ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের প্রথম ম্যাচ: দক্ষিণ আফ্রিকার কাছে হারল নারীরা

  • পোস্ট হয়েছে : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক : ব্যাটিং ব্যর্থতার কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে নারী ক্রিকেট দর ৩২ রানে দক্ষিণ আফিকার কাছে হেরেছে। শনিবার নিউ জিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করে। জবাবে ৪৯.৩ ওভারে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে যদিও শুরুটা ভালোই হয়েছিল টাইগ্রেসদের। উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন শামীমা সুলতানা ও শারমিন আক্তার। ৬৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শামীমা সুলতানা ২ চারে ২৭ রান করে আউট হন। এরপর ৭২ রানে দুটি উইকেট হারায় তারা। শারমিন সুলতানা ৩৪ ও মুর্শিদা খাতুন শূন্যরানে আউট হন।

৮৫ রানে রান আউট হয়ে ফিরেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক। ৮টি রান আসে তার ব্যাট থেকে। ১০৮ রানে পঞ্চম ও ১১৩ রানে ষষ্ঠ উইকেট হারায় নিগার বাহিনী। রুমানা আহমেদ ২১ ও সালমা খাতুন ২ রান করে ফিরেন।

সেখান থেকে অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনির ব্যাটে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ১৬৬ রানে রিতু আউট হলে ভাঙে স্বপ্ন। ৩ চারে ২৭ রান করেন রিতু। ৪৭তম ওভারে ১৭০ রানের মাথায় নিগার আউট হলে পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ১৭৫ রানে অলআউট হয়ে যায় টাইগ্রেসরা।

বল হাতে দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা ৩ মেডেনসহ ৩২ রান দিয়ে ৪টি উইকেট নেন। ১ মেডেনসহ ৩৬ রান দিয়ে ২টি উইকেট নেন মাসাবত ক্লাস।

তার আগে দক্ষিণ আফ্রিকার মেয়েরাও প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেননি। তারা ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফারিহা। তিনি ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া জাহানারা আলম ও রিতু মনি নেন ২টি করে উইকেট। সালমা খাতুন ও রুমানা নেন ১টি করে উইকেট।

বিজনেস আওয়ার/০৫ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপের প্রথম ম্যাচ: দক্ষিণ আফ্রিকার কাছে হারল নারীরা

পোস্ট হয়েছে : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ব্যাটিং ব্যর্থতার কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে নারী ক্রিকেট দর ৩২ রানে দক্ষিণ আফিকার কাছে হেরেছে। শনিবার নিউ জিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করে। জবাবে ৪৯.৩ ওভারে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে যদিও শুরুটা ভালোই হয়েছিল টাইগ্রেসদের। উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন শামীমা সুলতানা ও শারমিন আক্তার। ৬৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শামীমা সুলতানা ২ চারে ২৭ রান করে আউট হন। এরপর ৭২ রানে দুটি উইকেট হারায় তারা। শারমিন সুলতানা ৩৪ ও মুর্শিদা খাতুন শূন্যরানে আউট হন।

৮৫ রানে রান আউট হয়ে ফিরেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক। ৮টি রান আসে তার ব্যাট থেকে। ১০৮ রানে পঞ্চম ও ১১৩ রানে ষষ্ঠ উইকেট হারায় নিগার বাহিনী। রুমানা আহমেদ ২১ ও সালমা খাতুন ২ রান করে ফিরেন।

সেখান থেকে অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনির ব্যাটে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ১৬৬ রানে রিতু আউট হলে ভাঙে স্বপ্ন। ৩ চারে ২৭ রান করেন রিতু। ৪৭তম ওভারে ১৭০ রানের মাথায় নিগার আউট হলে পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ১৭৫ রানে অলআউট হয়ে যায় টাইগ্রেসরা।

বল হাতে দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা ৩ মেডেনসহ ৩২ রান দিয়ে ৪টি উইকেট নেন। ১ মেডেনসহ ৩৬ রান দিয়ে ২টি উইকেট নেন মাসাবত ক্লাস।

তার আগে দক্ষিণ আফ্রিকার মেয়েরাও প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেননি। তারা ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফারিহা। তিনি ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া জাহানারা আলম ও রিতু মনি নেন ২টি করে উইকেট। সালমা খাতুন ও রুমানা নেন ১টি করে উইকেট।

বিজনেস আওয়ার/০৫ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: