ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কে ফিরছেন জার্মানের ওজিল!

  • পোস্ট হয়েছে : ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • 6

স্পোর্টস ডেস্ক : মেসুত ওজিলের জন্মস্থান জার্মানিই। জাতীয়তা জার্মানির, দেশটির জাতীয় ফুটবল দলের বড় তারকা হিসেবে খ্যাতিও পেয়েছেন। তবে দাদা তুরস্কের। তাই নাড়ির টান কি চাইলেই ভোলা যায়? তুর্কি বংশোদ্ভূত ওজিল অনেকবারই নিজের শিকড়ের কথা বলতে গিয়ে সমালোচিত হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার দারুণ সম্পর্ক। ওজিলের বিয়েতেও উপস্থিত ছিলেন এরদোয়ান। যেহেতু জার্মানি ও তুরস্কের রাজনৈতিক বৈরিতা রয়েছে। তাই ওই বিয়ের অনুষ্ঠানের ছবি নিয়ে ভীষণ সমালোচনায় পড়েন ওজিল। কিন্তু তাতে যেন ‘থোড়াই কেয়ার’ জার্মান মিডফিল্ডারের।

২০১৩ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে আছেন ওজিল। তবে সাম্প্রতিক সময়ে এখানে আগের মতো দাম পাচ্ছেন না। গানার কোচ মাইকেল আর্তেতা প্রিমিয়ার লিগ পুনরায় শুরু হওয়ার পর একটি ম্যাচেও সুযোগ দেননি এই প্লে-মেকারকে। ফলে সামনের মৌসুমে ওজিলের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে।

সবচেয়ে বড় খবর হলো ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে টানতে চাইছে তুরস্কেরই একটি ক্লাব, নাম-ইস্তাম্বুল বেসাকশেহির। ‘নাইন্টি মিনিট’ এর এক প্রতিবেদনে এসেছে জার্মানি জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলা ওজিলকে আগামী মৌসুমেই দলে টানার পরিকল্পনা করছে ইস্তাম্বুল বেসাকশেহির।

তুর্কি সুপার লিগে লিগে প্রথমবারের মতো শিরোপা জেতা বেসাকশেহির চ্যাম্পিয়নস লিগে খেলার লক্ষ্য নিয়ে দলকে শক্তিশালী করতে চাইছে। যেহেতু এরদোয়ানের সঙ্গে তার ভালো সম্পর্ক, ওজিলকে আনতে চাইলে সরকারের সমর্থনও পেতে পাবে ক্লাবটি।

বিজনেস আওয়ার/২৩ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তুরস্কে ফিরছেন জার্মানের ওজিল!

পোস্ট হয়েছে : ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : মেসুত ওজিলের জন্মস্থান জার্মানিই। জাতীয়তা জার্মানির, দেশটির জাতীয় ফুটবল দলের বড় তারকা হিসেবে খ্যাতিও পেয়েছেন। তবে দাদা তুরস্কের। তাই নাড়ির টান কি চাইলেই ভোলা যায়? তুর্কি বংশোদ্ভূত ওজিল অনেকবারই নিজের শিকড়ের কথা বলতে গিয়ে সমালোচিত হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার দারুণ সম্পর্ক। ওজিলের বিয়েতেও উপস্থিত ছিলেন এরদোয়ান। যেহেতু জার্মানি ও তুরস্কের রাজনৈতিক বৈরিতা রয়েছে। তাই ওই বিয়ের অনুষ্ঠানের ছবি নিয়ে ভীষণ সমালোচনায় পড়েন ওজিল। কিন্তু তাতে যেন ‘থোড়াই কেয়ার’ জার্মান মিডফিল্ডারের।

২০১৩ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে আছেন ওজিল। তবে সাম্প্রতিক সময়ে এখানে আগের মতো দাম পাচ্ছেন না। গানার কোচ মাইকেল আর্তেতা প্রিমিয়ার লিগ পুনরায় শুরু হওয়ার পর একটি ম্যাচেও সুযোগ দেননি এই প্লে-মেকারকে। ফলে সামনের মৌসুমে ওজিলের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে।

সবচেয়ে বড় খবর হলো ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে টানতে চাইছে তুরস্কেরই একটি ক্লাব, নাম-ইস্তাম্বুল বেসাকশেহির। ‘নাইন্টি মিনিট’ এর এক প্রতিবেদনে এসেছে জার্মানি জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলা ওজিলকে আগামী মৌসুমেই দলে টানার পরিকল্পনা করছে ইস্তাম্বুল বেসাকশেহির।

তুর্কি সুপার লিগে লিগে প্রথমবারের মতো শিরোপা জেতা বেসাকশেহির চ্যাম্পিয়নস লিগে খেলার লক্ষ্য নিয়ে দলকে শক্তিশালী করতে চাইছে। যেহেতু এরদোয়ানের সঙ্গে তার ভালো সম্পর্ক, ওজিলকে আনতে চাইলে সরকারের সমর্থনও পেতে পাবে ক্লাবটি।

বিজনেস আওয়ার/২৩ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: