ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জয় পেল মুস্তাফিজের দিল্লি

  • পোস্ট হয়েছে : ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক : আইপিএল-২০২২ জয় দিয়ে শুরু করেছে মোস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। রবিবার দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।

ঘরের মাঠে মুম্বাই আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। জবাবে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি।

ললিত যাদব ও অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে জয় তুলে নেয় তারা। ললিত ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন অক্ষর। সপ্তম উইকেটে তারা দুজন তোলেন ৩০ বলে ৭৫ রান।

৪ চার ও ২ ছক্কায় ৩৮টি রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান পৃথ্বি’শ। শার্দুল ঠাকুর ২২ ও টিম সেইফার্ট করেন ২১ রান।

বল হাতে মুম্বাইর বাসিল থাম্পি ৩টি ও মুরুগান অশ্বিন ২টি উইকেট নেন।

তার আগে মুম্বাইর ইনিংসে দারুণ অবদান রাখেন ইশান কিষান। তিনি ইনিংসের গোড়াপত্তন করতে এসে শেষ ওভার পর্যন্ত ব্যাট করেন। ৪৮ বল মোকাবিলা করে ১১টি চার ও ২ ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন। উদ্বোধনী জুটিতে তার সঙ্গে ৬৭ রান তুলে আউট হন রোহিত শর্মা। তিনি ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করে আউট হন। তিলক ভার্মা করেন ২২ রান আর টিম ডেভিড ১২ রান।

বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। ম্যাচসেরাও হন তিনি। আর খলিল আহমেদ নেন ২টি উইকেট।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জয় পেল মুস্তাফিজের দিল্লি

পোস্ট হয়েছে : ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : আইপিএল-২০২২ জয় দিয়ে শুরু করেছে মোস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। রবিবার দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।

ঘরের মাঠে মুম্বাই আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। জবাবে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি।

ললিত যাদব ও অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে জয় তুলে নেয় তারা। ললিত ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন অক্ষর। সপ্তম উইকেটে তারা দুজন তোলেন ৩০ বলে ৭৫ রান।

৪ চার ও ২ ছক্কায় ৩৮টি রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান পৃথ্বি’শ। শার্দুল ঠাকুর ২২ ও টিম সেইফার্ট করেন ২১ রান।

বল হাতে মুম্বাইর বাসিল থাম্পি ৩টি ও মুরুগান অশ্বিন ২টি উইকেট নেন।

তার আগে মুম্বাইর ইনিংসে দারুণ অবদান রাখেন ইশান কিষান। তিনি ইনিংসের গোড়াপত্তন করতে এসে শেষ ওভার পর্যন্ত ব্যাট করেন। ৪৮ বল মোকাবিলা করে ১১টি চার ও ২ ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন। উদ্বোধনী জুটিতে তার সঙ্গে ৬৭ রান তুলে আউট হন রোহিত শর্মা। তিনি ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করে আউট হন। তিলক ভার্মা করেন ২২ রান আর টিম ডেভিড ১২ রান।

বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। ম্যাচসেরাও হন তিনি। আর খলিল আহমেদ নেন ২টি উইকেট।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: