ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে মাধ্যমিকে ক্লাস ২৬ এপ্রিল পর্যন্ত

  • পোস্ট হয়েছে : ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • 2

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে মাধ্যমিক পর্যায় আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসের বিষয়ে মাউশির নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়সমূহের স্ব-স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজনেস আওয়ার/২৯ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রমজানে মাধ্যমিকে ক্লাস ২৬ এপ্রিল পর্যন্ত

পোস্ট হয়েছে : ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে মাধ্যমিক পর্যায় আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসের বিষয়ে মাউশির নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়সমূহের স্ব-স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজনেস আওয়ার/২৯ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: