ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বড় জয় পেল টাইগাররা

  • পোস্ট হয়েছে : ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক : নাসুম আহমেদের অসাধারণ বোলিং নৈপুণ্যে ৬১ রানের বড় জয় পেল টাইগার বাহিনী। এদিন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামও ভালো বল করেছেন।

বোলারদের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তানকে ১৭.৪ ওভারে মাত্র ৯৪ রানেই বেঁধে ফেলে বাংলাদেশ। সেই সঙ্গে জয় এলো ৬১ রানের বড় ব্যবধানে।

টি-টোয়েন্টিতে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। বিশেষ করে রশিদ খানের ঘূর্ণিতে যেন জমের মতো ভয় পেতে শুরু করেছিল বাংলাদেশ। ভারতের দেরাদুনে সেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসার পর ঘরের মাঠে আফগানদের কাছে একমাত্র টেস্ট পরাজয় ছিল সেই আফগান জুজুর কারণেই।

এদিন ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। এছাড়া শরিফুল নেন ৩টি, সাকিব ২টি আর মুস্তাফিজ নেন ১টি উইকেট।

এর আগে প্রথম ব্যাট করে লিটন দাস আর আফিফের উপর ভর করে আফগানদের ১৫৬ রানের টার্গেট দেয় বাংলাদশে।

বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে।

দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন লিটন দাস। লিটন ৪৪ বল খেলে ৪টি চারের মার আর ২টি ছয়ের সুবাদে এই রান করেন। আর আফিফ ২৪ বল খেলে ২৫ রান করেন।

এছাড়া মুনীম ১৭ রান, নাঈম ২ রান, সাকিব ৫ রান, মাহমুদুল্লাহ ১০ রান, ইয়াসির ৮ রান, মেহেদি ৫ রান, নাসুম ৩ রান আর শরিফুল ৪ রান করেন।

আফগানিস্তানের পক্ষে ফজল হক ও আমজাতুল্লাহ ২ উইকেট করে নেন। আর রশিদ খান ও কায়েস ১টি করে উইকেট পান।

বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বড় জয় পেল টাইগাররা

পোস্ট হয়েছে : ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : নাসুম আহমেদের অসাধারণ বোলিং নৈপুণ্যে ৬১ রানের বড় জয় পেল টাইগার বাহিনী। এদিন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামও ভালো বল করেছেন।

বোলারদের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তানকে ১৭.৪ ওভারে মাত্র ৯৪ রানেই বেঁধে ফেলে বাংলাদেশ। সেই সঙ্গে জয় এলো ৬১ রানের বড় ব্যবধানে।

টি-টোয়েন্টিতে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। বিশেষ করে রশিদ খানের ঘূর্ণিতে যেন জমের মতো ভয় পেতে শুরু করেছিল বাংলাদেশ। ভারতের দেরাদুনে সেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসার পর ঘরের মাঠে আফগানদের কাছে একমাত্র টেস্ট পরাজয় ছিল সেই আফগান জুজুর কারণেই।

এদিন ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। এছাড়া শরিফুল নেন ৩টি, সাকিব ২টি আর মুস্তাফিজ নেন ১টি উইকেট।

এর আগে প্রথম ব্যাট করে লিটন দাস আর আফিফের উপর ভর করে আফগানদের ১৫৬ রানের টার্গেট দেয় বাংলাদশে।

বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে।

দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন লিটন দাস। লিটন ৪৪ বল খেলে ৪টি চারের মার আর ২টি ছয়ের সুবাদে এই রান করেন। আর আফিফ ২৪ বল খেলে ২৫ রান করেন।

এছাড়া মুনীম ১৭ রান, নাঈম ২ রান, সাকিব ৫ রান, মাহমুদুল্লাহ ১০ রান, ইয়াসির ৮ রান, মেহেদি ৫ রান, নাসুম ৩ রান আর শরিফুল ৪ রান করেন।

আফগানিস্তানের পক্ষে ফজল হক ও আমজাতুল্লাহ ২ উইকেট করে নেন। আর রশিদ খান ও কায়েস ১টি করে উইকেট পান।

বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: