ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে বরিশালে ‘মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার’ উদ্বোধন

  • পোস্ট হয়েছে : ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে উদ্বোধন করা হয়েছে ‘মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার ও কম্পিউটার ল্যাব’।

শনিবার (২৬ মার্চ) পাঠাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম। এছাড়াও অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বক্তা হিসাবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড.আতিউর রহমান।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চালিতাবাড়ি-পূর্ব জিরাকাঠি (সিপিজে) সোসাইটি আয়োজিত ‘ফ্রি’ মেডিকেল ক্যাম্প ও বীর মুক্তিযোদ্ধা-কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান, বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন ও চাখার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু। এতে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান (আলম তালুকদার)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি দৈনিক বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ডা. মো: সাগর মোল্লা।

অনুষ্ঠানে সন্ধ্যা নদীতে বিলীন মিরেরহাটকে পুনরুজ্জীবিত করার সঙ্গে গ্রোথ সেন্টার নির্মাণ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় যুগান্তরের প্রধান বার্তা সম্পাদক আবদুর রহমান তালুকদারকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়াও বানারীপাড়া প্রেস ক্লাবকে বিশেষ সম্মননা দেয় সিপিজে সোসাইটি।

“পড়বো বই, গড়বো দেশ-মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ” স্লোগানকে ধারণ করা পাঠাগারটি প্রতিষ্ঠা করেন আব্দুর রহিম বেপারী ও পরিচালক সাংবাদিক নিয়াজ মাহমুদ। এর সার্বিক তত্বাবধায়নে রয়েছে সিপিজে সোসাইটি। এ দিন সকালে র‌্যালির মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২২/এনএম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মহান স্বাধীনতা দিবসে বরিশালে ‘মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার’ উদ্বোধন

পোস্ট হয়েছে : ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে উদ্বোধন করা হয়েছে ‘মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার ও কম্পিউটার ল্যাব’।

শনিবার (২৬ মার্চ) পাঠাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম। এছাড়াও অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বক্তা হিসাবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড.আতিউর রহমান।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চালিতাবাড়ি-পূর্ব জিরাকাঠি (সিপিজে) সোসাইটি আয়োজিত ‘ফ্রি’ মেডিকেল ক্যাম্প ও বীর মুক্তিযোদ্ধা-কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান, বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন ও চাখার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু। এতে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান (আলম তালুকদার)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি দৈনিক বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ডা. মো: সাগর মোল্লা।

অনুষ্ঠানে সন্ধ্যা নদীতে বিলীন মিরেরহাটকে পুনরুজ্জীবিত করার সঙ্গে গ্রোথ সেন্টার নির্মাণ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় যুগান্তরের প্রধান বার্তা সম্পাদক আবদুর রহমান তালুকদারকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়াও বানারীপাড়া প্রেস ক্লাবকে বিশেষ সম্মননা দেয় সিপিজে সোসাইটি।

“পড়বো বই, গড়বো দেশ-মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ” স্লোগানকে ধারণ করা পাঠাগারটি প্রতিষ্ঠা করেন আব্দুর রহিম বেপারী ও পরিচালক সাংবাদিক নিয়াজ মাহমুদ। এর সার্বিক তত্বাবধায়নে রয়েছে সিপিজে সোসাইটি। এ দিন সকালে র‌্যালির মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২২/এনএম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: