে ইপিএস হ্রাস পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)পতনের হার
এক্সিম ব্যাংক০.০৪০.২৫(৮৪%)
ব্র্যাক ব্যাংক০.৭১১.০৪(৩২%)
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক০.৩৪০.৩৮(১১%)
এবি ব্যাংক০.০৯০.১০(১০%)
রূপালি ব্যাংক০.২২০.২৩(৪%)
ইস্টার্ন ব্যাংক১.০৩১.০৬(৩%)

আরও পড়ুন……

শেয়ারবাজারে আসছে ব্যাংকের ১১১ কোটি বোনাস শেয়ার
২০১৯ সালে তালিকাভুক্ত ব্যাংকের মুনাফা ৬ হাজার ৯৬৬ কোটি টাকা
২০১৯ সালের ব্যবসায় ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

এ বছরের প্রথম প্রান্তিকে উন্নতি বা অবনতি কিছুই হয়নি একমাত্র সিটি ব্যাংকের। এই ব্যাংকটির ইপিএস আগের বছরের প্রথম প্রান্তিকের ন্যায় এবারও ০.৭৫ টাকা হয়েছে। তবে আগের বছরের প্রথম প্রান্তিকে উত্থানের শীর্ষ ৩য় স্থানে ছিল।

ব্যাংকের নাম২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)
দি সিটি ব্যাংক০.৭৫০.৭৫

আগের বছরের ১ম প্রান্তিকের ন্যায় ২০২০ সালের ১ম প্রান্তিকেও আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান হয়েছে। ব্যাংকটির এ বছরের ১ম প্রান্তিকে ৪৪ শতাংশ লোকসান কমেছে।

নিম্নে লোকসানি ব্যাংকের তথ্য তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)২০১৯ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা)ব্যবধান
আইসিবি ইসলামিক ব্যাংক(০.০৯)(০.১৬)৪৪%

বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: