ঢাকা , সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের অ্যাকশনের তদন্ত হবে: শিক্ষামন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কিনা তা তদন্ত করা হবে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে স্কয়ার হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনের সকল চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থাও করা হবে।’

তিনি বলেন, ‘গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে দুটো পক্ষকে যদি দূরে রাখা যেতো, তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটতো না। আমরা সবার খোঁজ নিচ্ছি। ঢাকা মেডিকেলে যাকে নেওয়া হয়েছে তার ব্যাপারেও আমরা খোঁজ নিবো। তার ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করবো।’

সংঘর্ষে ঢাকা মেডিকেল হাসপাতালে একজন মারা গেছেন জানালে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। এখানে যে ঘটনা ঘটেছে সেটা এই পর্যন্ত গড়ানোর কোন কারণই ছিল না। আপনাদের ফুটেজে দেখলাম, দুটো দোকানের মধ্যে তাদের বাকবিতণ্ডায় কিছু ছাত্রকে জড়ানো হয়েছে বা তারা জড়িয়েছে। তারপর একটা ঘটনা ঘটেছে। গতকালই তারা আহত হয়েছে। আমরা আশা করছিলাম আজ সকাল থেকে এই দুটো পক্ষ আলাদা থাকবে। তাদের যদি দূরে রাখা যেতো, তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটতো না।’

বিজনেস আওয়ার/২০ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পুলিশের অ্যাকশনের তদন্ত হবে: শিক্ষামন্ত্রী

পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কিনা তা তদন্ত করা হবে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে স্কয়ার হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনের সকল চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থাও করা হবে।’

তিনি বলেন, ‘গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে দুটো পক্ষকে যদি দূরে রাখা যেতো, তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটতো না। আমরা সবার খোঁজ নিচ্ছি। ঢাকা মেডিকেলে যাকে নেওয়া হয়েছে তার ব্যাপারেও আমরা খোঁজ নিবো। তার ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করবো।’

সংঘর্ষে ঢাকা মেডিকেল হাসপাতালে একজন মারা গেছেন জানালে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। এখানে যে ঘটনা ঘটেছে সেটা এই পর্যন্ত গড়ানোর কোন কারণই ছিল না। আপনাদের ফুটেজে দেখলাম, দুটো দোকানের মধ্যে তাদের বাকবিতণ্ডায় কিছু ছাত্রকে জড়ানো হয়েছে বা তারা জড়িয়েছে। তারপর একটা ঘটনা ঘটেছে। গতকালই তারা আহত হয়েছে। আমরা আশা করছিলাম আজ সকাল থেকে এই দুটো পক্ষ আলাদা থাকবে। তাদের যদি দূরে রাখা যেতো, তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটতো না।’

বিজনেস আওয়ার/২০ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: